Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মিছা, মিছে Bengali definition [মিছা, মিছে] (বিশেষ্য) মিথ্যা কথা (সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) ১ অমূলক (মিছা ভাবনা)। ২ নিষ্ফল; বৃথা (মিছা কাজ)। □ ক্রিবিণি ১ অনর্থক; বিনা কারণে; অকারণে (মিছা দিন গেল)। মিছামিছি (ক্রিয়াবিশেষণ) ১ বিনা কারণে; মিথ্যা করে। ২ অনর্থক; অকারণে। ৩ বৃথা; বিনা লাভে। মিছে কান্না (বিশেষ্য) অকারণে ক্রন্দন; নিষ্ফল ক্রন্দ। {(তৎসম বা সংস্কৃত) মিথ্যা> (প্রাকৃত) মিচ্ছা>(বাংলা) মিছা}
Closing this window will clear all results and return you back to the search section