• Bengali Word fiddle English definition [ফিড্‌ল্] (noun) ১ (কথ্য) বেহালা; বেহালা গোত্রের অন্য যেকোনো বাদ্যযন্ত্র।
    have a face as long as a fiddle বিষণ্ণ মুখ; বিরস বদন। fit as a fiddle খুব ভালো; সুস্থ ও স্বাস্থ্যবান। play second fiddle (to) অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ। fiddle-stick (noun) বেহালার ছড়। fiddle-sticks (interjection) অর্থহীন; বাজে। (২) বেহালা বাজানোর কাজ। □ (verb transitive) (১) (কথ্য) বেহালা বাজানো; বেহালায় সুর তোলা। (২) fiddle (about) (with) উদ্দেশ্যহীনভাবে নাড়াচাড়া করা; উদ্দেশ্যহীনভাবে বাজানো (আঙুলে কিছু নিয়ে) বা খেলা করা: Stop fiddling! He was fiddling (about) with a place of thing. (৩) (ব্যবসার হিসাব ইত্যাদির ক্ষেত্রে) সততার পরোয়া না-করে ভুল হিসাবপত্র তৈরি রাখা: fiddle an incometex return. সঠিক কর প্রদান এড়িয়ে যাওয়ার জন্য আয়ের মিথ্যা বা ভুল হিসাব দেওয়া। fiddler (noun) (১) বেহালাবাদক। (২) প্রতারক; জোচ্চোর। (৩) কাঁকড়াজাতীয় ক্ষুদ্র প্রাণী। fiddling (adjective) (কথ্য) তুচ্ছ; গৌণ: fiddling little jobs.