Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পসরা, পশরা Bengali definition [পশোরা] (বিশেষ্য) ১ আলো; কিরণ; প্রভা (পুরী মাঝে জ্বলে কন্যা চান্দের পশরা-(পূর্ববঙ্গ গীতিকা))। ২ ক্ষেপ; খেয়াপার (সোনার তরী এসে গেছে পসরা বয়ে বয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পণ্যাধার; যে পাত্রে পণ্যদ্রব্য রাখা হয় (পসারি গোপের নারী বসিয়াছে সারি সারি রসের পসরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ ক্রীত বস্তুর বোঝা (নামাও পসরা ভার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ পণ্যদ্রব্য; দ্রব্যসম্ভার (কিনিতে বেচিতে ভাল পারয়ে পসরা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}
Closing this window will clear all results and return you back to the search section