• Bengali Word part 1 English definition [পা:ট্] (noun) [Countable noun] ১ (indefinite article ব্যতিরেকে প্রায়ই 'singular') কিছু অংশ; I spent part of the day washing my clothes. Parts of the country were affected by the drought.
    Parts of the country were affected by the drought. for the most part অধিকাংশ ক্ষেত্রে; বেশিরভাগ। in part কিছু পরিমাণে; কিছু মাত্রায়। part-owner (noun) শরিক; অংশীদার। part-time (adjective), (adverb) দিনের বা সপ্তাহের কিছু সময়ের জন্য; খণ্ডকালীন: part-time teaching, যথা সপ্তাহে দুদিন বা তিনদিনের জন্য। part-timer (noun) (২) (plural) অঞ্চল; এলাকা: in these parts এই অঞ্চলে; এই এলাকায়। (৩) সমানভাগে ভাগ-করা অংশসমূহের যেকোনোটি: A second is the sixtieth part of a minute. (৪) কোনো কর্মকাণ্ডে কারো অংশ; কারো দায়িত্ব বা কর্তব্য; অভিনেতা/অভিনেত্রীর ভূমিকা: He played no small part (=a great part) in organising the conference. The actress played her part well. play a (big, small, etc) part (in something) কোনো কিছুতে জড়িত থাকা বা অবদান রাখা: He had a big part to play in making the peace rally a success. take part (in) অংশ নেওয়া; সাহায্য করা: take part in a discussion/rally. (৫) বিবাদ, লেনদেন, চুক্তি, পারস্পরিক আয়োজন ইত্যাদিতে পক্ষ নেওয়া। take somebody’s part; take the part of somebody কারো পক্ষ নেওয়া: He took his friend’s part. for my part আমার ব্যাপারে (বলতে হলে), আমার দিক থেকে: For my part, I see no harm in your leaving teaching and joining the legal profession. on my/his/your etc part; on the part of (Mr A, etc) আমার/তার/তোমার ইত্যাদির পক্ষ থেকে: He on his part did his best to make her happy. (৬) take something in good part (কোনো কিছুতে) ক্ষুব্ধ বা ক্ষুণ্ণ না-হওয়া। (৭) বইপত্রের অধ্যায়, পর্ব, কাণ্ড; কিস্তি আকারে প্রকাশিত বইয়ের প্রতিটি কিস্তি। (৮) কোনো কিছুর অপরিহার্য অংশ। (spare) part খুচরা যন্ত্রাংশ: a (spare) part for one’s car. (৯) (সংগীত) সংগীতাংশ: orchestral parts. part-singing, part-song (noun(s)) তিন বা ততোধিক কণ্ঠে তিন বা ততোধিক অংশে গাওয়া (গান)। (১০) (ব্যাকরণ) part of speech বাক্যের অন্তর্গত বিশেষ্য, বিশেষণ প্রভৃতি শব্দ বা পদ। (১১) a man/woman of (many) parts গুণবান/গুণবতী লোক/মহিলা। □ (adverb) কিছু পরিমাণে; আংশিকভাবে; অংশত: made part of iron and part of wood (সাধারণত part iron and part wood), কিছু পরিমাণে লোহা ও কিছু পরিমাণে কাঠ দিয়ে তৈরি, অংশত লোহা ও (অংশত) কাঠ দিয়ে তৈরি। partly (adverb) (একই অর্থে)।