).
bring one’s pigs to the wrong market কোনো প্রচেষ্টায় সফল না-হওয়া (কোনো বস্তু বিক্রির ক্ষেত্রে)।
buy a pig in a poke না-দেখে না-বুঝে কোনো বস্তু অধিক দামে কেনা।
pigs might fly (অবিশ্বাসের ইঙ্গিত দিয়ে) বিস্ময়কর ব্যাপারও ঘটতে পারে।
make a pig of oneself অত্যধিক আহার ও পান করা।
pig boat (noun) (America(n)) (অশিষ্ট) সাবমেরিন।
pig-headed (adjective) একগুঁয়ে।
pig-headedly (adverb)
pig-headedness (noun)
pig-skin (noun) [uncountable noun] শূকরের চামড়া থেকে তৈরি লেদার জিন (অশিষ্ট)।
pig-sticking (noun) [Uncountable noun] বর্শার সাহায্যে বুনোশূকর শিকার।
pig-sty (noun) (ক) শূকর থাকার ছোট বাড়ি; (খ) নোংরা জঘন্য আবাস।
pigtail (noun) কাঁধ ও ঘাড় বেয়ে ঝুলে পড়া চুলের বেণি; দড়ির মতো পাকানো তামাক; শূকরের লেজ।
pigwash, pigswill (noun(s)) রান্নাঘর বা মদ উৎপাদন কেন্দ্র থেকে উচ্ছিষ্ট খাবার, যা শূকরের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
(২) (কথ্য) নোংরা, লোভী অথবা বদমেজাজি ব্যক্তি।
(৩) pig-iron (noun) [Uncountable noun] ঢালাই না-করা লৌহপিণ্ড।
piggish শূকরতুল্য; নোংরা; লোভী।
piggishly (adverb)
piggishness (noun) piggery (noun) শূকরপালনের স্থান।
piggy (adjective) (কথ্য) লোভী।
□(noun) বাচ্চা শূকর।
piggyback (America(n))= pickaback.
piggy bank (noun) (শূকরছানার আকৃতির) শিশুদের পয়সা জমানোর কৌটা।
Bengali Word pig 2English definition [পিগ্] (verb intransitive) নোংরাভাবে বাস করা; নোংরা জায়গায় বেশ কয়েকজন একত্রে বাস করা: pig it; pig together
Bengali Word pigeonEnglish definition [পিজিন্] (noun) ১ ঘুঘু গোত্রীয় পাখি: carrier pigeon; homing pigeon, এ ধরনের যেসব পাখি বার্তা আদানপ্রদান অথবা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
pigeon-breasted (ব্যক্তি) বক্ষাস্থি উঁচু এমন বুকবিশিষ্ট; পায়রার মতো ভিতরের দিকে বাঁকানো পায়ের বৃদ্ধাঙ্গুল বিশিষ্ট।
pigeonhole (ক) (noun) পায়রার খোপ; কাগজপত্র বা চিঠি আলাদাভাবে নির্দিষ্ট করে রাখার খোপ; মনের বা স্মৃতির কক্ষ।
(খ) (verb transitive) পায়রা বা কাগজপত্র রাখার জন্য অনুরূপ খোপ তৈরি করা; উক্ত খোপে কিছু রাখতে ভুলে যাওয়া; কোনো কাজ স্থগিত রাখা: The plan was pigeonholed.
pigeonhouse পায়রা রাখার বাক্স বা বাসা।
pigeon-toed (adjective) (ব্যক্তি) পায়রার মতো ভিতরের দিকে বাঁকানো পায়ের বৃদ্ধাঙ্গুলি।
(২) claypigeon শুটিংয়ের চিহ্ন হিসেবে শূন্যে ডিস্ক ছুড়ে দেওয়ার রীতি।
(৩) একেবারে সাদাসিধা ব্যক্তি যাকে সহজেই ঠকানো যায়।
(৪) (stool-) pigeon, দ্রষ্টব্য stool.
(৫) one’s pigeon কারো অশুদ্ধ ভাষা।
Bengali Word pig-ironEnglish definition [পিগ্আয়আন্] (noun) দ্রষ্টব্যpog
Bengali Word pigletEnglish definition [পিগ্লিট্] (noun) বাচ্চা শূকর।