Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আধলা Bengali definition [আধ্‌লা] (বিশেষ্য) আধপয়সা (একটি আধলা দিয়ে খরচের খাতায় লিখলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আধখানা; অর্ধাংশ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ্+লা}
  • Bengali Word আঁধল, আঁধলা (মধ্যযুগীয় বাংলা), আন্ধল, আন্ধলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আঁধল্, আঁধ্লা, আন্ধল্. অন্ধ্লা] (বিশেষ্য) অন্ধ; চক্ষুহীন ব্যক্তি (আঁধলের লড়ি বাছা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; আঁধলারে দেখাইতে নাহি পাপ পুণ্য-ভারতচন্দ্র রায়গুণাকর; কামে আন্ধল হআঁ-বড়ু চণ্ডীদাস; খাদেতে পড়িছে এক দুঃখিত আন্ধলা-দৌলত উজির বাহরাম খান)।  (বিশেষণ) কুদৃষ্টিযু্ক্ত (আঁধল প্রেম-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধ+ল (লচ্)=অন্ধল>}
  • Bengali Word আন্ধল , আন্ধলা Bengali definition আঁধল
  • Bengali Word ধল, ধলা Bengali definition [ধল্‌,ধলা](বিশেষণ) শুভ্র; সাদা; ফরসা (সেখানে .... ধলা ভালুক আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধলী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধবল>}
Closing this window will clear all results and return you back to the search section