• Bengali Word গরিষ্ঠ English definition [গোরিশ্‌ঠো] (বিশেষণ) ১ সর্বাপেক্ষা বেশি গুরু। ২ সর্বাপেক্ষা বৃহৎ। ৩ সর্বাধিক শ্রদ্ধেয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গ.সা.গু (গণিত.) যে গরিষ্ঠ সংখ্যা দ্বারা কয়েকটি রাশিকে ভাগ করলে মিলে যায় তা; উক্ত রাশিগুলির গ. সা. গু। যে প্রণালিতে উক্ত সংখ্যা বের করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ইষ্ঠ}