Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word অছি, ওছি Bengali definition [ওছি্] (বিশেষ্য) ১ অছিয়তকারী; অন্তিম উপদেশ বা নির্দেশ দানকারী। ২ নাবালকের সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবক; তত্ত্বাবধায়ক; trustee(নাবালক পক্ষে যে অছি আছেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) রসী}
  • Bengali Word অছিলে Bengali definition (প্রাচীন বাংলা) [অছিলে] ক্রিয়া ছিল (অছিলে-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত)√অস্‌>}
  • Bengali Word অছিঅত, অছিয়ত Bengali definition অসিয়ত
  • Bengali Word অছলিহু, অছিলোঁ, অছলোঁ Bengali definition (ব্র.) [অনুরূপ উচ্চারণ] ক্রিয়া ছিলাম (এতদিন অছলিহু অপনে গোয়ানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
  • Bengali Word অসিয়ত , অছিয়ত , ওছিয়ত Bengali definition [ওসিয়ত্] (বিশেষ্য) ১ অন্তিম উপদেশ বা নির্দেশ। ২ উইল (বহু দরকারী অসিয়ত করিলেন-হবীবুল্লাহ বাহার)। অসিয়তঅনামা (বিশেষ্য) অছি নিয়োগপত্র; অন্তিম নির্দেশপত্র; লিখিত উইল। অসিয়তি, অছিয়তি, ওছিয়তি (বিশেষ্য) সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবকত্ব (সে অছিয়তি হইতেও খারিজের দরখাস্ত করিবে-মীর মশাররফ হোসেন)। {আ. বসিয়াত}
  • Bengali Word অসিলা , অছিলা , অছিলা Bengali definition [ওসিলা, ওছিলা, ওউলা] (বিশেষ্য) ১ উপলক্ষ; মাধ্যম। ২ ওজর; অজুহাত; বাহানা (তোরা হাজার ছল-ছুতো অসিলা করে বললেও-কাজী নজরুল ইসলাম; আসগরের অছিলা নিয়েই এসেছিল দুপুরে-শামসুল হক)। {আ. রসিলাহ}
Closing this window will clear all results and return you back to the search section