Skip to main content
Search Section

"শ্বাসাঘাত" শব্দটি “বাংলা থেকে ইংরেজী” অভিধানে খুঁজে পাওয়া যায়নি!

Result from "English to Bengali" Dictionary:

  • heroic heroic verse পরপর দুই চরণের মিলযুক্ত দশটি অক্ষর ও পাঁচটি শ্বাসাঘাতসংবলিত পদ্যবিশেষ; বীরবৃত্ত।
  • accent (শ্বাসাঘাত বা স্বরভঙ্গির সাহায্যে) অক্ষরের উপর জোর; ঝোঁক; প্রস্বন।
  • accentuate [আক্‌সেন্‌চুএইট্] (verb transitive) শ্বাসাঘাত/জোর দিয়ে উচ্চারণ করা; গুরুত্ব দেওয়া।
  • anapaest (America(n) = anapest) [অ্যানাপীস্‌ট্‌ America(n) অ্যানাপেস্‌ট্‌] (noun) (ছন্দ) দুটি শ্বাসাঘাতহীন অক্ষরের (syllable) পরে একটি শ্বাসাঘাতযুক্ত অক্ষর নিয়ে গঠিত মাত্রা (foot) (ÈÈ-): ‘I am mon/arch of all/I survey’.
  • weak weak form (কতিপয় সাধারণ শব্দের উচ্চারণ) শ্বাসাঘাতহীন অবস্থানে (শব্দের) উচ্চারিত রূপ: সাধারণত কোনো স্বরধ্বনির ব্যবহার দ্বারা অথবা কোনো স্বর বা ব্যঞ্জন ধ্বনির অনুপস্থিতি দ্বারা এই রূপ সৃষ্ট হয় (যথা and শব্দের উচ্চারণের ক্ষেত্রে ‘অ্যান্‌ড্’ – এর স্থলে ‘আন’ বা ‘ন’: bread and butter [ব্রেড্‌ ন বাটা(র্‌) weaken [উঈকান্‌] (verb transitive), (verb intransitive) দুর্বল(তর) করা বা দুর্বল(তর) হওয়া।
  • will 1 (উপরোধ বা অনিবার্যতা নির্দেশকল্পে এবং সর্বদা শ্বাসাঘাত বা stress সহযোগে -কখনো’ ‘ll বা ’d নয়- হাঁ-সূচক বাক্যে ব্যবহৃত): She will have own way, সে তার পথে/তার মতো চলবেই; boys will be boys, ছেলেরা তো ছেলেই হবে, অর্থাৎ ছেলেমি করবেই; Accidents will happen, দুর্ঘটনা তো ঘটবেই।
  • stress stress-mark অভিধানে মুখ্য ও গৌণ শ্বাসাঘাত বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয়।