Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পাঁক Bengali definition [পাঁক্‌] (বিশেষ্য) কাদা; কর্দম (টানছে তাদের ওই পাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত; এক পাঁক গ্লানিতে ডুবে গেলেন তিনি-সৈয়দ শামসুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক}
  • Bengali Word পাঁকাটি Bengali definition ⇒ পেঁকাটি
  • Bengali Word পাঁকাল, পাকাল Bengali definition [পাকাল্‌] (বিশেষ্য) বাইম বা বাইন মাছ, পাঁক বা কাদায় বাস করে বলে নাম পাঁকাল (শূকরও পাঁক ঘাটে, পাঁকাল মাছও পাঁক গাটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পান্তা ভাত (উদর পূরিয়া ভুঞ্জি প্রাণ পাই পাইলে পাঁকাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক>পাঁক+(বাংলা) আল}
  • Bengali Word পাঁকুই, পাঁকই Bengali definition [পাঁকুই, পাঁকোই] (বিশেষ্য) জলকাদা লেগে আঙ্গুলের সন্ধিতে উৎপন্ন ক্ষত; হাজারোগ (সন্ধিতে পাঁকুই মৈল ঘা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙক>পাঁক+উই, অই}
  • Bengali Word আঁকু-পাঁকু Bengali definition আঁকু-বাঁকু
  • Bengali Word আঁকু-বাঁকু, আঁকু-পাঁকু Bengali definition [আঁকুবাঁকু, আঁকুপাঁকু] (বিশেষ্য) ১ অতিশয় ব্যগ্রতা বা ব্যস্ততা প্রকাশ (প্রাণ করে আঁকু-বাঁকু কোথায় গেলে পাই তামাকু-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্বেগ ভয় বা ব্যাকুলতা (সকলেই আঁকু-পাঁকু ও ত্রাহি ত্রাহি করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ বাহ্য আড়ম্বর বা উদ্যোগ (বাঞ্ছারামের পোহাবার, বক্রেশ্বরের কেবল আুঁকপাঁকু সার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।  (বিশেষণ) ব্যগ্র; ব্যস্ত; ব্যাকুল; উদ্বিগ্ন। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কবঙ্ক>}
  • Bengali Word হাঁকপাঁক Bengali definition ⇒ হাঁকুপাঁকু
  • Bengali Word হাঁকুপাঁকু, হাঁকপাঁক Bengali definition [হাঁকুপাঁকু, হাঁক্‌পাঁক্‌] (বিশেষ্য) অতিশয় ব্যস্ত; আকুলতা প্রকাশ (হাঁকুপাঁকু করে কি যে গালে ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। হাঁকুচ পাঁকুচ (বিশেষ্য) অতিশয় ব্যস্ত; আকুল (যেটা পায়না সেটাই পাবার জন্যে হাঁকুচপাঁকুচ করে-কাজী নজরুল ইসলাম)। {আঁকুপাঁকু>}
Closing this window will clear all results and return you back to the search section