• Bengali Word ইন্দ্রজাল English definition [ইন্‌দ্রোজাল্] (বিশেষ্য) জাদুবিদ্যা; মায়াবিদ্যা; ভোজবাজি; ভেলকি (যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক (বিশেষণ) ১ ইন্দ্রজাল সম্বন্ধীয়। ২ কুহকী; মায়াবী; জাদুকর (হাস্যরসে তিনি প্রকৃত ঐন্দ্রজালিক ছিলেন-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+জাল}