Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word এবে (পদ্যে ব্যবহৃত) Bengali definition [এবে] (ক্রিয়াবিশেষণ) ১ এ সময়; এখন (তেঁই সে রাবণ এবে দুর্বার সমরে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অতঃপর (রাজা বলে এবে কাব্য-কূজন আরম্ভ কর কবি-রবীন্দ্রনাথ ঠাকুর) ৩ অধুনা; আজকাল (এবে মোর তনু ক্ষীণ-কায়কোবাদ)। {তুলনীয় সংস্কৃত ইদানীং, প্রাকৃত এম্বহিং, হিন্দি অব্‌, মধ্যযুগীয় বাংলা, এঁবে}
  • Bengali Word এবেলা Bengali definition [এব্যালা] (ক্রিয়াবিশেষণ) ১ এই সময়। ২ দিবসের যে কোনো এক ভাগে (এ বেলা রাঁধবে কি?)। {এ+বেলা}
Closing this window will clear all results and return you back to the search section