ঊ পৃষ্ঠা ৩
- Bengali Word ঊলূপী English definition ⇒ উলূপী
- Bengali Word ঊষর English definition [উশর্] (বিশেষ্য) ১ লোনা বা ক্ষারময় অনুর্বর ভূমি। □ (বিশেষণ) ১ অনুর্বর। ২ মরুময় (ঊষর মনে বারিপাতের চেষ্টা বৃথা-আবু ইসহাক)। {ঊষ+র}
- Bengali Word ঊষা English definition ⇒ উষা
- Bengali Word ঊহিনী English definition [উহিনি] (বিশেষ্য) সমষ্টি; সমবায় (অক্ষৌহিণী)। {সংস্কৃত √ঊহ্+ইন্+ঈ}
- Bengali Word ঊহ্য, উহ্য English definition [উজ্ঝো] (বিশেষণ) অপ্রকটিত; অনুল্লিখিত; অব্যক্ত; অনুচ্চারিত; অনুক্ত; প্রকাশ না থাকলেও আছে বলে কল্পিত বা অনুমেয়। {সংস্কৃত √ঊহ্+য}
- Bengali Word ঊঢ় English definition [উঢ়ো] (বিশেষণ) বিবাহিত। ঊঢ়া (স্ত্রীলিঙ্গ)। অনূঢ়া বিপরীতার্থক শব্দ। ঊঢ়ি ((বিশেষ্য)) বিবাহ। {সংস্কৃত. √বহ্+ত(ক্ত)}
- Bengali Word ঊয়ারি মেহারি , মেহারি উয়ারি English definition [উয়ারিমেহারি, মেহারিউয়ারি] (বিশেষ্য) মহিলাদের তাঁবু (আঁধারি এড়িয়া পাইলা ঊয়ারি মেহারি-শেখ ফয়জুল্লাহ)। {সংস্কৃত. উপকারিকা (=তাঁবু)>উয়ারি; সংস্কৃত মহিলা>মেহারি}