Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সরু Bengali definition [শোরু] (বিশেষণ) ১ সূক্ষ্ম; ক্ষীণা; ‍কৃশ; শীর্ণ (সরু দেহ)। ২ চিকন; মিহি (সরু চাল)। ৩ সংকীর্ণ; অপ্রশস্ত; বিস্তৃত বা চওড়া নয় এমন (সরু গলি)। ৪ মোলায়েম; সুরেলা (সরু গলা)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+উ(উন্‌)}
  • Bengali Word সরুঅ ১, সরুআ ১, সরুয়া, সরূয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শরুঅ, শরুআ, শরুয়া, শরুয়া] (বিশেষণ) ১ সরু। ২ মিহি (আধমুখ ঢাকিলে সরুঅ বসনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ শীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সরু>}
  • Bengali Word সরুঅ ২, সরুআ ২, সরূঅ, সরূব (প্রাচীন বাংলা) Bengali definition [সরুঅ, সরুআ, সরূঅ, সরূব] (বিশেষ্য) সরূপ (সজহ সরুআ-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সরূপ>}
  • Bengali Word খসরু Bengali definition [খস্‌রু] (বিশেষ্য) বাদশাহ; রাজা। {(ফারসি) খুসরু}
  • Bengali Word তছরুপ, তসরুপ, তছরুফ, তসরুফ Bengali definition [তোস্‌রুপ্‌, তোসরুপ্‌, তোস্‌রুফ্‌, তোস্‌রুফ্‌] (বিশেষ্য) ১ ক্ষতি; নষ্ট; অপচয়। ২ অপব্যবহার; চুরি। (একদল কেরানিকে তহবিল তসরুপের দায়ে সন্দেহ করা হয়েছিল)। {(আরবি)তাসার্‌রুফ }
  • Bengali Word তসরুফ, তসরুপ Bengali definition তছরুপ
  • Bengali Word মসরুফ Bengali definition [মশ্‌রুফ্‌] (বিশেষণ) ব্যস্ত; নিয়োজিত; ব্যতিব্যস্ত (দুনিয়ার ফেকেরে মসরুফ আছি-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মসরূফ}
Closing this window will clear all results and return you back to the search section