ঊ পৃষ্ঠা ২
- Bengali Word ঊনষষ্টি English definition [উনোশোশ্টি] (বিশেষ্য) ঊনষাট। ঊনষষ্টিতম (বিশেষণ) উনষাট সংখ্যক। {সংস্কৃত. ঊন+ষষ্টি}
- Bengali Word ঊনষাট, উনষাট English definition [উনোশাট্] (বিশেষ্য), (বিশেষণ) ৫৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊনষষ্টি}
- Bengali Word ঊনসত্তর , উনসত্তর English definition [উনোশোত্তোর্] (বিশেষ্য), (বিশেষণ) ৬৯ সংখ্যা বা সংখ্যক। {সংস্কৃত. ঊনসপ্ততি}
- Bengali Word ঊনসপ্ততি English definition [উনোশপ্তোতি] (বিশেষ্য) ৬৯ সংখ্যা। ঊনসপ্ততিতম (বিশেষণ) ঊনসত্তর সংখ্যক। {সংস্কৃত. ঊন+সপ্ততি}
- Bengali Word ঊপ English definition [উপ্] (বিশেষণ) ১ হনুমানের ডাক। □ (অব্যয়) অকস্মাৎ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঊরা , উরা English definition [উরা] (ক্রিয়া) উত্তরণ করা; আবির্ভূত হওয়া; অবতীর্ণ হওয়া (ঊরি দাসে দেহ পদচ্ছায়া-মাইকেল মধুসূদন দত্ত)। {সংস্কৃত উত্তরণ>উরণ}
- Bengali Word ঊরু , উরু English definition [উরু] (বিশেষ্য) মানবদেহের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত অংশ; উরুত; জানুর ঊর্ধ্বভাগ। ঊরুগ্রাহ (বিশেষ্য) রোগ বিশেষ। ঊরুভঙ্গ (বিশেষ্য) উরুতা বা জানুর ঊর্ধ্বভাগ ভগ্ন হওয়া। ঊরুস্তম্ভ (বিশেষ্য) ঊরুতে জাত দুষ্টব্রণ বা স্ফোটক যাতে ঊরু অবশ হয়ে যায়। {সংস্কৃত. √ঊর্ণু+উ(কু)}
- Bengali Word ঊর্জস্বল English definition [উর্জশ্শল্] (বিশেষণ) ১ বলবান; পরাক্রান্ত। ২ দৃঢ়দেহ; বলিষ্ঠ (অদম্য সাহস আর উর্জ্জস্বল প্রেম-মোহিল লাল মজুমদার)। {সংস্কৃত. ঊর্জস্+বল}
- Bengali Word ঊর্জস্বান English definition [উরজশ্শান্] (বিশেষণ) বলবান। ঊর্জস্বতী (স্ত্রীলিঙ্গ)। উর্জস্বী (বিশেষণ) শক্তিশালী। উর্জস্বিনী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য), (বিশেষণ) বলবতী; শক্তিশালিনী। {সংস্কৃত. ঊর্জস্+বৎ (বতুপ্)}
- Bengali Word ঊর্ণনাভ, ঊর্ণনাভি English definition [উর্নোনাভো, উর্নোনাভি] (বিশেষ্য) মাকড়সা (ঊর্ণনাভ জাল বুনে চলে-আহসান হাবীব)। {সংস্কৃত. √ঊর্ণ+অহমিয়া(অচ্) =ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস}
- Bengali Word ঊর্ণা, ঊর্ণাময় English definition ⇒ উর্ণা
- Bengali Word ঊর্দী English definition ⇒ উর্দি
- Bengali Word ঊর্দু English definition ⇒ উর্দু
- Bengali Word ঊর্ধ্ব English definition [উর্ধো] (বিশেষ্য) ১ উপরের দিক; উপরিভাগ। ২ উচ্চতা (ঊর্ধ্বে তিন হাত)। □ (বিশেষণ) ১ বেশি (ঊর্ধ্বপক্ষে)। ২ উপরিদিকস্থ (ঊর্ধ্বাংশ)। ৩ উন্নত; উচ্চ (ঊর্ধ্ববাহু)। ঊর্ধ্বকণ্ঠ (বিশেষণ) ১ উচ্চকণ্ঠ। ২ উন্নতগ্রীব। ঊর্ধ্বগ, ঊর্ধ্বগামী (বিশেষণ) ১ ঊর্ধ্বে গমনশীল; ক্রমান্বয়ে উপরে উঠছে এমন। ২ আকাশ বিহারী (মানুষের যেগুলো উর্ধ্বগ আবেগ-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ সৎপথগামী; ধার্মিক। □ (বিশেষ্য) বায়ুরোগ বিশেষ (ঊর্ধ্বগ বিকারে মোর পড়িয়াছে দাঁত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ঊর্ধ্বগতি (বিশেষ্য) ১ ঊর্ধ্বে গমন। ২ উন্নতি; সমৃদ্ধি। ৩ পারলৌকিক সদ্গতি (কি সাধ্য তাঁর করি ঊর্দ্ধগতি-কাশীরাম দাস)। ঊর্ধ্বগ্রীব (বিশেষণ) ১ উন্নতগ্রীবা বিশিষ্ট। ২ উদ্গ্রীব; উৎকণ্ঠ (সমুৎকর্ণ অরণ্যানী ঊর্ধ্বগ্রীব পর্বতের মালা-বিষ্ণু দে)। ঊর্ধ্বচারী (বিশেষণ) ১ ঊর্ধ্বে বা শূন্যে বিচরণকারী। ২ উচ্চাকাঙ্ক্ষী; উচ্চকল্পনাপ্রবণ। ঊর্ধ্বতন (বিশেষণ) ১ উপরিস্থিত। ২ পূর্বতন; পূর্ববতী (ঊর্ধ্বতন পুরুষ)। ঊর্ধ্বতল (বিশেষ্য) উপরতল; উপরতলা। ঊর্ধ্বদৃষ্টি, ঊর্ধ্ব নয়ন, ঊর্ধ্ব নেত্র (বিশেষণ) ১ উলটানো দৃষ্টি বিশিষ্ট; মৃত্যুর অব্যবহিত পূর্বে চক্ষুর যে অবস্থা হয় সেই অবস্থাগ্রস্ত। ২ উদাসদৃষ্টি সম্পন্ন; উদাসীন (বহিয়া নূতন প্রাণ; ঝারিয়া পড়ে না গান, ঊর্ধ্বনয়ন এ ভুবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি; যোগদৃষ্টি। ঊর্ধ্বদেহ (বিশেষ্য) মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; সূক্ষ্মদেহ। ঊর্ধ্বনয়ন, ঊর্ধ্বনেত্র Þ ঊর্ধ্বদৃষ্টি। ঊর্ধ্ব পক্ষে (ক্রিয়াবিশেষণ) বেশির পক্ষে; বড়োজোর। ঊর্ধ্বপাতন (বিশেষ্য) রাসায়নিক প্রক্রিয়া বিশেষ; চোলাই; distillation। ঊর্ধ্ব ফণা (বিশেষণ) উদ্যতফণা (ঊর্দ্ধফণা ফণী-মধুসূদণ দত্ত)। ঊর্ধ্ববর্ত্ম (বিশেষ্য) শূন্যমার্গ; আকাশ। ঊর্ধ্ববাহু (বিশেষণ) হস্ত উত্তোলন করে আছে এমন; ঊর্ধ্বহস্ত। □ (বিশেষ্য) ঊর্ধ্বহস্ত সন্ন্যাসী। ঊর্ধ্বভাগ (বিশেষ্য) উপরের অংশ। ঊর্ধ্বমুখ (বিশেষ্য) মুখের উপরের দিক। □ (বিশেষণ) উপর দিকে মুখ এমন; ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বরেতা, ঊর্ধ্বরেতাঃ (বিশেষণ) জিতেন্দ্রিয় (তপস্যা করতে গেল হয়ে ঊর্ধ্বরেতা-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) সংযতেন্দ্রিয়; যোগী। ঊর্ধ্বলোক (বিশেষ্য) স্বর্গ; বেহেশ্ত। ঊর্ধ্বশ্বাস (বিশেষ্য) দ্রুত ধাবনের ফলে ঘন ঘন শ্বাসগ্রহণের অবস্থা। ঊর্ধ্বশ্বাসে (ক্রিয়াবিশেষণ) অতি দ্রুতবেগে; সঘন নিশ্বাসের সঙ্গে; তীব্রগতিতে। ঊর্ধ্বস্থ, ঊর্ধ্বস্থিত (বিশেষণ) ঊর্ধ্বে অবস্থিত; উপরিস্থিত। {সংস্কৃত. উৎ+ √হা + অ(ড) অথবা উদ্ + √ধ্বন্+অহমিয়া}
- Bengali Word ঊর্বর, ঊর্বরা English definition ⇒ উর্বর
- Bengali Word ঊর্বশী English definition ⇒ উর্বশী
- Bengali Word ঊর্মি English definition [উর্মি] (বিশেষ্য) ১ তরঙ্গ; ঢেউ (সেই সাগরের আমি যে উর্ম্মি-কাজী নজরুল ইসলাম)। ২ জলপ্রবাহ; তরঙ্গময় স্রোত। ঊর্মিছন্দা (বিশেষণ) ঢেউয়ের ছন্দযুক্ত; তরঙ্গের ছন্দোময় (ঊর্মিছন্দা শত-নদীস্রোত ধারায় নিত্য পবিত্র-সিনান-শুদ্ধ-পূর্ববঙ্গ-কাজী নজরুল ইসলাম)। ঊর্মিমালী (বিশেষ্য) সমুদ্র। ঊর্মিল (বিশেষণ) ঢেউ-খেলানো; তরঙ্গিত (জোয়ার ভাঁটায় এ-দেশে ও-দেশে নিত্য উর্মিল কল্লোল-বিষ্ণু দে)। {সংস্কৃত. √ঋ(উর্)+মি}
- Bengali Word ঊর্মিলা, ঊর্ম্মিলা English definition [উর্মিলা] (বিশেষ্য) রামায়ণোক্ত লক্ষ্মণের পত্নী। {সংস্কৃত ঊর্মি+√লা+অহমিয়া(ক)+আরবি(টাপ্)}
- Bengali Word ঊলুক English definition ⇒ ঊলূক
- Bengali Word ঊলূপ English definition [উলুপ্] (বিশেষ্য) চন্দ্র; শশধর (ঊলূপ ঊগএ দূর জলধর মো হম ভঙ্গবর-দৌলত উজির বাহরাম খান)। {আঞ্চলিক}