ধ পৃষ্ঠা ১
- Bengali Word -ধন্বা, -ধন্ব English definition [ধন্না, ধোন্নো] (বিশেষ্য) ১ ধনুক (পুষ্পধন্বা)। ২ মরুভূমি। ধন্বী, ধন্বধারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) √ধন্ব+অন্(কনিন্)> ধন্বন,>ধন্বা}
- Bengali Word -ধর্মী (-র্মিন) English definition [ধোর্মি](বিশেষণ) ১ প্রকৃতিযুক্ত; স্বভাবযুক্ত; গুণবিশিষ্ট; ধর্মযুক্ত (মানবধর্মী)। ২ ধার্মিক; ধর্মপরায়ণ। ধর্মিণী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ ইন্(ইনি)}
- Bengali Word -ধা ২ English definition [ধা](ব্যাকরণ) তদ্ধিত প্রত্যয়বিশেষ; প্রকারবাচক শব্দ। (দ্বিধা, বহুধা, শতধা)। {ধাচ্ অনুবন্ধবিশিষ্ট তৎসম তদ্ধিত প্রত্যয়}
- Bengali Word ধ English definition [ধ] বাংলা ব্যঞ্জণ বর্ণমালার ঊনবিংশ বর্ণ এবং ত বর্গের চতুর্থ বর্ণ। এটি ঘোষ (voiced), মহাপ্রাণ (aspirated), দন্ত্য (dental) ও স্পৃষ্ট (polsive) ধ্বনি।
- Bengali Word ধক ১ English definition [ধক্](অব্যয়) ১ হঠাৎ আগুন জ্বলে ওঠার শব্দ (বাতি ধক করে জ্বলে ওঠে)। ২ হঠাৎ হৃৎপিন্ডের প্রবল স্পন্দনের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধক ২ English definition [ধক্](বিশেষ্য) প্রচণ্ডতা; শক্তি; তেজ (কথার ধক)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধকধক English definition [ধক্ধক্] (অব্যয়) ১ সতেজে আগুন জ্বলার ও তার প্রখর দীপ্তিজ্ঞাপক শব্দ (ধক ধক প্রজ্বলিত অঙ্গার-শয্যায় শায়িত-আখা)। ২ হৃৎপিন্ডের ক্রমাগত প্রবল স্পন্দনজ্ঞাপক শব্দ (বুক ধক ধক করা)। ধকধকানি (বিশেষ্য) ১ প্রবল স্পন্দন; শোক; দুঃখানুভব। ২ প্রবলভাবে আগুন জ্বলার ভাবসূচক শব্দ। ধকধকানো (ক্রিয়া) ধক ধক করা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধকল English definition [ধকোল্] (বিশেষ্য) ১ ধাক্কা; আঘাত; চোট (অসমান রাস্তায় গাড়ীতে চলতে ধকল লাগে; বর্ষাকালে ধকল সইতে পারে না-শামসুল হক)। ২ কর্মভারজনিত শ্রম; কাজের চাপ; খাটুনি (রোগা শরীরে কত ধকল সয়?)। ৩ হাঙ্গামা; উৎপাত; উপদ্রব; উৎপীড়ন (ছেলে-মেয়েদের ধকল; সারাদিনই ধকল সইতে হয়)। ৪ বহু বার প্রয়োগ বা ব্যবহারজনিত ক্ষয়। ধকল সওয়া (ক্রিয়া) অত্যাচার সহ্য করা; ধাক্কা সওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধক্ক> ধাক্কা> ধক+ ল}
- Bengali Word ধঞ্চে, ধইঞ্চা English definition [ধোন্চে, ধোইন্চা] (বিশেষ্য) পাটগাছের মতো ছোট গাছ; যার কাণ্ড জ্বালানিরুপে ও পাতা পচিয়ে সবুজ সাররুপে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) বৈজয়ন্তিকা>?}
- Bengali Word ধট English definition [ধট্] (বিশেষ্য) ১ তুলাদণ্ড; নিক্তি। ২ ধড়া; কটিবসন। ধটধারী, ধটী১ (বিশেষণ) তুলাদণ্ডধারী। {(তৎসম বা সংস্কৃত) √ধণ্+অ(অচ্)}
- Bengali Word ধটি, ধটী ২, ধটিকা English definition [ধোটি, ধোটি, ধোটিকা] (বিশেষ্য) ১ কৌপীন (তোমার কাটিতটের ধটি কে দিল রাঙিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ছিন্ন বস্ত্রখণ্ড; নেকড়া। ৩ ধড়া; কটিবসন; ধুতি (পীত ধটিখানি হেরিব না আর যবে-মোহিতলাল মজুমদার)। ৪ পাঁচ সের পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) ধট+ইন(ইনি)=ধটী}
- Bengali Word ধন English definition [ধন্] (বিশেষ্য) ১ টাকাকড়ি; অর্থ। ২ স্থাবর-অস্থাবর সম্পত্তি। ৩ সম্পদ; সোনা-রুপা-মণি-মাণিক্যাদি; wealth। ৪ স্নেহ-সম্বোধন (বাপধন, বাছাধন)। ৫ সম্বল (কাঙালের ধন)। ৬ (জ্যোতির্বিজ্ঞান) ধনিষ্ঠা নক্ষত্র। ৭ (গণিত.) যোগচিহ্ন (+), plus। ধনকষ্ট (বিশেষ্য) টাকা-পয়সার অভাবজনিত কষ্ট। ধনকাম, ধনগধ্নু (বিশেষণ) অর্থলোভী। ধনকুবের (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ধনদেবতা কুবেরের ন্যায় ধনী ব্যক্তি। ২ অত্যন্ত ধনবান; অপরিমিত অর্থশালী। ধনক্ষয় (বিশেষ্য) অর্থ-ব্যয়; ধননাশ; অপচয়। গর্ব (বিশেষ্য) ঐশ্বর্যের অহঙ্কার; টাকা-পয়সা অধিক হওয়ার জন্য গর্ব। ধনগর্বী, ধনগর্বিত (বিশেষণ) ধনের অহঙ্কারী। ধনগর্বিতা( স্ত্রীলিঙ্গ) । ধনগৌরব (বিশেষ্য) ধনগর্ব। ২ ধনের মহিমা। ধন-ঘড়া (বিশেষ্য) ধনপূর্ণ কলস (বড় আশার ধন- ঘড়া তোর যায় তলিয়ে ঘাটের কাছে এসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধনজন (বিশেষ্য) অর্থবল ও লোকবল। ধনঞ্জয় (বিশেষ্য) ধন জয়কারী। ২ মহাভারতোক্ত; তৃতীয় পাণ্ডব অর্জুন। ৩ পক্ষীবিশেষ। ৪ অর্জুন বৃক্ষ। ৫ বায়ুবিশেষ। ৬ অগ্নি। ধনঞ্জয়ের পালা (বিশেষ্য) ১ বিলক্ষণ প্রহারের পালা। ২ প্রহারের দ্বারা তাড়ানোর পালা। ধনতন্ত্র (বিশেষ্য) ধনিক শ্রেণির শাসন। ধনতৃষা, ধনতৃষ্ণা (বিশেষ্য) অর্থলোভের প্রবল আকাঙ্খা; ধনের পিপাসা। ধনদ (বিশেষ্য) ১ হিন্দুমতে ধনের দেবতা কুবের; mammon (ধনদের হৈমাগারে রত্ন রাজী যথা-মাইকেল মধুসূদন দত্ত) । ২ ধনদাতা। ৩ ধন উৎপাদনকারী। ৪ হিজল গাছ। ধনদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধনদান করে যে এমন (নারী)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্ণী। ধনদণ্ড (বিশেষ্য) অর্থের অহংকার; টাকার দেমাক। ধনদাতা(-তৃ), ধনদায়ক (বিশেষণ) ধনদানকারী। ধনদাত্রী, ধনদায়িকা( স্ত্রীলিঙ্গ) । ধনদায়ী(-য়িন্) (বিশেষণ) ধনদাতা। ধনদায়িনী( স্ত্রীলিঙ্গ) । ধনদাস (বিশেষ্য) ১ ধন যার উপাস্য; ধনলাভের জন্য যে সকল প্রকার হীনতা স্বীকার করে। ২ অতিশয় কৃপণ; অত্যন্ত অর্থলোভী ব্যক্তি। ধনদাসী( স্ত্রীলিঙ্গ) । ধনদেব, ধনদেবতা (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুযায়ী ধনের দেবতা কুবের; mammon। ধনদেবী( স্ত্রীলিঙ্গ) । ধনদৌলত, ধনসম্পদ, ধনসম্পত্তি (বিশেষ্য) অর্থ ও সম্পত্তি; ঐশ্বর্য। ধনধান্য (বিশেষ্য) টাকা-পয়সা ও শস্যের প্রাচুর্য বা আধিক্য। ধননাশ (বিশেষ্য) অর্থের অপব্যয়; টাকা-পয়সার ক্ষতি। ধননিয়োগ, ধনপ্রয়োগ (বিশেষ্য) ১ অর্থের প্রয়োগ; ধন ব্যবহার। ২ ব্যবসা-বাণিজ্যে টাকা-পয়সা লাগোনো বা খাটানো; investment। ধনপতি (বিশেষ্য) ১ বহু ধনের মালিক; ধনী ব্যক্তি। ২ চণ্ডীমঙ্গল কাব্যের জনৈক সওদাগর। ধনপাল (বিশেষ্য) ১ ধনের জিম্মাদার। ২ তহবিলদার। ধনপিপাসা (বিশেষ্য) ধন লাভের জন্য প্রবল আকাঙ্খা; ধনতৃষ্ণা। ধনপিশাচ (বিশেষণ) অত্যন্ত ধনলোভী ও কৃপণ; অতিশয় ব্যয়কুন্ঠ। ধনপ্রাণ (বিশেষ্য) সম্পত্তি ও জীবন (ধনপ্রাণ বিপন্ন)। ধনবত্তা (বিশেষ্য) ধনশালিতা; বৈভবশালিতা। ধনবান (বিশেষণ) ধনী; ধনশালী। ধনবতী( স্ত্রীলিঙ্গ) । ধনবিজ্ঞান, ধনবিদ্যা (বিশেষ্য) অর্থের ব্যুৎপত্তি ও প্রসার-বিষয়ক বিদ্যা; জাতীয় ধনের উৎপাদন ও ব্যবহারবিষয়ক শাস্ত্র; অর্থনীতি; economics। ধনবিজ্ঞানী, ধনবৈজ্ঞানিক (বিশেষ্য) ধনবিজ্ঞানশাস্ত্রে অভিজ্ঞ; ধনবিজ্ঞানবিদ; অর্থনীতিবিদ। ধনবিনিয়োগ (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্যে মূলধনরূপে টাকা খাটোনো। ধনবিভাগ (বিশেষ্য) ১ ধনের বন্টন বা বাটোয়ারা। ২ উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টন। ধনবৃদ্ধি (বিশেষ্য) আয় বৃদ্ধি; সম্পত্তি বৃদ্ধি। ধনভাণ্ডার (বিশেষ্য) ১ ধন রাখবার স্থান; ধনাগার; কোষাগার; treasury। ২ তহবিল; fund। ধনমদ (বিশেষ্য) প্রচুর টাকা-পয়সা থাকার জন্য অহংকার; টাকার গর্ব। ধনমান (বিশেষ্য) ধন-সম্পদ ও সম্মান। ধনলালসা, ধনলিপ্সা (বিশেষ্য) ধনের জন্য লোভ; অর্থতৃষ্ণা। ধনলুব্ধ (বিশেষণ) ধন-লোভে অন্ধ; ধনমুগ্ধ। ধনশালী (বিশেষণ) ধন আছে এমন; ধনাঢ্য; ধনে ঋদ্ধ; বহু ধনের মালিক; বড় ধনী। ধনশালিনী( স্ত্রীলিঙ্গ) । ধনশালিতা বি। ধনশ্রী (সনৃ) (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী; ধানশী। ধনসম্পত্তি, ধনসম্পদ (বিশেষ্য) টাকা-পয়সা ও ভূ- সম্পত্তি; ধন-দৌলত। ধনস্থান (বিশেষ্য) (জ্যোশ্) লগ্ন থেকে দ্বিতীয় স্থান। ধনহর, ধনহারী (বিশেষ্য) চোর। ধনহরি (বিশেষ্য) গন্ধদ্রব্যবিশেষ। ধনহানি (বিশেষ্য) অর্থনাশ। ধনহীন (বিশেষণ) দরিদ্র; নির্ধন। ধনহীনা( স্ত্রীলিঙ্গ) । ধনাকাঙ্ক্ষা (বিশেষ্য) ধনলাভের বাসনা; ধনস্পৃহা; অর্থাভিলাষ। ধনাগম (বিশেষ্য) অর্থাগম; আয়; উপার্জন; income। ধনাগার (বিশেষ্য) ধনভাণ্ডার; কোষাগার; treasury। ধনাঢ্য (বিশেষণ) ধনশালী; বহুধনবিশিষ্ট; ধনী; বড়লোক। ধনাঢ্যা( স্ত্রীলিঙ্গ) । ধনাত্মক (বিশেষণ) ১ বিদ্যমানজ্ঞাপক; সত্তাত্মক; positive। ২ (গণিত.) যোগ চিহ্ন; যুক্ত রাশি; ‘+’- এই চিহ্ন দ্বারা ধনাত্মক এবং ‘-’ চিহ্ন দ্বারা ঋণাত্মক ভাব জ্ঞাপন করা হয়। ধনাত্মিকা( স্ত্রীলিঙ্গ) । ধনাধার (বিশেষ্য) সিন্দুক; ধন রাখার পাত্র; treasure-chest। ধনাধিকার (বিশেষ্য) ১ ধনপ্রাপ্তি; ধনের মালিকানা। ২ উত্তাধিকার সূত্রে অর্থলাভের স্বত্ব; দায়াধিকার। ধনাধিকার বিণ। ধনাধিকারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনাধিকৃত (বিশেষণ) ধন রক্ষার ভারপ্রাপ্ত। □ (বিশেষ্য) ধনাধ্যক্ষ; treasurer। ধনাধিকৃতা( স্ত্রীলিঙ্গ) । ধনাধিপ, ধনাধিপতি, ধনাধ্যক্ষ (বিশেষ্য) হিন্দুপুরান মতে কুবের; ধনের অধিপতি। ২ ধনবান ব্যক্তি। ধনাধিপা( স্ত্রীলিঙ্গ) । ধনাধ্যক্ষ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা কুবের। ২ কোষাধ্যক্ষ; ধন-ভাণ্ডারের ভারপ্রাপ্ত কর্মচারী; treasurer। ৩ তহবিলদার; খাজাঞ্চি; cashier। ধনাপহারী (-রিন্) (বিশেষণ) চোর। ধনাপহারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনার্চিত (বিশেষ্য), (বিশেষণ) ধন আছে বলে লোকে যাকে সম্মান করে; ধনী হিসেবে আদৃত; ধনাঢ্য। ধনার্চিতা( স্ত্রীলিঙ্গ) । ধনার্জন (বিশেষ্য) অর্থোপার্জন; রোজগার। ধনার্জিত (বিশেষণ) ধনের দ্বারা প্রাপ্ত; অর্থলব্ধ। ধনার্থী(-থিন্) (বিশেষণ) ধনের ভিক্ষুক; অর্থাভিলাষী; ধনাকাঙ্ক্ষী। ধনার্থিনী( স্ত্রীলিঙ্গ) । ধনেপ্রাণে মজা, ধনে প্রাণে মরা (ক্রিয়া) অর্ত ও জীবন দুইই নষ্ট হওয়া। ধনেশ্বর (বিশেষ্য)১ হিন্দুমতে কুবের। □ (বিশেষণ) ধন-স্বামী; ধনের অধিকারী। ধনৈষী(-ষিন্) (বিশেষণ) ধনকামী; মহাজন। {(তৎসম বা সংস্কৃত) √ধন্+ অ(অচ্)}
- Bengali Word ধনি English definition [ধোনি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ বালিকা; রমণী (তুমি হেন ধনি মাত্র না পাইমু এক-দৌলত উজির বাহরাম খান)। ২ যুবতী; সুন্দরী নারী (হে ধনি মানিনি-বিদ্যাপতি)। □ (বিশেষণ) ধন্য; প্রশংসনীয়; সাবাস (ধনি ধনি রমণি জনম ধরি তোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ধনিকা> (প্রাকৃত) ধনিআ>}
- Bengali Word ধনিক English definition [ধোনিক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ধনী; বিত্তশালী; ধনাঢ্য। ২ মহাজন; ঋণদাতা। ৩ পুঁজিপতি; যার অর্থে ব্যবসা-বাণিজ্য চলে; মূলধনদাতা; capitalist। শ্রমিক বিপরীতার্থক শব্দ। ধনিকা( স্ত্রীলিঙ্গ) । ধনিকতন্ত্র (বিশেষ্য) ধনিকদের দ্বারা পরিচালিত শাসনতন্ত্র; capitalism। ধনিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ধনিকের স্ত্রী। ২ সাধ্বী স্ত্রী। □ (বিশেষণ) সুন্দরী; যুবতী (হে ধনিকা, চলে যাও লীলায়িত গতি ভঙ্গিমায়-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ধন+ইক (ঠন্)}
- Bengali Word ধনিচা, ধঞ্চে, ধইঞ্চা English definition [ধোনিচা, ধোন্চে, ধোইন্চা] (বিশেষ্য) শাখাবিশিষ্ট ছোট গাছবিশেষ। এর কাণ্ড জ্বালানিরূপে এবং এর পাতা পচিয়ে জমিতে সবুজ সার রুপে ব্যবহৃত হয় (গ্রামের বাহিরে ধঞ্চে ক্ষেতের ফসল কাটিয়া লওয়া হইয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ধন্য/বৈজয়ন্তিকা>}
- Bengali Word ধনিষ্ঠা English definition [ধোনিশ্ঠা] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী প্রভৃতি সাতাশ নক্ষত্রের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) ধনবৎ+ ইষ্ঠ+আ(টাপ্)}
- Bengali Word ধনিয়া, ধনে English definition [ধোনিয়া, ধোনে] (বিশেষ্য) রন্ধনের সুপরিচিত মসলাবিশেষ; coriander। {(তৎসম বা সংস্কৃত) ধন্যাক>}
- Bengali Word ধনী ১ English definition (-নিন) (বিশেষণ) ১ ধনবান; ঐশ্বর্যশালী; মহাজন। ২ দক্ষ; কুশল। ধনিনী( স্ত্রীলিঙ্গ) । {ধন+ইন্(ইনি)}
- Bengali Word ধনী ২, ধনি(মধ্যযুগীয় বাংলা) English definition (বিশেষণ) ১ যৌবন ধনে ধনী; যুবতী (ধরণীমণ্ডলে ধনী সূর্যকে ধেয়ান-ঘন)। ২ সৌন্দর্য ধনে ধনী; সুন্দরী (শিয়া ধনী অরিদল মাঝে নির্ভয়ে চলিলা-মাইকেল মধুসূদন দত্ত)।
- Bengali Word ধনু, ধনুঃ English definition [ধোনু, ধোনুহ্] (বিশেষ্য) ১ যা থেকে শর বা তীর নিক্ষেপ করা হয়; শরাসন; ধনুক; চাপ। ২ (জ্যোতির্বিজ্ঞান) দ্বাদশ রাশিচক্রের নবম রাশি; Sagittarius। ৩ চার হাত পরিমাণ। ৪ পিয়াল বৃক্ষ। ধনুঃকাণ্ড, ধনুষ্কাণ্ড (বিশেষ্য) শরাসন ও ধনুর্বাণ। ধনুঃপট (বিশেষ্য) পিয়াল বৃক্ষ। ধনুঃশর (বিশেষ্য) ধনুক ও শর। ধনুর্গুণ (বিশেষ্য) জ্যা; ধনুকের ছিলা (ফিরিতেছে ব্যাধ স্কন্ধে রক্ত ধনুর্গুণ-কাজী নজরুল ইসলাম)। ধনুর্দ্রুম (বিশেষ্য) যে বৃক্ষদ্বারা ধনুক তৈরি হয়; বাঁশ। ধনুর্ধর (বিশেষ্য) ১ যে তীর-ধনু নিয়ে যুদ্ধ করে; তীরন্দাজ (অরিদল মাঝে মাঝে ধনুর্ধর-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অতিশয় দক্ষ; সুনিপুণ; বাহাদুর (জনৈক ধনুর্ধর ইংরেজী লেখক উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে যে-প্রথম চৌধুরী)। ধনুর্ধারী (বিশেষ্য), (বিশেষণ) ধনুক ধারণ করে এমন। ধনুর্বাণ (বিশেষ্য) ধনুক ও এর তীর (তুলেছে ধনুর্বাণ-আশরাফ সিদ্দিকী)। ধনুবির্দ্যা (বিশেষ্য) তীর–দনুক চালনা সম্বন্ধীয় বিদ্যা। ধনুর্বেদ (বিশেষ্য) বিশ্বামিত্র মুনি প্রণীত ধনুর্বিদ্যাশাস্ত্র। ধনুর্ভঙ্গপণ (বিশেষ্য) ১ রামায়ণোক্ত সীতার বিবাহে হরধনু ভঙ্গরুপ অতি কঠিন এবং প্রায় অসাধ্য পণ। ২ অতি কঠিন পণ; কঠিন প্রতিজ্ঞা। ধনুর্মার্গ (বিশেষ্য) ধনুকের ন্যায় বক্র। ধনুষ্কর, ধনুষ্মান (বিশেষ্য) ধনুর্ধারী। ধনুষ্কোটি (বিশেষ্য) ১ ধনুকের অগ্রভাগ। ২ সেতুবন্ধের নিকটস্থ হিন্দু তীর্থ। ধনুষ্টঙ্কার, ধনুষ্টংকার (বিশেষ্য) ১ ধনুকের আকর্ষণের পর ছেড়ে দিলে যে শব্দ হয়; ধনুকের ছিলার শব্দ (ধনুষ্টঙ্কারের ভয়াবহ স্বনে শিবিরস্থ লোক সকলের হৃৎকম্প উপস্থিত হইল-মাইকেল মধুসূদন দত্ত)। ২ রোগবিশেষ; ঐ রোগে শরীর ধনুকের মতো বেঁকে যায়; খিঁচুনি; আক্ষেপ রোগ; tetanus। ধনুষ্পাণি (বিশেষণ) ধনুকধারী। রংধনু, মেঘধনু, রামধনু, ইন্দ্রধনু, শক্রধনু (বিশেষ্য) বৃষ্টির সময়ে সূর্য বা চাঁদের বিপরীত দিকে আকাশে যে বিচিত্র রঙের ধনুকের মতো দেখা যায়। {(তৎসম বা সংস্কৃত) √ধন+উ, উস্}