Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রহা, রওয়া Bengali definition [রহা, রওয়া] (ক্রিয়া) ১ থাকা; অবস্থান করা। ২ সবুর করা; অপেক্ষা বা প্রতীক্ষা করা (রও আগে খেয়ে নিই)। ৩ বিরতি দেওয়া (রহিয়া রহিয়া বিপুল উল্লাসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {রহ্‌, থাক্‌, আছ্‌,-এ তিনটি অসম্পূর্ণ বাংলা ধাতু}
  • Bengali Word রহানো Bengali definition [রহানো] (ক্রিয়া) ১ থাকানো বা অবস্থান করানো। ২ অপেক্ষা বা প্রতীক্ষা বা সবুর করানো। ৩ থামানো; নিরস্ত করানো। ৪ আটকানো। {√রহ্‌+আনো}
  • Bengali Word অগ্রহায়ণ, অঘ্রান Bengali definition [অগ্‌গ্রোহায়োন্, অগ্‌ঘ্রান্] (বিশেষ্য) বাংলা সনের অষ্টম মাস(অঘ্রানের সওগাত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত)অগ্র+হায়ন>}
  • Bengali Word গরহাজির, গরহাজীর Bengali definition [গর্‌হাজির্‌] (বিশেষ্য) উপস্থিতির অভাব; অনুপস্থিত (কোন ছাত্র কয়দিন হাজির গরহাজির হল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। গরহাজিরা, গরহাজীরা (বিশেষ্য) অনুপস্থিতি (... ঘরে গরহাজীরা যে না পায় দেখিতে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) গায়ির হাদির}
  • Bengali Word দরহাল Bengali definition [দর্‌হাল্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) তৎক্ষণাৎ; ফিলহাল্ (ফকিরের ডেরে গিয়া, মাল মত্তা উঠাইয়া, হুজুরে আনিল দরহাল-সৈয়দ হামজা)। {(ফারসি) দর + (আরবি)হাল}
  • Bengali Word দারহাম Bengali definition ⇒ দিরহাম
  • Bengali Word দিরহাম, দরহাম, দারহাম Bengali definition [দিরহাম্‌, দরহাম্‌, দারহাম্‌] (বিশেষ্য) মুদ্রাবিশেষ (লক্ষ দিরহাম তুমি দবে-ফররুখ আহমদ)। {(আরবি)দির্‌হাম}
  • Bengali Word পরহার Bengali definition ⇒ প্রহার
  • Bengali Word পিরহান Bengali definition ⇒ পিরান
  • Bengali Word পিরান, পিরহান Bengali definition [পিরান্, পির্‌হান্‌] (বিশেষ্য) এক প্রকার ঢিলা জামা; কোর্তা (ঢাকাই মখমলের পিরহান গাত্রে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) পীরহান}
  • Bengali Word মরহারা Bengali definition ⇒ মারহাবা
  • Bengali Word বোরহান Bengali definition [বোর্‌হান্‌] (বিশেষ্য) ১ দলিল; প্রমাণ (ও যে বিশ্বের চির সাচ্চারই বোরহান-কাজী নজরুল ইসলাম)। ২ নগ্ন। {(আরবি) বুরহান}
  • Bengali Word বোরহানি Bengali definition [বোর্‌হানি] (বিশেষ্য) ১ টক দইয়ের সঙ্গে বিটলবণ, গোলমরিচ, জিরা ইত্যাদি মিশিয়ে তৈরি হজম সহায়ক পানীয়। {(ফারসি) বুরহানী}
  • Bengali Word মারহাবা, মার্হাবা, মরহাবা Bengali definition [মার্‌হাবা, মার্‌হাবা, মর্‌হাবা] (অব্যয়) জোকার; জয়ধ্বনি; অভিনন্দনজ্ঞাপক ধ্বনি; প্রশংসাসূচক উক্তি; শাবাশ; খোশ আমদেদ ইত্যাদি (মার্‌হাবা আফরীন শাবাশ বলে উচ্চ কন্ঠে কবির তারিফ করছে-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) মারহাবা}
  • Bengali Word মারহাট্টা Bengali definition [মার্‌হাট্‌টা] (বিশেষ্য) ১ মহারাষ্ট্র দেশ। ২ মহারাষ্ট্রের অধিবাসী; মারাঠা। ৩ মহারাষ্ট্র দেশীয়; মহারাষ্ট্র দেশের; মহারাষ্ট্র দেশ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মহারাষ্ট্র>}
  • Bengali Word সুন্দরহানো Bengali definition [শুন্‌দর্‌হানো] (বিশেষণ) সুন্দরমতো (আলু থালু চুলওয়ালা গোঁফের রেখামাত্র দেওয়া-সুন্দরহানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তুলনীয়) সুন্দরহেন}
Closing this window will clear all results and return you back to the search section