ব পৃষ্ঠা ৫
- Bengali Word বকেয়া ১ English definition [বকেয়া] (বিশেষণ) ১ বাকি, যা পাওয়া রয়েছে; অবশিষ্ট (বকেয়া হিসাব চুকিয়ে দেবে বছর-শেষের শেষ দিনেতে-সত্যেন্দ্রনাথ দত্ত; বকেয়া খাজনা সব আদায় করবে-আসকার ইবনে শাইখ)। ২ পুরনো (বাক্সটি বিষম বকেয়াদীনবন্ধু মিত্র)। ৩ প্রাচীন (বাতিল হল বকেয়া কেতাব-সত্যেন্দ্রনাথ দত্ত)। বকেয়া খাজনা (বিশেষ্য) আগের বা গত সনের সে সমস্ত খাজনা বাকি পড়েছে। বকেয়া বাকি (বিশেষ্য) আগের বা গত সনের বাবত যে বাকি পড়েছে। {(আরবি) বাকী}
- Bengali Word বকেয়া ২ English definition ⇒ কখেয়া
- Bengali Word বকৌলি English definition [বকোউলি] (বিশেষ্য) বন্যা (ছুটিয়া চলেছে মরুবকৌলি নীল দরিয়ার পানি-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
- Bengali Word বক্কাল English definition ⇒ বকাল
- Bengali Word বক্কেশ্বর English definition [বক্কেশ্শর্] (বিশেষণ) হাবা; বোকা (তিনি একটা পয়লা নম্বরের বক্কেশ্বর-সৈয়দ মুজতবা আলী)। {তুচ্ছার্থে চলতি ও আঞ্চলিক; বক্ক<বোকা; বক্ক+ঈশ্বর; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বক্ত, বখ্ত, বখ্ৎ English definition [বক্ত্, বখ্ত্ বিখ্ত্] (বিশেষ্য) ১ ভগ্য অদৃষ্ট; নসিব (বক্তগুণে হানিফা মিলিল-সৈয়দ হামজা; বখ্তের লেখাকে পারে মুহূর্তে তাহা-আজ)। ২ মুসলিম উপাধি। {(আরবি) বখত্}
- Bengali Word বক্তব্য English definition [বক্তোব্বো] (বিশেষণ) ১ বক্তৃতা; কথ্য; কথনীয়; বলতে হবে এমন। ২ আলোচ্য। ৩ বলবার উপযোগী। ৪ উল্লেখনীয়; উল্লেখ্য। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+তব্য}
- Bengali Word বক্তা ১ English definition [বক্তা] (বিশেষণ) ভাগ্যবান; সৌভাগ্যের অধিকারী। {(ফারসি) বখ্তার (=অধিকারী)}
- Bengali Word বক্তা ২ English definition [বক্তা] (বিশেষণ), (বিশেষ্য) ১ বক্তৃতাকারী; যে ভাষণ দেয়। ২ উক্তিকারী; যে বলে। ৩ বাকপটু; বাগ্মী। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word বক্তার English definition [বক্তার্] (বিশেষ্য), (বিশেষণ) ১ অলৌকিক আবেশের প্রভাবে বক্তৃতা করে এমন। ২ ভর্ৎসান বা গালাগালি করে এমন (একটু বক্তার বটে কিন্তু বদমাশ তো নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বাচাল; বাক্পটু। {(তৎসম বা সংস্কৃত) বক্তৃ>}
- Bengali Word বক্তৃতা English definition [বোক্ত্রিতা] (বিশেষ্য) ভাষণ; সভায় কোনো বিষয়ে কিছু বলা। ২ বাক্পটুতা। ৩ বাগ্বিন্যাস। বক্তৃতাকার (বিশেষ্য), (বিশেষণ) বক্তা; ভাষণদানকারী। ২ বাক্টটু (দুনিয়া আর যে জন্য সৃষ্টি হোক, বক্তৃতাকারের গলা সাধবার জন্য হয়নি-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) বক্তৃ+তা(তল্)}
- Bengali Word বক্ত্র English definition [বক্ত্রো] (বিশেষ্য) মুখ; বদন। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+ত্র(ত্রন্)}
- Bengali Word বক্র English definition [বক্ক্রো] (বিশেষণ) ১ বাঁকা; সরল নয় এমন; অসরল; অসমান (বক্র রেখা)। ২ কুটিল (বক্র কটাক্ষ)। ৩ বাঁক; মোড়। বক্রগ্রীব (বিশেষণ) ঘাড় বাঁকা এমন (মন্দুরা ত্যজিয়া বাজী রাজী বক্রগ্রীব-মাইকেল মধুসূদন দত্ত)। বক্রণ (বিশেষ্য) বক্রীকরণ; বাঁকা করা বা হওয়া; বাঁকানো। বক্রদৃষ্টি (বিশেষণ) টেরা। □ (বিশেষ্য) কটাক্ষ। বক্রিমা (বিশেষ্য) ১ বক্রতা। ২ শঠতা; কুটিলতা। {(তৎসম বা সংস্কৃত) √বনচ্+র(রক্)}
- Bengali Word বক্রী ১ English definition ⇒ বাকি।
- Bengali Word বক্রী ১ (ক্রিন্) English definition [বোক্ক্রি] (বিশেষণ) ১ বাকি; অবশিষ্ট। ২ প্রতিকূল; বাম; বিরূপ। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ইন্}
- Bengali Word বক্রীকরণ English definition [বোক্ক্রিকরোন্] (বিশেষ্য) বাঁকানো। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ঈ(চ্রি)+√কৃ+অন}
- Bengali Word বক্রীকৃত English definition [বোক্ক্রিকৃতো] (বিশেষণ) বাঁকা করা হয়েছে এমন; কুটিলীকৃত। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ঈ(চ্রি)+√কৃ+ত(ক্ত)}
- Bengali Word বক্রোক্তি English definition [বক্ক্রোক্তি] (বিশেষ্য) ১ কাব্যের অলঙ্কারবিশেষ; শ্লেষ; ব্যঙ্গার্থক অলঙ্কার। ২ ব্যঙ্গোক্তি; শ্লেষপূর্ণ কথা। ৩ বাঁকা করে অথবা রস দিয়ে যা বলা হয়। ৪ প্রচ্ছন্ন নিন্দাবাদ। {(তৎসম বা সংস্কৃত) বক্র+উক্তি; কর্মধারয় সমাস}
- Bengali Word বক্ষ, বক্ষঃ English definition [বোক্খো, বোখোহ] (বিশেষ্য) ১ বুক। ২ হৃদয়; অন্তর; মন; চিত্ত। বক্ষঃস্থল (বিশেষ্য) ১ বুকের পাটা; বুকের উপরিভাগ। ২ হৃদয়; অন্তর। বক্ষস্পন্দন, বক্ষঃস্পন্দন (বিশেষ্য) বুকের দুরু দুরু ভাব বা কম্পন; বুক ধড়ফড়ানো। বক্ষ-কোষ্ঠক (বিশেষ্য) গ্যালারি (রোহিণী অন্যান্য স্ত্রী-লোকদের সঙ্গে বক্ষ কোষ্ঠকে বসেছিল-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। বক্ষপঞ্জর, বক্ষৎপঞ্জর (বিশেষ্য) বুকের হাড়; পাঁজরা। বক্ষপট (বিশেষ্য) বক্ষস্থল; বুকের পাটা (সাহস বিস্তৃত বক্ষপট-রবীন্দ্রনাথ ঠাকুর)। বন্ধবন্ধনী কাঁচুলি; নারীবক্ষের অন্তর্বাস বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বক্ষঃ/বক্ষস; বচ্+অস্(অসুন্)}
- Bengali Word বক্ষোজ, বক্ষোরুহ English definition [বোক্খোজ্, বোক্রুহো] (বিশেষ্য) স্তন। {(তৎসম বা সংস্কৃত) বক্ষস্+ √জন্+অ(ড), √রুহ্+অ(অক)}