ব পৃষ্ঠা ৩
- Bengali Word বই ২, বৈ, বহি ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বোই] (অব্যয়) ১ বিনা; ব্যতীত; ছাড়া; ভিন্ন (উপায় নাই ইহা বই-অবনীন্দ্রনাথ ঠাকুর; দোষ-বহি গুণ কারো না করে কখন-বৃন্দাবন দাস)। ২ বাদে; পরে (বৎসরেক বহি হইল ঝগড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বইকি, বৈকি (অব্যয়) ১ নিশ্চয়তা আগ্রহ ইত্যাদি সূচক শব্দ (খাটো বই কি)। ২ অস্বীকার বা না-সূচক। বই তো নয়, বৈ ত-নয়-মাত্র; কেবল। {(তৎসম বা সংস্কৃত) ব্যতীত>}
- Bengali Word বই ৩ English definition [বোই] (বিশেষণ) ব্যাপ্ত; বিস্তৃত (কলঙ্ক বাপা হবে দেশ বই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্>}
- Bengali Word বই ৪ English definition [বোই] (বিশেষ্য) কচুর লাত। {বৈদিক (তৎসম বা সংস্কৃত) বয়>}
- Bengali Word বইঠা, বৈঠা, বোঠে English definition [বোইঠা, বোইঠা, বোঠে] (বিশেষ্য) নৌকার মুখচওড়া ছোট দাঁড়, কাঠ দ্বারা নির্মিত পাতলা দাঁড় যা না বেঁধে হাতে করে বাইতে হয় (পাঁচ পীরেরই শির্নি মেনে, চলরে টেনে বেইঠা হেনে-সত্যেন্দ্রনাথ দত্ত; মন-মাঝি তোর বৈঠা নে রে-লোকগান)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>}
- Bengali Word বইন English definition [বোইন্] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বো; ভগিনী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>অপভ্র, ভইন্>}
- Bengali Word বউ, বৌ English definition [বোউ] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বধূ; পত্নী; গিন্নি। ২ কুলবধূ (ঘরের বউ)। ৩ কনে; নববধূ (নতুন বউ)। ৪ পুত্রবধূ বা তৎস্থানীয়া। বউ-কথা-কও (বিশেষ্য) কোকিলজাতীয় সুপরিচিত পাখি; পাপিয়া কিংবা তার কন্ঠরব (আজকে কেবল বউ-কথা-কও ডাকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউকাঁটকি (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) যে শাশুড়ি পুত্রবধূকে নির্যাতন করে ও খোঁটা দেয়। □ (বিশেষণ) বধূর পক্ষে কন্টকতুল্য শাশুড়ি। বউগড়া (বিশেষ্য) নববধূর স্বামীর ঘরে এলে যে আচার অনুষ্ঠিত হয় (বউগড়া লইল মায় পিঁড়িতে বসিয়া-ময়মনসিংহ গীতিকা)। বউঝি, বউ-বেটি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বধূ ও কন্যা বা কন্যা শ্রেণির যুবতী স্ত্রীলোক। বউটুবানি (বিশেষ্য) পাটক্ষেতে বা নল বনে হয় এমন এক ধরনের লতা ও তার ফুল (পাট মেরে সে যে নিড়াইয়া দিবে বউ-টুবানীর চারা-জসীমউদ্দীন)। বৌঠান (বিশেষ্য) বড় ভাইয়েরস্ত্রী-হিন্দু সমাজে জ্যেষ্ঠ ভ্রাতার বধূকে এইরূপ সম্বোধন করা হয় (তা খদ্দর পরাইলেই তো পারেন বৌঠান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউড়ি, বউড়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অল্পবয়স্কা বৌ; বালিকাবধূ (জিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। বউদিদি, বৌদি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী; ভাবি। বউভাত, বৌভাত (বিশেষ্য) নববধূর ছোঁয়া অন্ন বরের আত্মীয় স্বজন কর্তৃক গ্রহণের আচারবিশেষ; বিবাহ-উত্তর ভোজ; পাকস্পর্শ; ওয়ালিমা (বিবাহে বউভাতের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বউমা, বৌমা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্রবধূ বা কনিষ্ঠ ভ্রাতার বধূ। {(তৎসম বা সংস্কৃত) বধূ>(প্রাকৃত) বহু>}
- Bengali Word বউনি ১ English definition [বোউনি] (বিশেষ্য) ১ বহন করার মজুরি বা পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত) বহন>+(বাংলা) ই}
- Bengali Word বউনি ২ English definition [বোউনি] (বিশেষ্য) ১ দিনের প্রথম বিক্রয়। ২ ব্যবসায়ে দিনের প্রথম বিক্রয়লব্ধ মূল্য (এখনো সক্কাল বেলা বউনি হয়নি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। বউনি করা (ক্রিয়া) নগদ মূল্য দিনের প্রথম বিক্রয় কার্য করা। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনী>}
- Bengali Word বউনি ৩, বউনী English definition [বোউনি] (বিশেষ্য) অগ্রিম প্রাপ্তি; বায়না। {(আরবি) বয়(অগ্রিম)+(ফারসি) আনাহ্}
- Bengali Word বউল ১, বোল English definition [বোউল, বোল্] (বিশেষ্য) ১ আম্র ইত্যাদির মুকুল (বউল ঝরে ফলেছে আজ থোল থোল আম-কাজী নজরুল ইসলাম)। ২ বকুল ফুল। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
- Bengali Word বউল ২, বউলা, বোলো English definition [বোউল, বোউলা, বোলো] (বিশেষ্য) খড়মস্থ মুকুলাকৃতি কাষ্ঠখণ্ড যা পায়ের দুই আঙুলে চেপে ধরে চলতে হয় (খড়মের বউলের মত জিনিসটা নাকি টেলিগ্রাফের কল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>}
- Bengali Word বউলি, বউলী English definition ⇒ বৌলি
- Bengali Word বওয়া English definition ⇒ বহা
- Bengali Word বওয়া, বহা English definition [বওয়া, বহা] (ক্রিয়া) ১ বহন করা (বহিবারে দাও শকতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবাহিত হওয়া (পূর্বের সমুদ্র হতে ধীরে বওয়া সমীরের বিশ্রান্ত পাখাতে-আবদুল গনি হাজারী)। ৩ সহ্য করা (দুঃখ বওয়া)। ৪ ধারণ করা। ৫ অতিবাহিত হওয়া; অতিক্রান্ত হওয়া (দিন বয়ে যায়)। ৬ কর্মক্ষম থাকা; চালু থাকা; তাচ্ছিল্যভাব প্রকাশ (না এলো তো বয়েই গেলো)। বয়ে যাওয়া (ক্রিয়া) ১ ক্ষতি না হওয়া (তুমি এলে না, তাতে আমার বয়েই গেল)। ২ অসৎসঙ্গে বখাটে হয়ে যাওয়া ছেলেটা বয়ে গেছে)। বওয়ানো, বহানো, (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। □ (ক্রিয়া) ১ প্রবাহিত করা (রক্তের ধারা বয়ে যায়)। ২ বহন করানো (পালকি বওয়ানো)। {(তৎসম বা সংস্কৃত) বহ্>}
- Bengali Word বওয়াট, বওয়াটে English definition ⇒ বখাটে
- Bengali Word বক, বগ English definition [বক্, বগ্] (বিশেষ্য) ১ মাছ শিকারে পটু বক্রগ্রীবা ও দীর্ঘ চঞ্চুবিশিষ্ট এক জাতীয় উভচর পাখি। ১ ‘বক’ নামের পৌরাণিক অসুর/রাক্ষস বকাসুর। বক দেখানো (ক্রিয়া) (আলঙ্কারিক) বকের গলা ও মুখের মতো হাত বাঁকিয়ে বিদ্রূপ করা। বকধার্মিক (বিশেষণ) ভণ্ড; বকের মতো ধার্মিকতার ভান করে এমন। বকধ্যান (বিশেষ্য) কপটধ্যান (বকধ্যানে আছে ঘোড়া চোর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বকবৃত্তি (বিশেষ্য) ভণ্ডামি; কপটতা। □ (বিশেষণ) ধূর্ত; ভণ্ড। বকব্রতী (বিশেষণ) ১ ভণ্ড; কপট। ২ প্রবঞ্চনাকারী। বকযন্ত্র (বিশেষ্য) ১ পাতনযন্ত্র; যে যন্ত্রে কোনো পাদার্থের অংশ বাস্পীভূত বা চোলাই করে পৃথক করা হয়; retort; still (অনেক হিন্দু যুবকই বাড়ীতে বকযন্ত্রে মদ চোয়াইতে লাগিল-ইসমাইল হোসেন শিরাজী)। ২ রোগীর বক্ষ পরীক্ষার যন্ত্রবিশেষ; স্টেথোস্কোপ। {(তৎসম বা সংস্কৃত) √বঙ্ক্+অ(অচ্)}
- Bengali Word বকঠুঁটো English definition [বক্ঠুটো] (বিশেষ্য) গাংদাঁড়া চিংড়ি। {বক+ঠোঁট+ইয়া>}
- Bengali Word বকনা English definition [বক্না] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাদি-বাছুর; যে গাভীর এখনও বাছুর হয়নি; অল্পবয়স্কা গাভী (এসেছিল বকনা গরু পর গোয়ালে জাব্না খেতে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্কয়ণী>}
- Bengali Word বকবক English definition [বক্বক্] (অব্যয়) ক্রমাগত বৃথা বাক্যব্যয়; বিরক্তিকর অনর্গল কথা। বকবক করা, বকবকানো, বকর-বকর করা (ক্রিয়া) অনর্গল কথা বলা; ক্রমাগত বৃথা বাক্যব্যয় করা; বাচালতা করা (আপনি যদি প্রধান অতিথি হন, তবে আপনাকে বকর বকর করতে হবে বেশি-সৈয়দ মুজতবা আলী)। বকবকানি (বিশেষ্য) ক্রমাগত বিরক্তিকর কথাবার্তা; বৃথা বাক্যব্যয়; বিরক্তিজনক বাচালতা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বকবকম, বকবকুম, বকবাকুম English definition [বক্বকম্, বক্বকুম, বক্বাকুম্] (বিশেষ্য) পারাবত-কন্ঠধ্বনি; পায়রার ডাক (পায়রা যেন করছে শুধু বকবকম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}