ধ পৃষ্ঠা ১৮
- Bengali Word ধোয়াট English definition [ধোয়াট্](বিশেষ্য) ১ ধোয়া পানি। ২ নদীপ্রবাহে আনীত মাটি; নদীর স্রোত প্রভাবে ধোয়া মাটি; পলিমাটি। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>}
- Bengali Word ধৌত English definition [ধোউতো](বিশেষণ) ধোয়া হয়েছে এরূপ; প্রক্ষালিত; পরিষ্কৃত; মার্জিত (নীল সিন্ধুজল-ধৌত চরণতল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধৌতকট (বিশেষ্য) মোটা সুতার থলে বা ব্যাগ। ধৌতকৌষেয় (বিশেষ্য) পট্টবস্ত্র। ধৌতশীলা (বিশেষ্য) স্ফটিক। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্+ত(ক্ত)}
- Bengali Word ধৌরেয় English definition [ধোউরেয়ো](বিশেষণ) ভারবাহী; ভারবহনকারী পশু। ২ নেতা; সর্বোৎকৃষ্ট; ধুরন্ধর। {(তৎসম বা সংস্কৃত) ধুর্+এয়(টক্)}
- Bengali Word ধ্বংস English definition [ধঙ্শো](বিশেষ্য) ১ নাশ; ক্ষয় (আত্মার ধ্বংস নাই)। ২ বিনাশ; বধ; সংহার (কিরূপে করিবে ধ্বংস দুর্জয় অসুরে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ উচ্ছেদ; উৎকাত (রাজ্য ধ্বংস, নগর ধ্বংস)। ৪ বিলোপ (স্মৃতি ধ্বংস)। ৫ অপচয় (অন্ন ধ্বংস)। ৬ ভেঙে পড়া; নষ্ট হওয়া। ৭ অধঃপতন; পতন (ধ্বংসের পথে)। ধ্বস্ত বিণ। ধ্বংসক (বিশেষণ) ধ্বংস করে এমন; ধ্বংসকারী। ধ্বংসিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বংসকাল (বিশেষ্য) প্রলয়। ধ্বংসন, ধ্বংস সাধন (বিশেষ্য) ধ্বংসকরণ; নাশকার্য; নিবাশন। ধ্বংসনীয় (বিশেষণ) ধ্বংসযোগ্য; উচ্ছেদনীয়। ধ্বংস পড়ানিয়া, ধ্বংস পড়ানে (বিশেষণ) বিঘ্ন ঘটায় এমন; পণ্ডকারী। ধ্বংস পড়ানো (ক্রিয়া) ১ কার্যে বিঘ্ন ঘটানো। ২ কার্য নষ্ট করা। ধ্বংসলীলা (বিশেষ্য) প্রলয়কাণ্ড; ব্যাপক ধ্বংস; তাণ্ডব। ধ্বংস হওয়া (ক্রিয়া) সর্বনাশপ্রাপ্ত হওয়া; নষ্ট হওয়া; সর্বস্বান্ত হওয়া। ধ্বংসা (ক্রিয়া) (পদ্যে.) ধ্বংস করা (ধ্বংসিল রাজ্য)। ধ্বংসানো (ক্রিয়া) ১ নষ্ট করা (পরের অন্ন ধ্বংসানো)। ২ বিনষ্ট করা; উৎসন্ন করা। (সৈন্যে দিয়ে দেশ ধ্বংসানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। ধ্বংসাবশেষ, ধ্বংসশেষ (বিশেষ্য) ধ্বংসের পর যা অবশিষ্ট রয়েছে; নাশের পর অবশিষ্টাংশ; ভগ্নাবশিষ্ট; ruins; relics। ধ্বংসিত (বিশেষণ) ১ নাশিত; ধ্বংসপ্রাপ্ত; বিনষ্ট; খণ্ডিত। ২ অধঃপতিত। ধ্বংসী(-সিন্) বিন ১ ধ্বংসকারী (বিমানধ্বংসী)। ধ্বংসের পথ (বিশেষ্য) ১ যে পথে অধঃপতন হয়। ধ্বংসোন্মুখ (বিশেষ্য) ধ্বংসের সূচনা; ধ্বংসের উপক্রম। অন্নধ্বংস, অন্ন ধ্বংসানো (ক্রিয়া) অকর্মণ্য বা বেকার ব্যক্তির বসে বসে আহার্য নিঃশেষিত করা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্+অ(ঘঞ্)}
- Bengali Word ধ্বজ English definition [ধজ্](বিশেষ্য) ১ পতাকা; নিশান; কেতন (নবচন্দ্র ধ্বজ)। ২ (বিশেষ্য) পুরুষাঙ্গ; শিশ্ন (ধ্বজভঙ্গ)। ৩ গৌরব; শ্রেষ্ঠ (বংশধ্বজ)। ৪ চিহ্ন; লক্ষন। ধ্বজ চিহ্ন (বিশেষ্য) জাতি; সম্প্রদায় বা রাজশক্তি বা রাষ্ট্রের বিশিষ্ট চিহ্ন; ensign। ধ্বজদণ্ড (বিশেষ্য) পতাকা দণ্ড। ধ্বজপট (বিশেষ্য) পতাকা (তার বিজয়োদ্ধত ধ্বজপট সে কি আগে-পিছে রবে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্বজপতাকা (বিশেষ্য) ১ পতাকা এবং তার আনুষঙ্গিক বস্তুসমূহ। ২ পতাকাদি। ধ্বজবহ (বিশেষণ) পতাকাবাহক। ধ্বজবান (বিশেষণ) ১ পতাকাধারী। ২ চিহ্নিত। □ (বিশেষ্য) দুষ্কৃতির জন্য চিহ্নিত। ধ্বজভঙ্গ (বিশেষ্য) পুরুষত্বহীনতারূপ রোগ; পুরুষের স্ত্রীসঙ্গম শক্তির লোপ; impotency। ধ্বজস্তম্ভ (বিশেষ্য) পতাকাদণ্ড flag staff। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বজ্+অ(অচ্)}
- Bengali Word ধ্বজা English definition [ধজা](বিশেষ্য) ১ নিমান; পতাকা। ২ চিহ্ন। ৩ গৌরব; গর্ব। ৪ শিখা; চূড়া। ৫ টিকি। ধ্বজা ধরা (ক্রিয়া) উগ্রভাবে সমর্থন করা। ধ্বজাধারী (বিশেষণ) ১ পতাকাধারী। ২ সমর্থক। ৩ (ব্যঙ্গার্থ) টিকিধারী; শিখাবিশিষ্ট। ৪ মূর্খ ও অহঙ্কৃত; সর্দার বা পাণ্ডা (ধর্মের ধ্বজাধারী)। ধ্বজাবর্দার (বিশেষণ) পতাকাধারী; নিশানবরদার (চলে চোবদার ধ্বজাবর্দার; চোখ বাঁধা বাজ চলচে জাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজ+(বাংলা) আ(অবজ্ঞার্থে)}
- Bengali Word ধ্বজী (-জিন্), ধ্বজি English definition [ধোজি](বিশেষ্য) ১ নিশান; পতাকা; চিহ্ন (একখানা যাঁতার মতো পাতর, তার মাঝখানটায় রাজাদের ধ্বজি গাড়বার একটা গর্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ রাজা (পতাকা আছে তাই)। ৩ ব্রাহ্মণ (শিখা হেতু)। ৪ পর্বত (শিখর হেতু)। ৬ ময়ূর (পুচ্ছ হেতু)। ৭ সর্প (ফণা হেতু)। ৮ অশ্ব (চামর হেতু)। ৯ ধ্বজধারী; ধ্বজযুক্ত। ১০ লগি; নৌকা চালনার দণ্ড □ (বিশেষণ) ১ চিহ্নমাত্র ধারণকারী। ২ কপট; ভণ্ড (ধর্মধ্বজী)। ধ্বজিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বজী মারা (ক্রিয়া) অল্প পানিতে লগি ঠেলে নৌকা চালনা (চলে তরী ভ্রম ভরে ঠেকে যায় ডুবো চরে ধ্বজি মেরে যায় মাঝামাঝি-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজ+ইন্}
- Bengali Word ধ্বনন English definition [ধনোন্](বিশেষ্য) ১ অব্যক্ত শব্দকরণ; গুঞ্জন। ২ বর্ণন; ধ্বনির অনুকরণ। ৩ কাব্যন্তর্গত ধ্বনির দ্যোতনা; ব্যঞ্জনা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্+অন(ল্যুট্)}
- Bengali Word ধ্বনি English definition [ধোনি](বিশেষ্য) ১ শব্দ; কণ্ঠস্বর; রব (ধ্বনি করা, মৃদঙ্গ ধ্বনি)। ২ বিশেষ রব বা জিকির; slogan (ধ্বনি তোলা)। ৩ কাব্যের রস; ব্যঞ্জনা। ধ্বনিকাব্য (বিশেষ্য) উত্তম বা উৎকৃষ্ট কাব্য; বাচ্যার্থ অপেক্ষা ব্যঙ্গার্থের দ্বারা সৌন্দর্যমণ্ডিত কাব্য। ধ্বনিগ্রহ (বিশেষ্য) ১ শব্দজ্ঞান। ২ কর্ণ। ধ্বনিত (বিশেষণ) ১ শব্দিত; বাদিত; নিনাদিত; ঝঙ্কৃত (ধ্বনি হৃদয়ে তাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধ্বনি দ্বারা প্রতিপন্ন। ধ্বনিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধ্বনিনালা (বিশেষ্য) বংশী; বাঁশি। ধ্বনিফলক (বিশেষ্য) বাদ্যযন্ত্রের ফাঁপা অংশ। ধ্বনিরেখা (বিশেষ্য) শব্দের আঘাতে বাতাসে আলোড়ন (ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্+ই}
- Bengali Word ধ্বন্যাত্মক English definition [ধনাত্তোঁক্](বিশেষণ) ধ্বনিমূলক বা অনুকারমূলক। onomatopoeic। {(তৎসম বা সংস্কৃত) ধ্বনি+আত্মক}
- Bengali Word ধ্বস English definition [ধশ্]⇒ ধস। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্স্}
- Bengali Word ধ্বসন English definition ⇒ ধস
- Bengali Word ধ্বসা English definition ⇒ ধস
- Bengali Word ধ্বস্ত English definition [ধস্তো](বিশেষণ) ১ বিনষ্ট; ধ্বংসপ্রাপ্ত (আমি বাঁচিয়েছি ধ্বস্ত প্রেমের আকৃতি আর স্বর্গীয় নির্যাস-বুদ্ধদেব বসু)। ২ পতিত; স্খলিত; বিচ্যুত। ধ্বস্তবিধ্বস্ত (বিশেষণ) চুরমার; সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এমন (মোঙ্গলদের দৌরাত্ম্যে মোসলেম রাজ্যসমূহ ধ্বস্তবিধ্বস্ত হচ্ছিল-এওআ)। ধ্বস্তাধ্বস্তি (বিশেষ্য) ১ পরস্পরকে আকর্ষণ করে অভিভূত বা পতিত করার চেষ্টা। ২ বল পরীক্ষা (সুমতি আর কুমতির মধ্যে ধ্বস্তাধ্বস্তি)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্স্+ত(ক্ত)}
- Bengali Word ধ্বাঙ্ক্ষা English definition [ধাঙ্খ](বিশেষ্য) কাক। {√ধ্বাঙ্ক্ষ্+অ(অচ্)}
- Bengali Word ধ্বান্ত English definition [ধান্তো](বিশেষ্য) অন্ধকার; তিমির; তমসা (মোহধ্বান্ত নাশন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধ্বান্তারি (বিশেষ্য) সূর্য (অন্ধকার নাশ করে বলে)। ধ্বান্তোন্মেষ (বিশেষ্য) জোনাকি। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্+ত(ক্ত)}
- Bengali Word ধ্মা English definition [ধাঁ](বিশেষ্য) ১ অগ্নিসংযোগ। ২ অগ্নিতে ফুৎকার প্রদান। ধ্মাত (বিশেষণ) ১ ধ্বনিত। ২ শব্দীকৃত। ৩ সঞ্জীবিত; সন্দীপিত। ধ্মান (বিশেষ্য) ১ ধ্বনি। ২ অগ্নিসংযোগ। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা}
- Bengali Word ধ্যাত English definition [ধ্যাতো](বিশেষণ) ১ ধ্যান করা হয়েছে এমন। ২ চিন্তিত; ভাবিত। ৩ স্মরণ করা হয়েছে এমন; স্মৃত। ধ্যাতব্য (বিশেষণ) ১ ধ্যান করা উচিত বা ধ্যান করার যোগ্য এমন; ধ্যানযোগ্য। ২ চিন্তনীয়। ৩ স্মরণীয়; স্মরণযোগ্য। ৪ অনুশীলনীয়; আলোচ্য। ধ্যাতা (বিশেষণ) ধ্যান বা একাগ্রভাবে চিন্তা বা স্মরণ করে এমন; ধ্যানকারী। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+ত(ক্ত)}
- Bengali Word ধ্যান English definition [ধ্যান্](বিশেষ্য) ১ গভীর চিন্তা; কোনো বিষয়ে প্রগাঢ় ভাবনা। ২ কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয়ে মনোনিবেশ। ৩ অনন্যমনে অতি নিবিষ্টভাবে একাগ্রভাবে একাগ্রচিত্তে কোনো বিষয় চিন্তা। ৪ অভিনিবেশ সহকারে মনন বা স্মরণ। ৫ কল্পনা; ধারণা (শিল্পীর intention বা ধ্যান তারি অনুপাতে ক্রিয়া চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ ব্যাখ্যা; সংজ্ঞা (হাসির ধ্যান হল ওষ্ঠের বিস্তার ও দন্তের বিকাশ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধ্যানগম্ভীর (বিশেষণ) একাগ্র চিন্তায় মগ্ন (ধ্যানগম্ভীর এই যে ভূধর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রশান্তভাবে ধ্যানমগ্ন। ধ্যানগম্য (বিশেষণ) কেবল ধ্যান দিয়ে জানা বা পাওয়া যায় এমন। ধ্যানজ্ঞান (বিশেষ্য) ধ্যানের বিষয় ও জ্ঞানের বিষয়; চিন্তা ও অনুভূতির একমাত্র বিষয় (ধনী হওয়াই তখন ছিল আমার ধ্যানজ্ঞান)। ধ্যানধারণা (বিশেষ্য) ১ একাগ্রচিন্তা ও প্রতীতি। ২ স্মরণ ও মনন। ধ্যানভঙ্গ (বিশেষ্য) ১ ধ্যানে বিঘ্ন; ধ্যানে বাধার সৃষ্টি। ২ ধ্যানের অবসান। ধ্যানমগ্ন (বিশেষণ) ধ্যানে নিবিষ্ট চিত্ত; ধ্যানের মধ্যে ডুবে গেছে এমন; গভীরভাবে ধ্যারত; চিন্তায় সমাহিত। ধ্যানযোগ (বিশেষ্য) ধ্যানরূপ যোগ; ধ্যান দ্বারা ধ্যেয় বস্তুর সাথে মিলন। ধ্যানরত, ধ্যানস্থ (বিশেষণ) ধ্যান করছেন এমন; ধ্যানপরায়ণ; ধ্যানে নিবিষ্টচিত্ত। ধ্যানিষ্ঠ (বিশেষণ) ধ্যানসাধ্য। ধ্যানী (-নিন্) (বিশেষণ) ধ্যান করে এমন; ধ্যানকারী; ধ্যানরত। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+অন(ল্যুট্)}
- Bengali Word ধ্যাবড়া, ধেবড়া English definition [ধ্যাব্ড়া](বিশেষ্য) ১ মোটা ও কুশ্রী; জোবড়া (থাব্ড়া মেরে ধ্যাবড়া করেছেন-কাজী নজরুল ইসলাম)। ২ কালি প্রভৃতি তরল দ্রব্যের বিস্তৃত ছাপ; দাগ। {(তুলনীয়) (হিন্দি) ধব্বা (মলিন)}