Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সরদ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [সরদ্‌] (বিশেষণ) ১ চাপা (দেহ দহিছে সরদ হুতাসন-সৈয়দ আলাওল)। □ (বিশেষ্য) ঠাণ্ডা। {(ফারসি) সর্দ}
  • Bengali Word সরদার, সর্দার Bengali definition [শর্‌দার্‌] (বিশেষ্য) ১ প্রধান ব্যক্তি; দলপতি (তাহার সরদার চাকর লোকেরা কেহ যাহারা এ সুবা জাতের বিষয়ের জ্ঞাত-রামরাম বসু)। ২ উপাধিবিশেষ। সরদারি, সর্দারি (বিশেষ্য) ১ সর্দারের পদ বা কাজ। ২ সরদারের প্রাপ্ত দস্তুরি। ৩ মোড়লি; ফোঁপরদালালি (ছড়ি হাতে সর্দারি করে বেড়াচ্ছে-মোতাহের হোসেন চৌধুরী)। সরদারি/সর্দারি দেওয়া (ক্রিয়া) ১ কাউকে দলপতি করা। ২ দলপতির প্রাপ্য দস্তুরি দেওয়া (এমন আর সরদারি দিতে হয় না রমজানকে-আবু ইসহাক)। {(ফারসি) সরদার}
  • Bengali Word সরদেয়াল, ছারদেয়াল Bengali definition [সর্‌দেয়াল, ছার্‌দেয়াল] (বিশেষ্য) ১ বাড়ির চারিদিকে ঘুরিয়ে যে দেয়াল দেওয়া হয়। ২ প্রাচীর; প্রাকার। {(ফারসি) সর্‌দেৱাল}
  • Bengali Word শরদ, সরদ Bengali definition [শরোদ্‌] (বিশেষ্য) বীণাযন্ত্রবিশেষ; সরোদ। {(ফারসি) সরোদ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √শৃ+অদ্‌}
Closing this window will clear all results and return you back to the search section