গ পৃষ্ঠা ১
- Bengali Word -গ English definition [গো] (বিশেষ্য) গামী; গমনকারী; ধাবমান; অভিমুখী (ঊর্ধ্বগ)। -গা (নিম্নগা) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+অ(ড)}
- Bengali Word -গামী English definition [গামি] (বিশেষণ) ১ গমন করে এমন; গমনশীল। ২ গমনরত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+ইন্(ণিনি)}
- Bengali Word -গার, -গর English definition [গার্, গর্] ‘কর্তা’ বাচক প্রত্যয় (খিদমতগার, কারিগর)। -গারি (বিশেষ্য) কার্য; করণ (খিদমতগারি)। {(ফারসি) গার, গর }
- Bengali Word -গারী ২, -গারী ২ English definition ⇒ -গার
- Bengali Word -গিরি English definition [গিরি] (বিশেষ্য) পেশা, আচরণ প্রভৃতি অর্থবোধক প্রত্যয় (গোমস্তাগিরি, মোল্লাগিরি)। {(ফারসি) গিরি }
- Bengali Word গ ১ English definition -বাংলা ভাষায় তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং ক-বর্গের তৃতীয় বর্ণ। এর উচ্চারণস্থান জিহ্বামূল। এটি জিহ্বা-মূলীয়, পশ্চাত্তালুজাত বা কোমলতালুজাত (velar), অল্পপ্রাণ ঘোষ (unaspirated voiced), স্পর্শ (plosive) ধ্বনি।
- Bengali Word গ ২ English definition [গো] (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) গো; ওগো; সম্বোধনকসূচক ধ্বনিবিশেষ (এহা দুখ বড়ায়ি গ সহিতে না পারি-বড়ু চণ্ডীদাস)। {অগ>}
- Bengali Word গ. সা. গু. English definition ⇒ গরিষ্ঠ
- Bengali Word গঁদ English definition [গঁদ্] (বিশেষ্য) ১ আঠা; gum (গঁদ দিয়ে জুড়ে দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ বাবলা জিওল ইত্যাদি জাতীয় বৃক্ষের নির্যাস। গাঁদের গঁদ (বিশেষ্য) খুব দূর সম্পর্কিত ব্যক্তি; দূর কুটুম্বের কুটুম্ব। {(হিন্দী) গোঁদ}
- Bengali Word গং English definition [গঙ্] গয়রহ-র সংক্ষিপ্তরূপ; অন্যান্য; সহযোগীরা। {(আরবি) খায়রাহ }
- Bengali Word গইচ English definition [গোইচ্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) গর্ত; খানাখন্দ (পন্থ থুইয়া কেন ভাইরে গইচে দেও পারা-পূর্ববঙ্গ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ত>}
- Bengali Word গইন (মধ্যযুগীয় বাংলা) English definition [গোইন্] (বিশেষণ) গহীন; গভীর; অতল (গইন গম্ভীরা নদী-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গহন}
- Bengali Word গইবি, গইবী English definition ⇒ গায়েবি
- Bengali Word গওর English definition [গওর্] (বিশেষ্য) গভীর চিন্তা; বিবেচনা; ধ্যান। {(আরবি) গরর}
- Bengali Word গওস, গাউস English definition [গওস্, গাউস] (বিশেষ্য) দরবেশদের স্তরবিশেষ। (কত নবী পরগম্বর গওস কুতুব .....-সৈয়দ মুজতবা আলী; কেস্সা বলতেন গাউস কুতুব আউলিয়া-আম্বিয়ার-শাআ)। {(আরবি) গরছ}
- Bengali Word গওহর English definition [হওহর্] (বিশেষ্য) মূল্যবান মতিবিশেষ; gem (নীল দরিয়ার ঢেউয়ের দোলায় গওহরে দেয় জন্মদান-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) গওহার }
- Bengali Word গগন English definition [গগোন্] (বিশেষ্য) আকাশ; খ; নভ। গগনচারী (বিশেষ্য) খেচর। □ (বিশেষণ) আকাশে বিচরণ করে এমন; অবাস্তব কল্পনাকারী। গগনচুম্বী (বিশেষণ) ১ আকাশকে স্পর্শ করে এমন। ২ অতি উচ্চ। গগনতল ( বিশেষ্য) ১ আকাশের পৃষ্ঠ; আকাশের গা। ২ আকাশের পট। গগনপট (বিশেষ্য) পটরূপে কল্পিত; আকাশ; নভোতল; আকাশ রূপ পট; আকাশ। গগনপথ (বিশেষ্য) শূন্যমার্গ; আকাশপথ। গগনপ্রান্ত (বিশেষ্য) ১ দিকচক্রবাল; দিগন্ত। ২ আকাশের এক কোণ বা প্রান্ত। গগনবিহারী (বিশেষণ) ১ গগনে বিহার করে এমন; খেচর। ২ ((আলঙ্কারিক)) আকাশবিহারী; ঊর্ধ্বচারী। গগনমণ্ডল (বিশেষ্য) নভোমণ্ডল; সম্পূর্ণ নভঃস্থল; সমস্ত আকাশ। গগনমার্গ (বিশেষ্য) আকাশপথ। গগনমূল (বিশেষ্য) আকাশপ্রান্ত (ঊষা না ফুটিতে হাসি ফুটে তার গগনমূলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। গগনস্পর্শী (বিশেষণ) আকাশস্পর্শকারী; আকাশচুম্বী; অতুচ্চ। গগনাঙ্গন (বিশেষ্য) আকাশরূপ আঙিনা; নভস্তল; আকাশপট। গগনাম্বু ( বিশেষ্য) বৃষ্টির পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+অন(যুচ্)}
- Bengali Word গগলস English definition [গগল্স্] (বিশেষ্য) সূর্যের কিরণ থেকে দৃষ্টিশক্তি রক্ষা করার জন্য ব্যবহৃত ছাড়ানিবিড় রঙিন (তোর গগল্স্ হাত-ঘড়ি কাপড়-চোপড়-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) goggles}
- Bengali Word গঙ্গা English definition [গঙ্গা] (বিশেষ্য) ১ হিন্দুদের দেবীবিশেষ (গঙ্গা নামে মোর সতা তরঙ্গ এমনি-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ নদীবিশেষ; গঙ্গা নদী-হিন্দু বিশ্বাস অনুযায়ী এই নদী বিশেষ পবিত্র। ৩ ভাগীরথী। গঙ্গাজ (বিশেষণ) গঙ্গাজাত। □ (বিশেষ্য) ১ মহাভারতে উক্ত ভীষ্ম। ২ হিন্দু দেবতা কার্তিক। গঙ্গাজল (বিশেষ্য) ১ গঙ্গা নদীর পানি। ২ (সেকেলে) হিন্দু রমণীদের সখ্যসূচক সম্পর্কে নাম (দু’পুরুষ গঙ্গাজল ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ স্নিগ্ধ; নম্র; বিগলিত। গঙ্গাজলি১ (বিশেষ্য) ১ অন্তর্জলি। ২ হিন্দু বিশ্বাস অনুযায়ী মুমূর্ষু ব্যক্তিকে গঙ্গার জল পান করানো। ৩ হাতে গঙ্গার জল নিয়ে শপথ। গঙ্গাজলি২, গঙ্গাজলী (বিশেষণ) গঙ্গার পানির ন্যায় গেরুয়া রংবিশিষ্ট (গঙ্গাজলি কাপড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গঙ্গাধর (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। গঙ্গাপুত্র (বিশেষ্য) ১ মহাভারতোক্ত ভীষ্ম। ২ মৃতদেহ দাহকারী। গঙ্গাপ্রাপ্তি, গঙ্গালাভ (বিশেষ্য) ১ মৃত্যু। ২ গঙ্গা নদীর তীরে মৃত্যু। গঙ্গাফড়িং (বিশেষ্য) সবুজ রংবিশিষ্ট একপ্রকার পতঙ্গ (গঙ্গাফড়িং লাফিয়ে চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। গঙ্গাবাসী (বিশেষ্য), (বিশেষণ) গঙ্গা নদীর সন্নিকটে বা তীরে বসবাসকারী। গঙ্গা যমুনা (বিশেষ্য) গঙ্গা ও যমুনা নদী। □ (বিশেষণ) ১ সাদা ও কালো বা দুই রঙের মিলনজাত মিশ্র রং (আপনার কেশগুলি শাদা কালোয় গঙ্গা-যমুনা হইয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সোনা ও রুপার মিশ্রণ। গঙ্গা যমুনা গাঁথনি (বিশেষ্য) কাদা ও সুরকি দ্বারা ইট গাঁথার কাজ। গঙ্গা যমুনা চুড়ি (বিশেষ্য) সোনা ও রুপার মিশ্রণে তৈরি চুড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+গ (গন্)+ আ(টাপ্)}
- Bengali Word গঙ্গোত্তরী, গঙ্গোত্রী English definition [গঙ্গোত্তোরি, গঙগোত্ত্রি] (বিশেষ্য) ১ নিম্নাভিমুখে অবতরণকালীন গঙ্গা (আমি ব্যোমকেশ, ধরি বন্ধনহারা ধারা গঙ্গোত্রীর -(কাজী নজরুল ইসলাম))। ২ হিমালয়ের প্রান্তবর্তী যে স্থানে গঙ্গা নদী অবতরণ করছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উত্তরী, উত্রী(<উত্তরী)}