ধ পৃষ্ঠা ১৭
- Bengali Word ধেয়ানো, ধেয়ান ২ English definition [ধেয়ানো](ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) একাগ্রভাবে চিন্তা বা ধ্যান করা; স্মরণ বা চিন্তা করা। {(তৎসম বা সংস্কৃত) ধ্যান>}
- Bengali Word ধৈনুক English definition [ধোইনুক্](বিশেষ্য) ধেনুপাল; ধেনুসমূহ। {(তৎসম বা সংস্কৃত) ধেনু+ক(কন্)+অ(অণ্)}
- Bengali Word ধৈবত English definition [ধোইবত্](বিশেষ্য) সংগীতের সাত সুরের ষষ্ঠ সুর ‘ধা’। {(তৎসম বা সংস্কৃত) ধাবত+অ(অণ্)}
- Bengali Word ধৈরজ, ধৈরয English definition [ধোইরজ্](বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) ধৈর্য। {(তৎসম বা সংস্কৃত) ধৈর্য>}
- Bengali Word ধৈর্য English definition [ধোইর্জো](বিশেষ্য) ১ ধীরতা; স্থিরতা; যে গুণের প্রভাবেবিপদের সময়ও অটলভাবে থাকা যায়। ২ সহিষ্ণুতা; সহ্য করার ক্ষমতা; অপেক্ষা করার শক্তি; সহ্য শক্তি। ৩ চিত্তের অবিচলিত ভাব; নির্বিকারচিত্ততা; নিস্পৃহতা। ধীর বিণ। ধৈর্যচ্যুত, ধৈর্যহারা (বিশেষণ) সহ্য করার ক্ষমতা হারিয়েছে এমন; ধৈর্যহীন; অসহিষ্ণু; অস্থির। ধৈর্যচ্যুতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যচ্যুতি, ধৈর্যহানি (বিশেষ্য) ধৈর্যহীনতা; ধৃতিনাশ; অধীর হওয়া। ধৈর্যধারণ, ধৈর্যাবলম্বন (বিশেষ্য) সহিষ্ণুতা অবলম্বন; ধীরতা আশ্রয়; ধীরভাবে অপেক্ষাকরণ। ধৈর্যবান (বিশেষণ) ধীরতাসম্পন্ন; ধীর। ধৈর্যবতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধৈর্যবতী; ধৈর্যশালিনী (ধৈর্যময়ী মাতার মতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধৈর্যশালী (-লিন্), ধৈর্যশীল (বিশেষণ) অবিচলিত; সহিষ্ণু; ধীর। ধৈর্যশালিনী, ধৈর্যশীলা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৈর্যহারা (বিশেষণ) অসহিষ্ণু; অধৈর্য। {(তৎসম বা সংস্কৃত) ধীর+য(ষ্যঞ্)}
- Bengali Word ধোঁকা ১ English definition [ধোঁকা](বিশেষ্য) ১ ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ২ সন্দেহ; সংশয় (ধোঁকায় পড়া)। ৩ ভ্রম; ভুল। ধোঁকা দেওয়া (ক্রিয়া) ১ ফাঁকি দেওয়া। ২ ঠকানো। ৩ ধাপ্পা দেওয়া। ধোঁকাবাজ (বিশেষ্য) ফাঁকিবাজ; প্রবঞ্চক; প্রতারক। ধোঁকাবাজি (বিশেষ্য) ফাঁকি; ধাপ্পা; প্রবঞ্চনা। ধোঁকায় পড়া (ক্রিয়া) সংশয়গ্রস্ত হওয়া; সন্দেহযুক্ত হওয়া; প্রভাবিত হওয়া; ভ্রমবশত বঞ্চিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধূক্ষ্>}
- Bengali Word ধোঁকা ২ English definition [ধোঁকা](বিশেষ্য) ডাল বেঁটে বড়া তৈরি করে তা দিয়ে তৈরি ব্যঞ্জন। ধোঁকার টাটি (বিশেষ্য) ((হিন্দি) ধোখে কী টট্টী) যে বেড়া বা আড়াল তৈরি করে শিকারি শিকার করে থাকে; মায়ার বা কুহকের ঘর (এই সংসার ধোকার টাটি)। {(তৎসম বা সংস্কৃত) ধুঁক অথবা (তৎসম বা সংস্কৃত) ধুক্ষ্>}
- Bengali Word ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া English definition [ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া](বিশেষ্য) ধূম (কেবল ধোঁওয়া এবং আওয়াজই সার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধোঁয়াটে (বিশেষণ) ১ ধোঁয়ার মতো অস্পষ্ট। ২ ধোঁয়ার গন্ধযুক্ত; ধোঁয়ার ভাব (দুধের ধোঁয়াটে গন্ধ)। ৩ ধূম্রাচ্ছন্ন। ধোঁয়ালি পাঁজালি (বিশেষ্য) যে ঘরের গাদায় চাষিরা আগুন জ্বালিয়ে রাখে। ধোঁয়াশা (বিশেষ্য) ধোঁয়া ও কুয়াশা। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া (বিশেষ্য) ধূমপান দিয়ে চিন্তাশক্তি বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) ধূম>}
- Bengali Word ধোঁয়ানো English definition [ধোঁয়ান্](ক্রিয়া) ধোঁয়া জ্বালানো (মশা তাড়ানোর জন্য গোয়ালঘর ধোঁয়ানো হয়)। {ধোঁয়া+আনো}
- Bengali Word ধোকা English definition ⇒ ধোঁকা
- Bengali Word ধোকড়, ধোকড়া, ধুকড়ি English definition [ধোকড়্, ধোক্ড়া, ধুক্ড়ি](বিশেষ্য) ১ ছিন্ন কন্থা; ছেঁড়া কাঁথা। ২ মোটা কাপড়; coarse cloth (সদাগর আচ্ছাদন না ছারে ধোকড়ি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ মোটা সুতার থলি; ঝোলা। কথার ধোকড়, কথার ধোকড়া, ধুকড়ি (বিশেষ্য) বাক্যবাগীশ; বচনবাগীশ। মাকড় মারলে ধোকড় হয় ১ অন্যের জন্যে যা প্রায়শ্চিত্তযোগ্য পাপরূপে প্রযোজ্য নিজের সম্পর্কে তা কোনো পাপ বা অন্যায় নয় এরূপ বিচার-বিবেচনা। ২ স্বার্থের প্রয়োজনে বিচার-বিবেচনা পরিবর্তিত হয়। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>}
- Bengali Word ধোচনা English definition [ধোচ্না](বিশেষ্য) ১ বাঁশের শলায় তৈরি মাছ ধরার যন্ত্রবিশেষ। ২ অশ্লীল তিরস্কারবিশেষ। ৩ চাল ধোয়ার ছোট টুকরি; ধুচনি। {ধুচনি>(বড় অর্থে)}
- Bengali Word ধোনা, ধুনা English definition [ধোনা, ধুনা](ক্রিয়া) ১ ধনুকের মতো যন্ত্র দ্বারা ধুনুরির তুলা পরিস্কার করা। ২ (আলঙ্কারিক) তীব্র বর্ৎসনাদি দ্বারা ভ্রমপ্রদর্শন; করা; অত্যন্ত তিরস্কারাদি করা (ধুনে নামিয়ে দেওয়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ধুনারি (বিশেষ্য) যে ধুনে। {(তৎসম বা সংস্কৃত) √ধু>; (তুলনীয়) বিধূনন-পাখা সঞ্চালন ধ্বনি}
- Bengali Word ধোপ, ধোব English definition [ধোপ্, ধোব্](বিশেষ্য) ১ ধোপাকে দিয়ে কাচানো; ধোলাই; ধবলীকরণ (ধোপ দেওয়া, ধোপ পড়া)। ২ শুক্লাভাব। □ (বিশেষণ) ১ ধোপা কর্তৃক পরিষ্কৃত; ধোয়া। ২ পরিষ্কার; শুভ্র; ধোপদুরস্ত, ধোপদোরস্ত, ধোপদস্ত (বিশেষণ) ১ উত্তমরূপে ধোলাই করা হয়েছে এমন; পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত দামী রুমালে ঢেকে-সৈয়দ মুজতবা আলী; গায়ে ধোপদস্ত পাঞ্জাবী-মনোজ বসু)। ২ বাহ্যিক চাকচিক্যযুক্ত; বাহ্যত নিখুঁত (কেননা সাধু ভাষা যে ধোপদোরস্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই-প্রথম চৌধুরী)। ৩ ফিটফাট (যায় একটু বাড়াবাড়ি রকমেরই ধোপদোরস্ত হয়ে-কাজী নজরুল ইসলাম)। ধোপ দেওয়া, ধোপ পড়া (ক্রিয়া) ধোলাই করা। ধোপে টিকবে না ১ ধুলে রং নষ্ট হয়ে যাবে। ২ (আলঙ্কারিক) পরীক্ষায় ভিতরের গলদ প্রকাশ হয়ে পড়বে। {(তৎসম বা সংস্কৃত) √ধাবন>}
- Bengali Word ধোপা, ধোবি, ধোবী English definition [ধোপা, ধোবি, ধোবী](বিশেষ্য) ১ রজক; কাপড় ধোলাই করা যার বৃত্তি। ২ হিন্দু জাতিবিশেষ। ধোপানী, ধোবানী( স্ত্রীলিঙ্গ) । ধোপা-নাপিত বন্ধ করা (ক্রিয়া) সমাজচ্যুত করা; একঘরে করা; ধোপা ও নাপিতের সেবা হতে বঞ্চিত হওয়া রূপ সামাজিক দণ্ড দেওয়া। ধোপার গাধা, ধোবার গাধা (বিশেষ্য) যে অন্যের জিনিস বহন করে অথচ ভোগ করতে পারে না। (তুলনীয়) চিনির বলদ। ধোপার পাট (বিশেষ্য) ধোপা যে পাটা সদৃশ চওড়া কাঠের উপর কাপড় কাচে। ধোপার বাড়ি দেওয়া (ক্রিয়া) অপরিচ্ছন্ন কাপড় ধোয়ার জন্য ধোপাকে দেওয়া। ধোপার ভাঁড়ার (বিশেষ্য) প্রচুর আছে অথচ খরচ করার উপায় নেই; অব্যবহার্য বা অকেজো ভাণ্ডার; অন্যের কাপড়ে ধোপার ঘর পরিপূর্ণ অথচ সেসব কাপড় ব্যবহার করার উপায় নেই। ধোপে টেকা ১ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া (ধোপে সেটা কতখানি টেকে আমি যাচাই না কর বলতে পারব না-সৈয়দ মুজতবা আলী)। ২ নানা বাধাবিঘ্ন অতিক্রম করে টিকে থাকা। ধোবি/ধোপি আছাড় ১ ধোপা যেভাবে পাটে আছড়িয়ে কাপড় ধোয়। ২ নির্মম ব্যবহার; নিষ্ঠুর আচরণ (এতদূর থেকে তোমায় পাকড়াও করে একটা ধোবী আছাড় দেবার যখন কোনই সম্ভাবনা নেই-কাজী নজরুল ইসলাম)। ধোবির/ধোপার/ধুপির বোঝা-১ অন্যের বোঝা (সে যে লয়ে এঁদো ঘাটে ফেলে দিল পাটে ভাবিয়া ধোবির বোঝা-কাজী নজরুল ইসলাম)। ২ অপরের দায়িত্ব। {(তৎসম বা সংস্কৃত) ধাবক্>}
- Bengali Word ধোরণ English definition [ধোরন্](বিশেষ্য) ১ গতি ও গমনের চাতুর্যকৌশল। ২ ঘোড়ার বিশেষ গতি। ধোরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) ধোর্+অন(ল্যুট্)}
- Bengali Word ধোলাই English definition [ধোলাই](বিশেষ্য) ১ পানি দ্বারা প্রক্ষালন বা ধোয়া; ধৌতকরণ; ধোপ (ধোলাই খরচ)। ২ ধোয়ার মজুরি বা পারিশ্রমিক; ধৌত; পানি দ্বারা পরিষ্কৃত (ধোলাই কাপড়)। ধোলাই করা (ক্রিয়া) ধৌত করা; পানি দ্বারা পরিষ্কার করা। ধোলাই দেওয়া (ক্রিয়া) ভীষণ প্রহার করা। {(তুলনীয়) (হিন্দি) ধোলাই}
- Bengali Word ধোসা English definition [ধোশা](বিশেষ্য) এক প্রকার পশমি মোটা শীতবস্ত্র। {(হিন্দি) ধুস্না}
- Bengali Word ধোড়া English definition [ধোড়া](বিশেষ্য) ঢোঁড়া সাপ; ঢুণ্ডু। {(তৎসম বা সংস্কৃত) ডুণ্ডুভ>}
- Bengali Word ধোয়া, ধোওয়া English definition [ধোয়া] (ক্রিয়া) ১ ধৌত বা প্রক্ষালিত করা; কাচা; পানি দিয়ে পরিষ্কার করা। □ (বিশেষ্য) ধৌতকরণ; প্রক্ষালন। □ (বিশেষণ) প্রক্ষালিত; ধৌত (ধোয়া কাপড়)। ধোয়ানো (ক্রিয়া) ১ ধৌত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ধোয়ানি (বিশেষ্য) যে পানি দিয়ে কোনো কিছু ধোয়া হয়েছে (ঘর ধোয়ানি)। {(তৎসম বা সংস্কৃত) ধৌত>(প্রাকৃত) ধোঅ>}