ঢ পৃষ্ঠা ৬
- Bengali Word ঢেঁটা English definition [ঢেঁটা] (বিশেষণ) ১ ধৃষ্ট; শঠ; দুষ্ট; বেহায়া (বটে বটে আমি বড় ঢেঁটা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ একগুঁয়ে; অবাধ্য। ঢেঁটামো, ঢেঁটামি (বিশেষ্য) ১ শঠতা; দুষ্টামি। ২ অবাধ্যতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>}
- Bengali Word ঢেঁশকেল, ঢেঁস্কেল English definition [ঢেঁশ্কেল্] (বিশেষ্য) ঢেঁকিশাল; যেখানে ঢেঁকি পাতা থাকে (এখন দুলুইদের ঢেঁস্কেলে ধান এলাতে যাচ্ছি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ঢেঁকিশাল>}
- Bengali Word ঢেঁশা, ঢ্যাঁশা English definition [ঢ্যাঁশা] (বিশেষ্য) ১ ঠেলা; ধাক্কা। ২ দোষ দেখানো (ঢেঁশা দিয়া ঢেকা মারে-বাবা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঢেঁড় English definition ⇒ ঢেঁড়ি২
- Bengali Word ঢেঁড়স, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়শ English definition [ঢ্যাঁড়োশ্] (বিশেষ্য) তরকারিবিশেষ; ভিণ্ডি। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডিশ>}
- Bengali Word ঢেঁড়া English definition ⇒ ঢেঁটরা
- Bengali Word ঢেঁড়ি ১, ঢেঁড়ী English definition [ঢেড়ি] (বিশেষ্য) ১ মেয়েদের কানের অলঙ্কারবিশেষ (ঝুমকা ঢেঁড়ি)। ২ আফিম গাছের ফল বা বীজ কোষ; পোস্তফল। ৩ ঘোষণার জন্য ব্যবহৃত ঢোলজাতীয় বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) তুণ্ড>; (তুলনীয়) (হিন্দি) ঢেংঢ়ী}
- Bengali Word ঢেউ English definition [ঢেউ] (বিশেষ্য) তরঙ্গ; বাতাসে বা স্রোতের বেগে পানির উচ্চতা বা উচ্ছ্বাস; ঊর্মি (নদীর উপর জলের বসতি তাহার উপর ঢেউ-চণ্ডীদাস)। ঢেউ কাটানো (ক্রিয়া) কৌশলে ঢেউয়ের উপর দিয়ে নৌকা চালনা। ঢেউ খেলানো, ঢেউ-তোলা (বিশেষণ) তরঙ্গায়িত; দেখতে ঢেউয়ের মতো উঁচু-নিচু; কুঞ্চিত (ঢেউ-খেলানো ঢুল)। ঢেউ গোনা (ক্রিয়া) অলসভাবে সময়ে কাটানো। ঢেউ টিন (বিশেষ্য) ঢেউ-তোলা লোহার টিন। ঢেউ দেওয়া (ক্রিয়া) ১ আঘাত দিয়া পানিতে ঢেউ সৃষ্টি করা (ঢেউ দিয়েছে জলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্মরণ করিয়ে দেওয়া; আবেগের সৃষ্টি করা (এই ক্ষুদ্র ঘটনা ঢেউ দিল আমার মর্মতলে)। ঢেউয়ানো (ক্রিয়া) ১ ঢেউ দেওয়া; ঢেউ তোলা। ২ ঢেউ দিয়ে পানির আবর্জনা বা অন্য কোন বস্তু সরানো। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word ঢেকস, ঢ্যাকস English definition [ঢ্যাকোশ্] (অব্যয়) উঁচু নিচু পথে চলমান গোরুর গাড়ির চাকার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঢেকা, ঢেকনি মারা English definition [ঢেকা] (ক্রিয়া) ঠেলা বা ধাক্কা মারা বা দেওয়া (ঢেকা মারে একেবারে শত শত জন-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ঢেকিয়ে, ঢেক্যা (অসমাপিকা ক্রিয়া)ধাক্কা মেরে। {(হিন্দি) ধক্ক>}
- Bengali Word ঢেকুর English definition ⇒ ঢেঁকুর
- Bengali Word ঢেঙা, ঢেঙ্গা English definition ⇒ ঢ্যাঙ্গা
- Bengali Word ঢেপ English definition ⇒ ঢ্যাপ
- Bengali Word ঢেপসা, ঢ্যাপসা English definition [ঢ্যাপ্শা] (বিশেষণ) ১ স্তূপের ন্যায়; ঢিপির মতো। ২ বেমানান; মোটা; ঢোসকা; স্থূল ও শ্রীহীন। ঢেপসী (স্ত্রীলিঙ্গ)। {(মুণ্ডারি) ঢোপসো (অলস); (তুলনীয়) (হিন্দি) ঢপসা}
- Bengali Word ঢেপুয়া English definition [ঢেপুয়া] (বিশেষ্য) এক প্রকার তাম্র মুদ্রা; পয়সা (সোনার ঢেপুয়া লৈয়া বান্নকে খাচিত-ময়নামতীর গান)। {(তুলনীয়) (হিন্দি) ঢেবুরা}
- Bengali Word ঢেপড়া, ঢেবরা English definition ⇒ ধাবড়া
- Bengali Word ঢেমচা, ঢেমসা English definition [ঢ্যাম্চা, ঢেমশা] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঢেমন, ঢেমনা ১, ঢ্যামনা English definition [ঢ্যামোন্, ঢ্যাম্না, ঢ্যাম্না] (বিশেষ্য) ১ লম্পট; জারজ (বেদুয়া ঢেমনে কভু না শুনাই পুরাণ-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ গালিবিশেষ। ঢেমনি (স্ত্রীলিঙ্গ) উপপত্নী; রক্ষিতা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) ধমনী>}
- Bengali Word ঢেমনা ২ English definition [ঢ্যাম্না] (বিশেষ্য) এক প্রকার বিষহীন সাপ; দাঁড়াশ সাপ। {(তৎসম বা সংস্কৃত) ধর্মন>}
- Bengali Word ঢেমনি English definition ⇒ ঢেমন