Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মিঠা, মিঠে Bengali definition [মিঠা, মিঠে] (বিশেষণ) ১ মিষ্টস্বাদযুক্ত; মিষ্ট (মিঠা আম)। ২ আরামদায়ক (শীতের মিঠা রৌদ্রে আমাদের মজলিস বসিয়া গেল-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন; কোথাও পাকা ফলের মিঠা বাস আসছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বাদ (মিঠা পানি)। ৪ মধুর (মিঠা গুড়)। মিঠাকড়া (বিশেষণ) মধুর অথচ ঝাঁজারো। মিঠেল (বিশেষণ) মিষ্ট; মধুর (মিঠেল সোনালী রোদে)। {(তৎসম বা সংস্কৃত) মিষ্ট>(প্রাকৃত) মিট্‌ঠ>}
  • Bengali Word মিঠাই, মেঠাই Bengali definition [মিঠাই, মেঠাই] (বিশেষ্য) ১ মিষ্ট খাবার; মিষ্টান্ন। ২ ডালের তৈরি এক প্রকার নাডু। মিঠাইওয়ালা (বিশেষ্য) মিঠাই বিক্রেতা। মিঠানি (বিশেষ্য) ১ মিষ্টান্ন। ২ মিষ্টরস (টিটের চিটানি খেতের মিঠানি সকলি জানি-চণ্ডীদাস; লজ্জা মিশিয়ে হাসিতে একটু মিঠানি দিল তুফানি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {মিঠা+আই}
Closing this window will clear all results and return you back to the search section