স পৃষ্ঠা ৯২
- Bengali Word সুযোধন English definition [শুজোধন্] (বিশেষ্য) যুধিষ্ঠিরের দেওয়া দুর্যোধনের আদরের নাম। □ (বিশেষণ) যুদ্ধে পারদর্শী এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+√যুধ্+অন(ল্যুট্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুর ১ English definition [শুর্] (বিশেষ্য) স্বর বা ধ্বনি (নিঝুম রাতের বাঁশের বাঁশীর সুরে-জসীমউদ্দীন)। ২ কণ্ঠস্বর (নাকি সুর)। ৩ সঙ্গীতের তাল। ৪ মিল (সুরের ঠিক নেই)। ৫ মত (এখন তার সুর বদলেছে)। সুর তোলা (ক্রিয়া) ১ এক ধরনের কথা বলা। ২ মিলিতভাবে কথা তোলা। সুর বদলানো (ক্রিয়া) কথার মোড় ঘুরিয়ে দেওয়া। সুর বাহার (বিশেষ্য) বীণা জাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। সুরবোধ (বিশেষ্য) সঙ্গীতের তাল ইত্যাদি সম্বন্ধে জ্ঞান। সুরলাপ (বিশেষ্য) গানের সুর ও রাগ-রাগিণী ভাঁজা। {(তৎসম বা সংস্কৃত) √সু+র(ক্রন্)}
- Bengali Word সুর ২ English definition [শুর্] (বিশেষ্য) ১ দেবতা; অমর। ২ সূর্য। ৩ সূত্র (একই সুরে গ্রথিত)। ৪ জ্ঞানী। সুরকন্যা (বিশেষ্য) দেবকন্যা। সুরগুরু (বিশেষ্য) বৃহস্পতি। সুরতরু (বিশেষ্য) কল্পবৃক্ষ। সুরধুনী (বিশেষ্য) স্বর্গের নদী; গঙ্গা (বচব সুরধুনী তীরে আমার সুরের উর্বশীরে-কাজী নজরুল ইসলাম)। সুরধুনী ধারা (বিশেষ্য) গঙ্গার স্রোত (অয়ি সুরধুনীধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। সুরনদী (বিশেষ্য) গঙ্গা; প্রস্রবণ; স্রোতোধারা (ওরে এ কোন স্নেহসুরধনী নামল আমার সাহারায়-কাজী নজরুল ইসলাম)। সুরপতি (বিশেষ্য) ইন্দ্র। সুরপুর (বিশেষ্য) স্বর্গ; অমরাবতী। সুরবালা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)দেবকন্যা। সুরযোষা (বিশেষ্য) স্বর্গীয় নারী (সুরযোষা উর্বশীর অলীক সন্ধানে-মোহিতলাল মজুমদার)। সুরলোক (বিশেষ্য) অমর লোক বা স্বর্গ। সুরসুন্দরী, সুরাঙ্গনা (বিশেষ্য) ১ স্বর্গের অপ্সরা। ২ দেবাঙ্গনা। ৩ ঊষা (কনক উদয়াচলে তুমি দেখা হে সুরসুন্দরী-মাইকেল মধুসূদন দত্ত)। ৪ দুর্গা; ভগবতী; দেবকন্যা। সুরাসুর (বিশেষ্য) দেবতা ও দানব। {(তৎসম বা সংস্কৃত) √সুর্+অ(ক)}
- Bengali Word সুরকি, সুরখি, সুর্খী English definition [শুর্কি, শুর্খি, শুর্খী] (বিশেষ্য) ১ ইটের গুঁড়া (কোন সিন্দুকে সুরকির গুঁড়া-মীর মশাররফ হোসেন)। ২ লালিমা (ঝুরে সুখীর ঘন লালী উষ্ণীষ ইরানী তুর্কীর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) সুর্খী}
- Bengali Word সুরক্ষিত English definition [শুরোক্খিতো] (বিশেষণ) ১ সংরক্ষিত; যত্নে রাখা হয়েছে এরূপ। ২ সবরকম বিপদ-আপদ থেকে মুক্ত। ৩ সুন্দরভাবে পালিত। ৪ উত্তমরূপে রক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word সুরঙ্গ, সুড়ঙ্গ English definition [শুরঙ্গো, শুড়ঙ্গো] (বিশেষণ) ১ অতি উজ্জ্বল রংবিশিষ্ট (যদ্যপি কনক অসি দেখিতে সুরঙ্গ কোথাও কাটিছে কেবা আপনার অঙ্গ-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষ্য) সিঁধ। {(তৎসম বা সংস্কৃত) সু+রঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুরঙ্গী English definition [শুরোঙ্গি] (বিশেষণ) সুন্দর; মনোহর (চলনভঙ্গী অতি সুরঙ্গী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সুরঙ্গ+ইন্(ইনি)}
- Bengali Word সুরজ English definition [শুরজ্] (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) সূর্য>(স্বরাগমে)সুরয>সুরজ}
- Bengali Word সুরঞ্জিত English definition [শুরোন্জিতো/শুরোন্জিত্] (বিশেষণ) ১ ভালোরূপে রং করা। ২ কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা। {(তৎসম বা সংস্কৃত) সু+রঞ্জিত}
- Bengali Word সুরট, সুরাট, সুরাটী English definition [শুরট্, শুরাট, শুরাটি] (বিশেষ্য) ১ সুরাটে প্রচলিত রাগিণীবিশেষ। ২ ভারতের নগরবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সুরাষ্ট্র>}
- Bengali Word সুরত ১, সুরৎ, সূরত, সুরাত English definition [সুরত্, সুরৎ, সূরত্, সুরাত] (বিশেষ্য) ১ চেহারা; আকৃতি। ২ রূপ। ৩ প্রকার; রকম; উপায় (কি সুরতে কাজটি করা যায়)। ৪ প্রতিকৃতি; আলেখ্য। ৫ ধরন; ঢং; প্রকৃতি। ৬ অবস্থা। ৭ মূর্তি। সুরতওয়ালি (বিশেষণ) রূপসী; রূপ আছে এমন (প্রিয়ার মতন ও মদ মদির সুরতওয়ালী ধরতে দাও-কাজী নজরুল ইসলাম)। সুরত বদলানো (ক্রিয়া) চেহারা পরিবর্তন করা। সুরতহাল (বিশেষ্য) পরিস্থিতি; অবস্থা; আদালতে এজাহার; ঘটনার প্রকৃত অবস্থা বা বর্ণনা। সুরতজামাল (বিশেষণ) সুন্দর চেহারা (সুরাতজামাল জওয়ানির ঠোঁটে বেকার নওজোয়ান-ফররুখ আহমদ)। {(আরবি) সুরাত}
- Bengali Word সুরত ২ English definition [শুরত] (বিশেষ্য) ১ রতিক্রীড়া; রমণ (কেহ বা সুরতে রত-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মুখ। ৩ অতিশয় অনুরক্ত। সুরতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অত্যধিক অনুরক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রম্+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুরতি ১ English definition [শুরোতি] (বিশেষ্য) কামকেলি; আলিঙ্গন (তবে ভুঞ্জিব আমি সুরতি শৃঙ্গার-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√রম্+ত(ক্ত)+ই}
- Bengali Word সুরতি ২, সুর্তি ১ English definition [শুর্তি] (বিশেষ্য) পানের সঙ্গে খাবার সুগন্ধি তামাক-গুঁড়া; সুখা। {(হিন্দি) সুরতি}
- Bengali Word সুরতি ৩, সুর্তি ২ English definition [সুর্তি] (বিশেষ্য) চাঁদা তুলে জুয়াখেলা বা ভাগ্য-পরীক্ষার জন্য একপ্রকার জুয়া খেলা। {(পর্তুগিজ) sorte}
- Bengali Word সুরধুনী, সুরনদী English definition ⇒ সুর
- Bengali Word সুরব English definition [শুরব্] (বিশেষ্য) ১ সুন্দর স্বর; মধুর ধ্বনি। ২ সুখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) সু+বর; সুপ্সুপা}
- Bengali Word সুরবল্লি English definition [শুরোবোল্লি] (বিশেষ্য) আয়ুর্বেদীয় ওষুধে ব্যবহৃত কষায় রসবিশিষ্ট এক প্রকার ছোট গাছ; Oldenlandia umbellata। {(তৎসম বা সংস্কৃত) সুর+বল্লী}
- Bengali Word সুরভি ১ English definition [শুরোভি] (বিশেষ্য) ১ সুবাস; খুশবু; সৌরভ (কিসের মন মাতাল-করা সুরভিতে নেশা হয়ে সারা বনের গা টলছে-কাজী নজরুল ইসলাম)। ২ সুগন্ধি দ্রব্যবিশেষ। ৩ চৈত্রমাস বা বসন্তকাল (সুরভি মাস, সুরভি সময়)। ৪ চম্পক, বকুল, কদম, জায়ফল ইত্যাদি বৃক্ষ। □ (বিশেষণ) সুগন্ধ; সুবাসযুক্ত; সৌরভময়; সুবাসিত। {(তৎসম বা সংস্কৃত) সু+√রভ্+ই(ইন্)}
- Bengali Word সুরভি ২, সুরভী English definition [শুরোভি] (বিশেষ্য) ১ স্বর্গের কামধেনুর নাম। ২ পৃথিবী। ৩ সুরা। {(তৎসম বা সংস্কৃত) সুরভি+ই, ঈ}