Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মাদা Bengali definition [মাদা] (বিশেষণ) তেজবীর্যহীন ব্যক্তি; দুর্বল (শরীরটে ছিল মাদা; তার উপর সেদিন পড়েছিল একটু বেশি শীত-প্রমথ চৌধুরী)। ২ মাদি; নরের বিপরীত। মাদি, মাদী (স্ত্রীলিঙ্গ)। {(ফারসি) মাদাহ}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word মাদানি Bengali definition [মাদানি] (বিশেষ্য) ১ মদিনাবাসী। ২ যার পূর্বপুরুষ মদিনাবাসী ছিলেন। □ (বিশেষণ) মদিনার সাথে সম্বন্ধযুক্ত। {(আরবি) মদনী}
  • Bengali Word মাদার ১ Bengali definition [মাদার্‌] (বিশেষ্য) কাঁটাবিশিষ্ট এক ধরনের গাছ (মাদার গাছ সেখানে মাদার গাছই...আম নয় জাম নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মন্দার>}
  • Bengali Word মাদার ২ Bengali definition [মাদার্‌] (বিশেষ্য) ১ মা; মাতা। ২ কেন্দ্র। মাদারজাদ, মাদার-যাদ (বিশেষ্য) সহোদর। মাদার টিংকচার, টিংচার (বিশেষ্য) হোমিওপ্যাথিক ঔষধের মূল আরক। {(ফারসি) মাদার; ই mother}
  • Bengali Word উদমাদা Bengali definition [উদ্‌মাদা] (বিশেষণ) হাবলা; আধপাগলা (কোন আমোদপ্রিয় লোক যমকে উদমাদা রকম দেখিয়া যমের সহিত কৌতুক করিয়াছে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) উন্মাদ = উদ্‌+মাদ>উদমাদ + আ = উদমাদা}
Closing this window will clear all results and return you back to the search section