ব পৃষ্ঠা ২
- Bengali Word বংগ (অশুদ্ধ) English definition = বঙ্গ
- Bengali Word বংগদেশ (অশুদ্ধ) English definition = বঙ্গদেশ
- Bengali Word বংগাব্দ (অশুদ্ধ) English definition = বঙ্গাব্দ
- Bengali Word বংগাল (অশুদ্ধ) English definition ⇒ বঙ্গাল
- Bengali Word বংশ ১ English definition [বঙ্শো] (বিশেষ্য) ১ পুরুষানুক্রম; পুরুষ-পরম্পরা; কুল। ২ গোষ্ঠী; গোত্র। ৩ ছেলেমেয়ে; পুত্রকন্যা; সন্তান-সন্ততি। বংশক্ষয়, বংশনাশ, বংশলোপ (বিশেষ্য) বংশের সন্তান-সন্ততির মৃত্যুতে বংশের বিলোপ। বংশগত (বিশেষণ) বংশানুক্রমে লব্ধ বা প্রাপ্ত কুলের বৈশিষ্ট্য বা নিয়মস্বরূপ (বংশগত প্রথা)। বংশগতি (বিশেষ্য) পুরুষ-পরস্পরায় দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য সমূহের সংক্রমণ; heridity। বংশগৌরব (বিশেষ্য) বংশের মর্যাদা; কুলগর্ব; যাতে বংশের মানমর্যাদা বৃদ্ধি পায়। বংশজ (বিশেষণ) ১ বংশে জাত বা উৎপন্ন। ২ সদ্বংশীয়; সৎকুলোদ্ভব। ৩ মৌলিক; কুলভ্রষ্ট কুলীন। বংশধর (বিশেষ্য) সন্তান; বংশরক্ষাকারী। বংশ-পরস্পরা (বিশেষ্য) বংশোনুক্রম; বংশধরদের ধারাবাহিকতা। বংশবৃদ্ধি (বিশেষ্য) বংশের সন্তান-সন্ততির সংখ্যা বাড়া। বংশ মর্যাদা (বিশেষ্য) বংশের প্রাপ্য সম্মান; আভিজাত্য। বংশরক্ষা (বিশেষ্য) সন্তান জন্মদানের মাধ্যমে বংশের ধারাবাহিকতা বজায় রাখা। বংশলতা (বিশেষ্য) শাখা প্রশাখাক্রমে বিন্যস্ত বংশের পুরুষ-পরম্পরায় নামের তালিকা। বংশে বাতি দেওয়া (ক্রিয়া) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। {(তৎসম বা সংস্কৃত) √বম্+শ}
- Bengali Word বংশ ২ English definition [বঙ্শো] (বিশেষ্য) ১ বাঁশ। ২ বাঁশি। ৩ মেরুদণ্ড; পিঠের দাঁড়া। বংশদণ্ড (বিশেষ্য) বাঁশের লাঠি। বংশপত্র (বিশেষ্য) বাঁশের পাতা; বাঁশপাতা। বংশমণ্ড (বিশেষ্য) বাঁশ দিয়ে তৈরি মণ্ডপবিশেষ। (বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নৃত্যশীল ছাগবৎস-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বংশলোচন, বংশরোচনা (বিশেষ্য) বাঁশের অভ্যন্তরে উৎপন্ন শর্করা জাতীয় বস্তু; যা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়; manna of the bamboo। বংশ শলাকা (বিশেষ্য) বাখারি; বাঁশের সরু কাঠি বা শলা। {(তৎসম বা সংস্কৃত) √বম্+শ}
- Bengali Word বংশাঙ্কুর English definition [বঙ্শাঙ্কুর] (বিশেষ্য) বাঁশের কোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অঙ্কুর; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বংশানুক্রম English definition [বঙ্শানুক্ক্রোম্] (বিশেষ্য) বংশপরম্পরা; বংশধারা; পুরুষানুক্রম; পুরুষপরম্পরা। বংশানুক্রমিক (বিশেষ্য) বংশ পরম্পরাগত; পুরুষপরম্পরাগত। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অনুক্রম; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বংশানুরচিত English definition [বঙ্শানুচোরিত] (বিশেষ্য) বংশের পুরুষানুক্রমিক ইতিবৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অনুচরিত; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বংশাবতংস English definition [বঙ্শাবোতঙ্শো] (বিশেষ্য) ১ বংশের অলংঙ্কার স্বরূপ ব্যক্তি; বংশের শ্রেষ্ঠ ব্যক্তি। ২ গুণী ব্যক্তি; প্রখ্যাত ব্যক্তি; কুলভূষণ; কুলচূড়ামণি। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অবতংস; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বংশাবলি, বংশাবলী English definition [বঙ্শাবোলি] (বিশেষ্য) বংশ-তালিকা; কুলজি; কুলপঞ্জি। {(তৎসম বা সংস্কৃত) বংশ+আবলি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বংশী ১ English definition [বোঙ্শি] (বিশেষণ) বংশজাত (চন্দ্র-সূর্য-বংশী সপ্ত দিক অধিকার-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অ(অচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বংশী ২ English definition [বোঙ্শি] (বিশেষ্য) বাঁশি; মুরলী; বেণু (বংশী দংশিল মোর কানে-চদ)। বংশীধর, বংশীধারী (-রিন্) (বিশেষ্য) ১ যে বংশী ধারণ করে। ২ শ্রীকৃষ্ণ। বংশী ধ্বনি (বিশেষ্য) বাঁশির আওয়াজ বা সুর। বংশীবট (বিশেষ্য) বৃন্দাবনস্থ যে বটগাছের নিচে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। বংশী বদন, বংশী বয়ান (বিশেষ্য) ১ যে বংশী বাজায়। ২ শ্রীকৃষ্ণ (ঐ দেখ আসছে আয়ান বংশীবয়ান-গান)। {(তৎসম বা সংস্কৃত) বংশ+অ(অচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বংশীয়, বংশ্য English definition [বোঙ্শিয়ো, বোঙ্শো] (বিশেষণ) ১ বংশজাত; কুলোদ্ভব; কুলে জাত বা উৎপন্ন। ২ বংশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) বংশ+ঈয়(ছ), য(যৎ)}
- Bengali Word বংশীয়াল English definition [বোঙ্শিয়াল্] (বিশেষণ) বংশীবাদনে দক্ষ। {(তৎসম বা সংস্কৃত) বংশী+(বাংলা) ওয়াল}
- Bengali Word বংশ্য English definition ⇒ বংশীয়
- Bengali Word বঃ English definition [বহ্] (বিশেষ্য) বকলম শব্দের সংক্ষিপ্ত রূপ। {বকলম>}
- Bengali Word বঅন English definition [বয়ন্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) বদন; মুখ (নির্ম্মল কমল বঅনে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বদন>}
- Bengali Word বআ, বয়া English definition [বআ] (ক্রিয়া) ১ বওয়া। ২ বহন করা। ৩ উচ্ছন্নে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বহ>}
- Bengali Word বই ১, বহি ১ English definition [বোই, বোহি] (বিশেষ্য) ১ পুস্তক; গ্রন্থ (পাঠ্যবই)। ২ খাতা (হিসাবের বই)। বই দপ্তর (বিশেষ্য) বই ও খাতাপত্র (বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। বই পড়া (ক্রিয়া) অধ্যয়ন করা; গ্রন্থ পাঠ করা। বই পাড়নো (ক্রিয়া) অধ্যয়ন করা; গ্রন্থ পাঠ করা। বই বাঁধা (ক্রিয়া) ১ ছাপানো কাগজ গুলোর পৃষ্ঠা ঠিকমতো সাজিয়ে গ্রন্থের আকারে সেলাই করা। ২ কাগজ, কাপড় বা চামড়া দিয়ে গ্রন্থের মলাট আবৃত করা। বই বের করা (ক্রিয়া) পুস্তক ছেপে প্রকাশ করা। বই বের হওয়া (ক্রিয়া) বই ছাপা হবার পর বাজারে বাজারে বিক্রীত হতে থাকে। বইয়ের পোকা (বিশেষ্য) গ্রন্থকীট; পুস্তকপাঠে অতি মাত্রায় আসক্ত ব্যক্তি। বই লেখা (ক্রিয়া) গ্রন্থ রচনা করা। {(আরবি) বহী}