Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হুকুম Bengali definition [হুকুম্‌] (বিশেষ্য) ১ আজ্ঞা; আদেশ; নির্দেশ (গৌড়েশ্বর রাজার হুকুম হইল রদ-ঘনরাম চক্রবর্তী)। ২ আদালতাদির নির্দেশ। ৩ অনুমতি। হুকুমজারি (বিশেষ্য) হুকুম প্রচার (তাহার প্রতি হুকুমজারি করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হুকুমত, হুকমৎ, হুকুমত, হুকমৎ (বিশেষ্য) ১ প্রভুত্ব (হুকুমত এক আল্লাহর তালিম)। ২ শাসন। ৩ সরকার; গভর্নমেন্ট (হুকমতে ইরাক)। হুকুম তামিল (বিশেষ্য) আদেশ নির্দেশ পালন। হুকুমনামা (বিশেষ্য) আদেশপত্র; পরোয়ানা; নির্দেশযুক্ত পত্র (মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। হুকুমবরদার, হুকুমবর্দার (বিশেষ্য) আজ্ঞাবাহক (আমরা হুকুমবর্দার তাঁর পাইয়াছি ফরমান-কাজী নজরুল ইসলাম)। হুকুমবরদারি (বিশেষ্য) হুকুমবরদার বা আজ্ঞাবাহকের কাজ (এই যে হুকুমবরদারী-মোজাম্মেল হক)। হুকুমরদ (বিশেষ্য) হুকুম রহিতকরণ বা স্থগিতকরণ। জোহুকুম (অব্যয়) যে আজ্ঞা বা আদেশ। ¨ (বিশেষ্য) (বিশেষণ) আজ্ঞাবহ; স্তাবক; মোসাহেব (যো হুকুমের দল)। হাকিম নড়েতো হুকুম নড়ে না ð হাকিম১। {(আরবি) হুক্‌ম}
  • Bengali Word আমহুকুম Bengali definition [আম্‌হুকুম] (বিশেষ্য) সাধারণ আদেশ; সার্বিক নির্দেশ। {(আরবি)আম + হুক্‌ম্ ; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আলিহুকুম Bengali definition আলি৫
  • Bengali Word আলীহুকুম Bengali definition আলি৫
  • Bengali Word জো হুকুম, যো হুকুম Bengali definition [জোহুকুম্‌] (বিশেষ্য) যে আজ্ঞা। □(বিশেষণ) অনুগত (ভৃত্য); আজ্ঞাবহ; স্তাবক। জো হুকুমের দল (বিশেষ্য) স্তাবক বা আজ্ঞাবহ বা চামচার দল। {(হিন্দি) জো+(আরবি) হুকুম}
  • Bengali Word যো- হুকুমের দল Bengali definition [জো হুকুমের দল্‌] (বিশেষ্য) স্তাবকের দল; চাটুকারের দল। {যো+হুকুম+দল}
Closing this window will clear all results and return you back to the search section