ঢ পৃষ্ঠা ৭
- Bengali Word ঢেমসা English definition ⇒ ঢেমচা
- Bengali Word ঢের English definition [ঢের্] (বিশেষণ) প্রচুর; বেশি; অনেক; দেদার; যথেষ্ট (আনে বটে ঢের কড়ি নিজ রোজগারে-হেম)। ঢেরি (বিশেষ্য) প্রাচুর্য; রাশি; স্তূপ (ঢেরি করা)। {(তুলনীয়) (নেপালি) ধের}
- Bengali Word ঢেরা, ঢ্যারা English definition [ঢ্যারা] (বিশেষ্য) ১ ‘X’ এই চিহ্ন (ঢেরা কাটা)। ২ দড়ি পাকাবার যন্ত্র। ৩ স্বীকৃতি। ঢেরা কাটা (ক্রিয়া) ঢেরা চিহ্ন অঙ্কিত করা (মায়ের স্বহস্তে আমার নামে ঢ্যারা কেটে দিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। ঢেরা সই, ঢেরা সহি (বিশেষ্য) নিরক্ষর ব্যক্তির দেওয়া ঢেরা ‘X’ এই চিহ্নযুক্ত স্থানে অপরের দ্বারা তার নাম সই (ও রকম ঢেরা সই দেওয়াতে বর্ণ ধর্ম জ্ঞানের পরিচয় দেওয়া যেতে পারে-প্রথম চৌধুরী )। {(হিন্দি) ঢেরা}
- Bengali Word ঢেলা, ঢ্যালা English definition [ঢেলা, ঢ্যালা] (বিশেষ্য) ঢিল; ডেলা; ঢিল অপেক্ষা বড় মাটি, ইট ইত্যাদির টুকরা (দেহের ভেবেছ ঢেলার মতন-কাজী নজরুল ইসলাম)। ঢেলা মারা ১ ঢেলা ছুড়ে মারা। ২ আন্দাজিচাল চালা। {(তৎসম বা সংস্কৃত) দল>(প্রাকৃত) ডল>ডেলা>}
- Bengali Word ঢেলে সাজা English definition ⇒ ঢালা
- Bengali Word ঢেসা English definition [ঢেশা] (বিশেষ্য) ১ ফাঁকি; প্রতারণা; প্রবঞ্চনা; ধোঁকা। ২ নিন্দা; কুৎসা; বদনাম; অপবাদ। ৩ অপরাধী; দোষ। □ (ক্রিয়াবিশেষণ) অপরাধ; দোষী; প্রতারক; প্রবঞ্চক (ধনচোর, ঢেসায় পাঠাব যমঘর-ঘনরাম চক্রবর্তী)। {ধাঁধা>}
- Bengali Word ঢেড়ি ২ English definition [ঢেড়ি] (বিশেষ্য) প্রাচুর্য; বাহুল্য (বয়সের দোষে হয় বচনের ঢেড়ি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) সার্ধ; ডেড়া; দেড়া। {(তৎসম বা সংস্কৃত) অর্ধদ্বিতীয়>; (তুলনীয়) দেড়}
- Bengali Word ঢো English definition ⇒ ধুয়া
- Bengali Word ঢোঁক, ঢোক English definition [ঢোঁক, ঢোক্] (বিশেষ্য) ১ একবারে যে পরিমাণ তরল পদার্থ পান করা যায় (এক ঢোক পানি গিলিয়া ফেলিলাম-আবুল মনসুর আহমদ)। ২ গিলন; গলাধঃকরণ। ৩ গিলবার ভঙ্গি (ঢোক গেলা)। ঢোঁক গিলা, ঢোঁক গেলা (ক্রিয়া) ১ গিলবার ভঙ্গি করা (সে যেন মাঝে মাঝে ঢোঁক গিলিয়া জোরে নিঃশ্বাস ফেলিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ইতস্তত করা। ঢোঁক গিলে কথা বলা (ক্রিয়া) ১ ইতস্তত করে কথা বলা। ২ একটু সময় নিয়ে কথা বলা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঢোঁড়া ১ English definition [ঢোঁড়া] (বিশেষ্য) বিষহীন সাপবিশেষ। □ (বিশেষণ) অকর্মণ্য; তেজোবীর্যহীন; যার শক্তি নেই অথচ আস্ফালন বা ক্রোধ আছে। {(তৎসম বা সংস্কৃত) ডুণ্ডুভ>}
- Bengali Word ঢোঁড়া ২, ঢোঁরা English definition [ঢোড়া, ঢোরা] (ক্রিয়া) অনুসন্ধান করা; খোঁজ করা (ঢুঁরিল অনেক মুঞি না পাইলু দর্শন-দৌলত উজির বাহরাম খান)। {√ঢুঁড়্+আ; (তৎসম বা সংস্কৃত) ঢুন্ঢন>}
- Bengali Word ঢোক English definition ⇒ ঢোঁক
- Bengali Word ঢোকা, ঢোকান, ঢোকানো English definition ⇒ ঢুকা
- Bengali Word ঢোল English definition [ঢোল্] (বিশেষ্য) ১ সুবিখ্যাত চর্মাবৃত বাদ্যযন্ত্র। ২ ফাঁপা; স্ফীত (ফুলে ঢোল হওয়া)। ঢোলক (বিশেষ্য) ক্ষুদ্র ঢোল। ঢোল দেওয়া (ক্রিয়া) ১ ঢোল বাজিয়ে বিজ্ঞাপিত করা। ২ ঘোষণা করা; চতুর্দিকে রাষ্ট্র করা। ঢোল পেটা, ঢোলে কাঠি দেওয়া (ক্রিয়া) ১ ঢোল বাজানো। ২ প্রচার করা। ঢোল-শোহরত, ঢোল-শহরত (বিশেষ্য) কোনো বিষয় ঢোল বাজিয়ে প্রচার। ঢোল সমুদ্র (বিশেষ্য) ১ ফরিদপুরস্থ প্রকাণ্ড দীঘির নাম-তার এক পাড়ে ঢোল বাজালে অপর পাড়ে তা শোনা যেত না। ২ ((আলঙ্কারিক)) বৃহৎ জলাশয়; পানি থৈ থৈ অঞ্চল (দুঃখের ঢোলসমুদ্র-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিজের ঢোল নিজে পেটা (ক্রিয়া) আত্মপ্রশংসা করা। {(মুণ্ডারি) ঢোল}
- Bengali Word ঢোলতা English definition [ঢোল্তা] (বিশেষ্য) প্রবঞ্চনা; ছলনা। {ঢোল+তা}
- Bengali Word ঢোলা ১, ঢোল্লা English definition [ঢোলা, ঢোল্লা] (বিশেষণ) ঢিলা; আঁটসাঁট নয় এমন; আলগা (ঢোলা পায়জামা)। ২ ফাঁপা; শূন্যগর্ভ। {(প্রাকৃত) ঢোল্ল। (মুণ্ডারি) ‘ঢোলে’ অর্থ-মোটা ও অলস স্ত্রী}
- Bengali Word ঢোলা ২ English definition ⇒ ঢুলা
- Bengali Word ঢোলাই English definition [ঢোলাই] (বিশেষ্য) ১ ঢোয়াই; জিনিসপত্র একস্থান থেকে অন্যস্থানে বহন করে নিয়ে যাওয়া্ ২ বহন করার মজুরি। {(হিন্দি) ঢোনা, ঢুলনা}
- Bengali Word ঢোলী English definition = ঢুলি।
- Bengali Word ঢোসর English definition [ঢোশর্] (বিশেষণ) শঠ; দুশ্চরিত্র। {(তৎসম বা সংস্কৃত) ধূসর>}