Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পোষ ১ Bengali definition [পোশ্‌] (বিশেষ্য) বশ্যতা; অধীনতা স্বীকার; পালকের বশ্যতা। পোষমানা (বিশেষণ) বশ্যতা স্বীকার করে এমন (একখানি পোষ-মানা প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পোষ ২ Bengali definition ⇒ পৌষ
  • Bengali Word পোষক Bengali definition [পোশাক্‌] (বিশেষণ) ১ পোষণকারী; পালক। ২ সহায়ক। ৩ সমর্থক। ৪ পুষ্টিসাধক; পুষ্টিকর। পোষকতা (বিশেষ্য) ১ সহায়তা। ২ সমর্থন; অভিন্ন মত পোষণ। ৩ সহায়ক; প্রমাণ। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পোষড়া Bengali definition [পোশ্‌ড়া] (বিশেষ্য) পৌষপার্বণ; পৌষ মাসের সংক্রান্তিতে উৎসব (প্রবাসী পুরুষ যত পোষড়ার রবে ছুটি নিয়া ছুটাছুটি বাড়ী আসে সবে-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পৌষ>পোষ+ড়া}
  • Bengali Word পোষণ Bengali definition [পোশোন্‌] (বিশেষ্য) পালন। ২ পুষ্টি; বর্ধন। ৩ মনে ধারণ। পোষণীয়, পোষ্য (বিশেষণ) ১ পোষণের যোগ্য; পালনীয়। ২ প্রতিপাল্য। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পোষা Bengali definition [পোশা] (ক্রিয়া) পোষণ করা; পালন করা (নাহি পোষে বাপ মা প্রভাতে না করি তার নাম-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ বশে এনে পালন করা (বেজি পোষা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) পালন করা হয়েছে এমন; প্রতিপালিত; পোষ মেনেছে এমন (পোষা বানর)। পোষা কুকুর (বিশেষ্য) ১ পোষ মেনেছে এমন কুকুর। ২ (ব্যঙ্গার্থ) একান্ত বশংবদ ব্যক্তি; অত্যন্ত অনুগত লোক; দাসানুদাস। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word পোষানো Bengali definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word পোষানি Bengali definition [পোশানি] (বিশেষ্য) পোষার বা পালনের খরচ; দুধের বদলে প্রতিপালনের ভার দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) পোষ+(বাংলা) আনি}
  • Bengali Word পোষায় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোশায়্‌] (ক্রিয়া) পোহায় (রাত্র পোষায়-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তুলনীয়) পোহায়>}
  • Bengali Word পোষিণী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোশিনি] (বিশেষ্য) ভরণপোষণকারিণী (তর্পণের ফল লহ দুর্বল পোষিণী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পোষণ+(বাংলা) ইয়া>}
  • Bengali Word পোষিত Bengali definition [পোশিতো] (বিশেষণ) ১ পালিত; প্রতিপালিত। ২ বর্ধিত; পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পোষ্টা(-ষ্টৃ) Bengali definition [পোশ্‌টা] (বিশেষণ) ১ পোষক; পোষণকারী। ২ প্রতিপালক। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+তৃ(তৃচ)}
  • Bengali Word পোষ্টাই Bengali definition [পোশ্‌টাই] (বিশেষণ) পুষ্টিকর; বলকারক (পোষ্টাই খাদ্য)। □ (বিশেষ্য) পুষ্টি। {(তৎসম বা সংস্কৃত) পুষ্ট>(বাংলা) আই}
  • Bengali Word পোষ্য Bengali definition [পোশ্‌শো] (বিশেষণ) পালনের যোগ্য; প্রতিপাল্য; পোষণীয়। □ (বিশেষ্য) পালনীয় ব্যক্তিগণ; প্রতিপাল্য লোকেরা; পরের অন্নে পালিত ব্যক্তিবর্গ। পোষ্যপুত্র (বিশেষ্য) দত্তক পুত্র; নিজের সন্তানরূপে গৃহীত ও প্রতিপালিক অন্যের সন্তান। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word পোষানো Bengali definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word আপস , আপোস , আপোষ Bengali definition [আপোশ্] (বিশেষ্য) ১ মিটমাট; রফা (মনিবের ক্ষতি করিয়া আপস করিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর; আপোষের মনোভাব নিয়ে বলেন-আবু রুশ্‌দ্‌)। ২ পরস্পরের মত বিনিময়; উভয় পক্ষের সম্মতি। আপস মীমাংসা (বিশেষ্য) উভয় পক্ষের সম্মতিক্রমে সমস্যার সমাধান বা রফা (আপস মীমাংসায় জমির সীমানা নির্ধারিত হলো)। আপসহীন মনোবৃত্তি (বিশেষ্য) প্রতিপক্ষের সহিত কোনো মিটমাট না করার মনোভাব; কোনো অন্যায় কথা বা কাজ কিছুতেই মেনে না নেওয়ার প্রবৃত্তি। আপসে ( ক্রিয়াবিশেষণ) ১ নিজেদের ভিতর; আপনা আপনির মধ্যে (আপসে ঝগড়া করা)। ২ উভয় পক্ষের সম্মতিক্রমে; পরস্পরে মিলেমিশে (তারা আপসে একটা সভ্যতাই গড়ে তুলেছে-সৈয়দ মুজতবা আলী)। ৩ বন্ধুভাব; সদ্ভাবে। {(ফারসি) আপস>}
  • Bengali Word কোলাপোষ Bengali definition [কোলাপোশ] (বিশেষণ) কোলাপোষ; ইউরোপীয় টুপি (পাগড়ি নয়) পরে এমন (প্রথম গড়েতে কোলাপোষের নিবাস ইঙ্গরেজ ওলন্দাজ ফিরিঙ্গি ফরাস -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) কুলাহ+পোশ}
  • Bengali Word সরপোশ, সরপোষ Bengali definition [শর্‌পোশ্‌] (বিশেষ্য) ঘটি বা বাটির আচ্ছাদনী; পাত্রের ঢাকনি (সরপোষ ঢাকিয়া খানা আনিল খাদেম-সৈয়দ হামজা)। {(ফারসি) সরপোশ্‌}
  • Bengali Word মাইপোষ Bengali definition ⇒ মাই
  • Bengali Word আপোষ , আপোঙষ ( প্রাচীন বাংলা ) Bengali definition [আপোশ্, আপোঙ্‌শো] (বিশেষণ) দণ্ডাহত; বিলক্ষণ প্রহৃত (কংসে সুথি পাইলে হইবে তোহ্মে আপোষ-বড়ু চণ্ডীদাস; মোএঁ আপোঙষ হৈবোঁ তোহ্ম জাইবেঁ মার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+√পুংস্>}
  • Bengali Word উপোষ Bengali definition [উপোশ্‌] (বিশেষ্য) উপবাস; অনাহার। উপোষী (বিশেষণ)। উপোষিত (বিশেষণ) ১ উপবাসী; অভুক্ত; অনাহারী। ২ অদর্শনে কাতর (উপোষিত আঁখিযুগে রূপরেখা ক্ষীণ-মোহিতলাল মজুমদার)। {সংস্কৃত. উপোষণ>; উপবাস>}। ⇒ উপোস
  • Bengali Word কুপোষ্য Bengali definition [কুপোশ্‌শো] (বিশেষ্য), (বিশেষণ) ১ অকর্মণ্য বা অকৃতজ্ঞ পোষ্য; যে প্রতিপালিত হয়ে শেষে প্রতিপালকের প্রতিদান দেয় না। ২ অবাঞ্ছিত পোষ্য; গলগ্রহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পোষ্য; ( কর্মধারয় সমাস)}
  • Bengali Word তক্তপোশ, তক্তপোষ, তক্তাপোশ, তক্তাপোষ Bengali definition [তক্‌তোপোশ্‌, তক্‌তোপোশ্‌, তক্‌তাপোশ্‌, তক্‌তাপোশ্‌] (বিশেষ্য) তক্তা বা কাঠের শয্যাধার; চৌকি (তন্দ্রাবশে তক্তপোশে প্রচণ্ড পণ্ডিত চিৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) তখত্‌হ্‌পুশ্‌ }
  • Bengali Word পরিপোষণ Bengali definition [পোরিপোশোন্‌] (বিশেষ্য) ১ পরিপালন; প্রতিপালন; সংরক্ষণ। ২ মনে ধারণ (ক্রোধ পরিপোষণ)। পরিপোষিত (বিশেষণ) পরিপোষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+পোষণ}
  • Bengali Word পাপোশ, পাপোষ, পা-পোষ Bengali definition [পাপোশ্‌] (বিশেষ্য) পায়ের ধুলা মোছার জন্য নারকেলের ছোবড়াদি দ্বারা তৈরি আস্তরণ (পুরু পা-পোষে পা ঘষে ঢুকলাম ড্রয়িং রুমে-রাজিয়া খান)। {(ফারসি) পাপোশ}
Closing this window will clear all results and return you back to the search section