ঊ পৃষ্ঠা ১
- Bengali Word ঊ English definition [সংস্কৃত ভাষায় সর্বত্র দীর্ঘ স্বররূপে উচ্চারিত হলেও বাংলা ভাষায় অধিকাংশ স্থলে এটি হ্রস্ব উ রূপে উচ্চারিত] বাংলা বর্ণমালার ষষ্ঠ স্বরবর্ণ। এটি হ্রস্ব-‘উ’ স্বরের দীর্ঘ স্বর। ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে এর আকার হয়-(ক্+ঊ=কূ)।
- Bengali Word ঊঁt English definition [উহ্] (অব্যয়) উপেক্ষা আক্রোশ ক্রোধ বা ভয়প্রদর্শন সূচক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঊঃ English definition [উহ্] (অব্যয়) যন্ত্রণা অসহিষ্ণুতা বা বিদ্রূপ ব্যঞ্জক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঊকার English definition [উকার্] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঊ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘ ‚’ চিহ্ন। ২ ‘ঊ’ বর্ণ। ঊকারাদি (বিশেষণ) আদিতে ‘ঊ’-কার আছে এমন। {ঊ+কার}
- Bengali Word ঊঝটি English definition [উঝটি] (বিশেষ্য) অলঙ্কারবিশেষ (পদেও নূপুর দিল কনকঊঝাটি-শেখ ফয়জুল্লাহ)। {সংস্কৃত উজ্ঝটিকা>উঝটিআ>ঊঝাটি}
- Bengali Word ঊণ English definition [উন] (বিশেষ্য) ঊর্ণা; পশুলোমজাত সূত্র; wool। ঊণী বিশেষণ উল-নির্মিত। {সংস্কৃত. ঊর্ণা>}
- Bengali Word ঊত English definition [উত] (বিশেষণ) বোনা হয়েছে এমন; woven। ঊতি (বিশেষ্য) বয়ন; সেলাই। {সংস্কৃত √বে (বস্ত্রনির্মাণে) + ত(ক্ত) = ঊত (বে>ঊ}
- Bengali Word ঊন , উন , ঊনো English definition [উনো] বিশেষণ ১ কম; ন্যূন (তবে কিনা প্রভুর ভাণ্ডার নাই ঊন-সৈয়দ আলাওল)। ২ দুর্বল; কমজোর। ৩ অসম্পূর্ণ। ৪ হীন। {√ঊন্+অহমিয়া(অচ্)}
- Bengali Word ঊনআশি , উনআশি English definition [উনোয়াশি] (বিশেষ্য), (বিশেষণ) ৭৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊনঅশীতি}
- Bengali Word ঊনকোটি English definition [উনোকোটি] (বিশেষণ) বহুসংখ্যক; অন্তহীন; প্রায় কোটি খানেক (ঊনকোটি অজুহাত)। {সংস্কৃত. ঊন+কোটি}
- Bengali Word ঊনচত্বারিংশ English definition [উনোচত্তারিঙ্শো] (বিশেষ্য) উনচল্লিশ; ঊনচল্লিশ; ৩৯ সংখ্যা। ঊনচত্বারিংশত্তম (বিশেষণ) উনচল্লিশ-সংখ্যক। {সংস্কৃত. ঊন+চত্বারিংশৎ}
- Bengali Word ঊনচল্লিশ , উনচল্লিশ English definition [উনোচোল্লিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৩৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊনচত্বারিংশ}
- Bengali Word ঊনত্রিংশ English definition [উনোত্রিঙ্শো] (বিশেষ্য) ২৯ সংখ্যা; উনত্রিশ। ঊনত্রিশত্তম (বিশেষণ) উনত্রিশ সংখ্যক। {সংস্কৃত ঊন+ত্রিংশৎ}
- Bengali Word ঊনত্রিশ , উনত্রিশ English definition [উনোতিরিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ২৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊনত্রিংশ>}
- Bengali Word ঊননবতি English definition [উনোনবোতি] (বিশেষ্য) উননব্বই; ৮৯ সংখ্যক। ঊননবতিতম (বিশেষণ) উননব্বই সংখ্যক। {সংস্কৃত. ঊন+নবতি}
- Bengali Word ঊননব্বই , উননব্বই English definition [উনোনোব্বোই] (বিশেষ্য), (বিশেষণ) ৮৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊননবতি}
- Bengali Word ঊনপঞ্চাশ English definition [উনোপন্চাশ্] (বিশেষ্য) ৪৯ সংখ্যা। □ (বিশেষণ) ৪৯ সংখ্যক। ঊনপঞ্চাশ পবন পাগলামির হাওয়া। ঊনপঞ্চাশে পাওয়া ক্রিয়া ভীমরতি ধরা; পাগল হওয়া। (ওকে ‘ঊনপঞ্চাশে’ পেয়েছে, তা নৈলে কি এমন চোখের মাথা খেয়ে বসে-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত. ঊনপঞ্চাশৎ>}
- Bengali Word ঊনপঞ্চাশৎ English definition [উনোপন্চাশত্] (বিশেষ্য) উনপঞ্চাশ সংখ্যা। ঊনপঞ্চাশত্তম (বিশেষণ) উনপঞ্চাশ সংখ্যক। {সংস্কৃত. ঊন+পঞ্চাশৎ}
- Bengali Word ঊনবিংশতি English definition [উনোবিঙ্শোতি] (বিশেষ্য) উনিশ। ঊনবিংশতিতম (বিশেষণ) উনিশ সংখ্যক। {সংস্কৃত. ঊন+বিংশতি}
- Bengali Word ঊনষট্টি English definition [উনোশোট্টি] ১ (বিশেষ্য) ৫৯ সংখ্যা; ঊনষাট। □(বিশেষণ) ৫৯ সংখ্যক। {সংস্কৃত. ঊনষষ্টি>}