Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word উভ ১ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [উভো] (সর্বনাম) যুগল; উভয়; দুইজন। উভচর (বিশেষণ) জলে ও স্থলে বিচরণকারী। উভবলী (বিরল) (বিশেষণ) উভয়ে বলীয়ান; দুইই শক্তিশালী (মানুষের মধ্যে উৎকর্ষ ও অপকর্ষ মুধু উভবলী নয়, একটার বাদে অন্যটা নিরর্থক-সুধূন্দ্রনাথ দত্ত)। উভলিঙ্গ (বিশেষণ) ১ (প্রাণীবিজ্ঞান) একদেহে পুরুষ ও স্ত্রী যোনিবিশিষ্ট; hermaphrodite। ২ (ব্যাকরণ) স্ত্রী ও পুরুষ উভয়লিঙ্গই বোঝায় এমন। {সংস্কৃত. √উভ্‌+অহমিয়া}
  • Bengali Word উভ ২ Bengali definition [উভো] (বিশেষণ) ১ উচ্চ (অমনি এড়ায় রায় উভউভ লাফে-ঘন)। ২ ঊর্ধ্বমুখী (উভলেজ করিয়া পালায় কপিগণ-কৃত্তিবাস ওঝা)। উভরড়ে ক্রিয়া (বিশেষণ) দ্রুতবেগে। উভরায় (ক্রিয়া) (বিশেষণ) উচ্চরবে (শিশু কাঁদে উভরায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। উভরোল (বিশেষ্য) উচ্চ শব্দ। {সংস্কৃত. ঊর্ধ্ব>প্রাকৃত. উব্‌ভ>উভ}
  • Bengali Word উভচর, উভবলী Bengali definition উভ১
  • Bengali Word উভয় Bengali definition [উভয়্‌] সর্বনাম, (বিশেষণ) দুই; দুইজন; যুগল। উভয়ত (ক্রিয়াবিশেষণ) দুইপক্ষে বা দুই দিকে। উভয়তোমুখ (বিশেষণ) দুই দিকে মুখ আছে এমন। উভয়তোমুখী স্ত্রীলিঙ্গ। উভয়ত্র (অব্যয়) দুইপক্ষে; দুইদিকে (তিনি প্রচার করেছিলেন যে উভয়ে সমান স্বাবলম্বী-উভয়ত্র মূল্যের ভিত্তি নিজস্বে-সুধূন্দ্রনাথ দত্ত)। উভয়থা (ক্রিয়াবিশেষণ) উভয় প্রকারে; দুইপ্রকারে। উভয়সঙ্কট (বিশেষ্য) উভয় দিকেই বিপদ অর্থাৎ কোনো দিক দিয়ে যাওয়া যায় না বা পরিত্রাণ পাওয়া যায় না এমন অবস্থা; dilemma। {সংস্কৃত. উভ+অয়}
  • Bengali Word উভরানো, উভরনো Bengali definition [উভ্‌রানো, উভ্‌রনো] ১ (ক্রিয়া) উপচানো; ছাপিয়ে পড়া (উত্তপ্ত বালুকায় খৈয়ের মত চটপট করে ফুটফুটে তাওয়া উভরে চারিদিক ছিটকে পড়বে-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষ্য) উদ্বৃত্ত হওন। □ (বিশেষণ) বাড়তি; উদ্বৃত্ত। {বাংলা. √উব্‌রা (<সংস্কৃত. উৎ+√বৃৎ+ক্ত=উদ্বৃত্ত) +আন, আনো}
Closing this window will clear all results and return you back to the search section