ঐ পৃষ্ঠা ২
- Bengali Word ঐক্যমত্য English definition ⇒ ঐকমত্য
- Bengali Word ঐক্ষব English definition [ওইক্খবো] (বিশেষণ) ১ ইক্ষুজাত। ২ ইক্ষুসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত ) ইক্ষু+অ(অণ্)}
- Bengali Word ঐচ্ছিক English definition [ওইচ্ছিক্] (বিশেষণ) ১ ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; optional । ২ ইচ্ছানুরূপ; ইচ্ছানুযায়ী (বাংলা বাধ্যতামূলক ও ইংরেজি ঐচ্ছিক বিষয়)। {(তৎসম বা সংস্কৃত) ইচ্ছা+ইক(ঠঞ্)}
- Bengali Word ঐছন , ঐসন , অইছন ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওইছন্, ওইসন্, ওইছন্] (বিশেষণ) ঐরূপ (শুনইতে ঐছন রাইক বাণী-বিদ্যাপতি)। ঐছনে (ক্রিয়াবিশেষণ) (ঐছনে সোপলু তৈছে নিজ দেহ-গোবিন্দদাস)। {(ব্রজবুলি) (তৎসম বা সংস্কৃত) ক্ষণ>(প্রাকৃত) ছণ>বাংলা (হিন্দি) ছন; ঐ+ছন}
- Bengali Word ঐছে , ঐসে , অইছে ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওইছে, ওইসে, ওইছে] (ক্রিয়াবিশেষণ) ঐরূপে। {(তৎসম বা সংস্কৃত) ঈদৃশ>(প্রাকৃত) অইস>ঐস>(হিন্দি) ঈসে, বাংলা ঐছে, ঐসে}
- Bengali Word ঐটি , ঐটী , ঐটা , ঐটে English definition [ওইটি, ওইটি, ওইটা, ওইটে] (সর্বনাম) নিকটস্থ বা আলোচ্য বহু বিষয় বা পদার্থের মধ্যে উদ্দিষ্ট একটি-সম্ভ্রমার্থে টি টী, তুচ্ছার্থে টা টে। {(তৎসম বা সংস্কৃত) অদস্> অসৌ>অঈ>ঐ+টি, টী, টা, টে}
- Bengali Word ঐতরেয় English definition [ওইতরোয়ো] (বিশেষ্য) (ইতর নামক ঋষি বা ইতরা নামক ঋষি পত্নীর পুত্র) ঐতরেয় মুনি প্রণীত ঋগ্বেদের অংশ বিশেষ (ঐতরেয় ব্রাহ্মণ)। { (তৎসম বা সংস্কৃত) ইতর/ইতরা+এয়(ঢক্)}
- Bengali Word ঐতিহাসিক English definition [ওইতিহাসিক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ইতিহাসজ্ঞ; ইতিহাসবেত্তা। ২ ইতিহাসকার; ইতিহাস লেখক। ৩ ইতিহাস সম্বন্ধীয়; ইতিহাস ভিত্তিক (ঐতিহাসিক উপন্যাস)। ইতিহাসে স্থান লাভের যোগ্য; ইতিহাসরূপে গণ্য হওয়ার উপযু্ক্ত (ঐতিহাসিক ঘটনা)। ঐতিহাসিকতা বি। {(তৎসম বা সংস্কৃত) ইতিহাস+ইক(ঠক্)}
- Bengali Word ঐতিহ্য English definition [ওইতিজ্ঝো] (বিশেষ্য) ১ পরস্পরাগত কথা; পুরুষানুক্রমিক ধারা (শতাব্দীর প্রাণরাঙা ঐতিহ্য অব্যয়-আতাউর রহমান)। ২ ঐতিহাসিক কথা। ৩ কিংবদন্তী; বিশ্রুতি; লোক প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) ইতিহ+য(ষ্যঞ্)}
- Bengali Word ঐন্দ্র English definition [ওইন্দ্রো] (বিশেষণ) ইন্দ্র সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ইন্দ্রপুত্র। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+অ(অণ্)}
- Bengali Word ঐন্দ্রজালিক English definition ⇒ ইন্দ্রজাল
- Bengali Word ঐন্দ্রিয় English definition [ওইন্দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ।
- Bengali Word ঐন্দ্রিয়ক English definition ( বিশেষণ ) ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ। ঐন্দ্রিয়িক (বিশেষ্য) ইন্দ্রিয় সম্বন্ধীয়; ইন্দ্রিয় পরায়ণ। {( তৎসম বা সংস্কৃত) ইন্দ্রিয়+অ(অণ; ইক(ঠক্)}
- Bengali Word ঐরাবত English definition [ওইরাবত্] (বিশেষ্য) ১ হাতি (ঐরাবতেরে চালায় মাহুত শুধু বুদ্ধির ছলে-কাজী নজরুল ইসলাম)। ২ পরাণ-প্রসিদ্ধ সমুদ্র মন্থনে উত্থিত হস্তী; হিন্দুপুরাণে ইন্দ্রের বাহনের নাম ‘ঐরাবত’। {(তৎসম বা সংস্কৃত) ইরা+বৎ+অ(অণ্)}
- Bengali Word ঐরূপ English definition [ওইরুপ্] (বিশেষণ) ঐপ্রকার; ঐরকম; ঐমত; অমন। {বাংলা ঐ+(তৎসম বা সংস্কৃত ) রূপ}
- Bengali Word ঐরেয় English definition [ওইরেয়ো] (বিশেষ্য) অন্ন জাত মদ্য; পচানি। {(তৎসম বা সংস্কৃত) ইরা(=অন্ন)+এয়(ঢক্)}
- Bengali Word ঐশ , ঐশ্বিক , ঐশ্বর English definition [ওইশো, ওইশ্শিক্, ওইশ্শর্] (বিশেষণ) ঈশ্বর সম্বন্ধীয়; ঈশ্বরের, ঈশ্বরকৃত। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঐশী (ঐশী মায়া)। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্ +অ(অণ্), ইক (ঠক্), বর(বরচ্) + অ(অণ্)}
- Bengali Word ঐশ্বরিক English definition [ওইশ্শোরিক্] (বিশেষণ) ঈশ্বর বিষয়ক; ঈশ্বর সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত ) ঈশ্বর+ইক্(ঠক্)}
- Bengali Word ঐশ্বর্য English definition [ওইশ্শোর্জো] (বিশেষ্য) ১ ধন; সম্পত্তি; বিভব। ২ বিপুল ধনসম্পত্তির সহিত প্রভাব প্রতিপত্তি। ৩ অণিমা লঘিমা ব্যাপ্তি প্রকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব কামাব সায়িতা এই আট প্রকারের যোগলব্ধ অলৌকিক শক্তি বা গুণ। ৪ ঈশ্বরত্ব; প্রভুত্ব; প্রভুর ভাব। ঐশ্বর্যগর্ব, ঐশ্বর্যমদ (বিশেষ্য) ধনগর্ব; ধনের অহঙ্কার। ঐশ্বর্যগর্বিত, ঐশ্বর্যমত্ত (বিশেষণ) ধনগর্বিত। ঐশ্বর্যবান, ঐশ্বর্যশালী,ঐশ্বর্যসম্পন্ন (বিশেষণ) ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যব্রতী, ঐশ্বর্যশালী, ঐশ্বর্যসম্পন্না (স্ত্রীলিঙ্গ)। ঐশ্বর্যমত্ততা (বিশেষ্য) ধনসম্পত্তি ও তজ্জনিত প্রভাব-প্রতিপত্তির হেতু অত্যধিক অহংকার বা গর্বান্ধতা। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্বর +য(ষ্যঞ্)}
- Bengali Word ঐষীক English definition [ওইশিক্] (বিশেষণ) ঈষিকা সম্বন্ধীয়। □ (বিশেষ্য) মহা-ভারতের সৌপ্তিক পর্বের অন্তর্গত পর্ব বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ঈষিকা+ অ(অণ্)}