ঐ পৃষ্ঠা ৩
- Bengali Word ঐষ্টিক English definition [ওইশ্টিক্] (বিশেষণ) ১ ইষ্টসম্বন্ধীয়। ২ যজ্ঞ সম্বন্ধীয়; যজ্ঞীয়। {(তৎসম বা সংস্কৃত) √যজ্ +ত(ক্ত)= ইষ্ট+ইক(ঠক্)}
- Bengali Word ঐসন English definition ⇒ ঐছন
- Bengali Word ঐসে English definition ⇒ ঐছে
- Bengali Word ঐস্লামিক English definition [ওইস্স্লামিক্] (বিশেষণ) ইসলাম সম্বন্ধীয় (ইহা কখনও ঐস্লামিক বিধি সঙ্গত নহে-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) ইসলাম +(তৎসম বা সংস্কৃত) ইক(ঠক্)=ঐস্লামিক; (তুলনীয়) ( ইংরেজি) Islamic}
- Bengali Word ঐহলৌকিক English definition [ওইহোলোউকিক্] (বিশেষণ) ইহলোক সম্বন্ধীয়; ঐহিক। পারলৌকিক বিপ। {(তৎসম বা সংস্কৃত) ইহলোক+ইক(ঠক্)}
- Bengali Word ঐহিক English definition [ওইহিক্] (বিশেষণ) ১ ইহলোকের; এই জন্মের। ২ হইলোক বিষয়ক; ইহলোক সংক্রান্ত। পারত্রিক (বিপরীতার্থক শব্দ)। ঐহিকদর্শী (বিশেষণ) ইহকালের সুখদুঃখ দর্শনকারী; সাংসারিক; ভোগান্বেষী; ইহকাল সর্বস্ব worldly minded। ঐহিকদর্শিনী (স্ত্রীলিঙ্গ )। ঐহিকদর্শিতা বি। ঐহিকবাদী (বিশেষণ) ভোগবাদী; জাগতিক সুখ সমর্থক; ইহলৌকিক সুখের পক্ষাবলম্বী। {(তৎসম বা সংস্কৃত) ইহ+ ইক(ঠক্)}