• Bengali Word গায়েবি, গায়েবী English definition [গায়েবি] (বিশেষণ) ১ অদৃশ্য (গায়বী নূরে বাড়ছে আরও চেহারার রোশনাই-রওশন ইজদানী; সেই বাতাসে গৈবি আওয়ার হল তখনি-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ আজগুবি। ৩ গুপ্ত (লোকে রটিল পেয়েছে গৈবী ধন- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ রহস্যময় (গায়েবি খুন)। গায়েবি খেলা (বিশেষ্য) ১ দাবা খেলায় না দেখে দূর থেকে চাল চালা। ২ ((আলঙ্কারিক)) অবস্থা না জেনে ব্যবস্থা দান। {(আরবি) গায়বী }