Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বাঁকা, বেঁকা Bengali definition [বাঁকা, ব্যাঁকা] (বিশেষণ) ১ যা সোজা বা সিধা নয় (বাঁকা বাঁশ, বাঁকা রাস্তা)। ২ কুব্জ; ন্যূব্জ (বাঁকা পিঠ)। ৩ তির্যক; অসরল; কাত (খুঁটিখানা বাঁকা হয়ে গেছে)। ৪ চোরা; গোপন (বাঁকা চাহনি)। ৫ কুটিল; খল; কপট; চক্রী (বাঁকা মন)। □ (ক্রিয়া) ১ বক্র হওয়া; ঘুরে যাওয়া (পথটা ওই দিকে বেঁকে গেছে)। ২ অসম্মত হওয়া; প্রতিকূল বা বিরোধী হওয়া (সে বেঁকে বসেছে)। বাঁকা কথা (বিশেষ্য) কুটিল কথা। বাঁকাচোরা (বিশেষণ) আঁকাবাঁকা; বিভিন্ন দিকে বাঁকা (সে কি তাদের ভবিষ্যৎ জীবনের বাঁকাচোরা ছবি-বুদ্ধদেব বসু)। বাঁকানো (বিশেষ্য) বাঁকাকরণ। (বিশেষণ) বাঁকাকৃত। □ (ক্রিয়া) বাঁকা করা। বেঁকে বসা, বাঁকিয়া বসা (ক্রিয়া) বক্রভাবে স্থাপিত হওয়া; পূর্বের মত বদল করা; দৃঢ়তার সাথে অসম্মত হওয়া। আঁকাবাঁকা (বিশেষণ) সর্পিত; বহুবক্রতাযুক্ত। ঘাড় বাঁকানো (বিশেষ্য) প্রতিরোধের বা প্রতিবাদের ভাব দেখানো। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক>}
Closing this window will clear all results and return you back to the search section