ঢ পৃষ্ঠা ৮
- Bengali Word ঢোসা English definition [ঢোশা] (বিশেষণ) ফাঁপা; মোটা ও অন্তঃসারশূন্য; ফোলা ও অকেজো। □ (বিশেষ্য) মোটা পশমের তৈরি গায়ের চাদর। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্স্>; ডহ. ধুস্সা}
- Bengali Word ঢোস্কা, ঢোসকা, ঢসকা English definition [ঢোশ্কা, ঢোশ্কা, ঢশ্কা] (বিশেষণ) ফাঁপা; স্থূলদেহ ও অকর্মণ্য-যাকে ধাক্কা দিলে পড়ে যায় এমন। {ধসা>ধস্কা>}
- Bengali Word ঢোড়া English definition ⇒ ঢুঁড়া
- Bengali Word ঢোয়া English definition [ঢোয়া] (ক্রিয়া) একস্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাওয়া। ঢোয়াই (বিশেষ্য) ১ একস্থান থেকে অন্যত্র বহন। ২ দ্রব্যাদি লোক দ্বারা স্থানান্তরিত করবার পারিশ্রমিক। {(হিন্দি) ঢোনা}
- Bengali Word ঢৌকন English definition [ঢোউকোন্] (বিশেষ্য) ১ গমন। ২ উপঢৌকন; উৎকোচ। {(তৎসম বা সংস্কৃত) √ঢৌক্+অন(ল্যুট্)}
- Bengali Word ঢৌল English definition [ঢোউল্] (বিশেষ্য) ১ ঢোল। ২ অপমান; লাঞ্ছনা। □ (বিশেষণ) অপমানিত (ঢৌল নাহি করি কভু পরের যুবতী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {ও. ঢৌল}
- Bengali Word ঢ্যাঁডড়া English definition ⇒ ঢেঁটরা
- Bengali Word ঢ্যাঁডড়া English definition ⇒ ঢেঁটরা
- Bengali Word ঢ্যাঁড়স, ঢ্যাঁড়শ English definition ⇒ ঢেঁড়স
- Bengali Word ঢ্যাঁড়া English definition ⇒ ঢেঁটরা
- Bengali Word ঢ্যাঙা, ঢ্যাংগা English definition ⇒ ঢ্যাঙ্গা
- Bengali Word ঢ্যাঙ্গা, ঢেঙ্গা, ঢ্যাঙা English definition [ঢ্যাঙ্গা, ঢেঙ্গা, ঢ্যাঙা] (বিশেষ্য) লম্বা; লম্বাটে; দীর্ঘাঙ্গী (ছেলেটা যেমন ছ’ফুট ঢ্যাঙা-সৈয়দ মুজতবা আলী; ঢ্যাঙ্গা ছেলেটি-মোঃ ওয়ালিউল্লাহ)। {(মুণ্ডারি) ঢান্গা}
- Bengali Word ঢ্যাডড়া, ঢ্যাডরা English definition ⇒ ঢেঁটরা
- Bengali Word ঢ্যাপ ঢ্যাপ, ঢ্যাব ঢ্যাব English definition [ঢ্যাপ্ঢ্যাপ্, ঢ্যাব্ঢ্যাব্] (অব্যয়) বায়ুপূর্ণ; ফাঁপা ও ভেজা বস্তুর উপর আঘাতজনিত শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঢ্যাপ, ঢেপ English definition [ঢ্যাপ্] (বিশেষ্য) শালুকের ফল। ঢ্যাপের খই (বিশেষ্য) ঢ্যাপের ভাজা বীজ। {পিণ্ড>?}
- Bengali Word ঢ্যাপসা English definition ⇒ ঢেপসা
- Bengali Word ঢ্যামনা English definition ⇒ ঢেমন
- Bengali Word ঢ্যারা English definition ⇒ ঢেরা
- Bengali Word ঢ্যালা English definition ⇒ ঢেলা