Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word লেখা ১ Bengali definition [ল্যাখ্যা] (বিশেষ্য) ১ লিখন। ২ বর্ণবিন্যাস; বিন্যস্ত বর্ন (হাতের লেখা)। ৩ লেখা। ৪ চিহ্ন (ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রঙ হইতে ইস্পাতের রঙ্গে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ সংখ্যা (প্রেত ভূত পিশাচের লেখা নহি জানি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word লেখা ২, লিখা Bengali definition [ল্যাখা, লিখা] (ক্রিয়া) ১ বর্ণ সাজানো বা বিন্যাস করা; লিপিবদ্ধ করা। ২ পুস্তকাদি রচনা করা। ৩ পত্রাদি রচনাপূর্বক প্রেরণ করা (আমি তাকে লিখব)। ৪ আঁকা (ভাষা ও পুথির অক্ষর সৃষ্টি হবার পূর্বে গুহাবাসী মানুষ যে সব ছবি লিখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ উক্ত সকল অর্থে। লিখিত বিণ। লেখাজোখা (বিশেষ্য) ১ হিসাব; গণনা (রুই-কাতলা কত যে তার লেখা-জোখা নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ সংখ্যা ও পরিমাণ। লেখানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা লেখার কাজে সম্পাদনা করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। লেখপড়া (বিশেষ্য) ১ বিদ্যাশিক্ষা; বিদ্যাচর্চা; বিদ্যানুশীলন। ২ লিখনের ও পঠনের কাজ; লিখন ও পঠন (লেখাপড়া জানা)। ৩ বিদ্যা। ৪ আইনানুসারে লিখে সম্পাদন (আমাকে যা যা দিবেন তা কালকেই লেখাপড়া করে দিন-মীর মশাররফ হোসেন)। লেখালেখি (বিশেষ্য) ১ ক্রমাগত প্রার্থনা বা চিঠিপত্র পাঠানো। ২ কাগজ-কলমে বাদপ্রতিবাদ। ৩ রচনাদির কাজ (তিনি লেখালেখি নিয়েই আছেন)। {(তৎসম বা সংস্কৃত) লিখ+অ(অঙ্‌)+আ}
  • Bengali Word ইন্দুরেখা, ইন্দুলেখা Bengali definition ইন্দু
  • Bengali Word জোলেখা Bengali definition জোলায়খা
  • Bengali Word আলেখা Bengali definition [আল্যাখা] (বিশেষণ) ১ অলিখিত। ২ সাদা; আঁচড়শূন্য। {আ+লেখা}
  • Bengali Word জোলায়খা, জোলেখা Bengali definition [জোলায়খা, জোলেখা] (বিশেষ্য) প্রাচীন মিশরের মন্ত্রী আজিজ মিশরীর স্ত্রীর নাম; ইউসুফ নবীর প্রেমিকা। {(আরবি) জুলায়খা}
  • Bengali Word তিলাখাজা, তিলেখাজা Bengali definition [তিলাখাজা, তিলেখাজা] (বিশেষ্য) তিলযুক্ত খাজা নামক মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) তিল+খাজা}
  • Bengali Word তিলেখাজা Bengali definition তিলাখাজা
  • Bengali Word সেলেখানা Bengali definition ⇒ সেলাখানা
Closing this window will clear all results and return you back to the search section