Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মাটি, মাটী Bengali definition [মাটি] (বিশেষ্য) ১ মৃত্তিকা (মাটির ঘর)। ২ ভূতল; পৃথিবীর উপরিভাগ (মাটিতে দাঁড়ানো)। ৩ ভূসম্পত্তি; জমি (তিন বিঘা মাটির উপর বাড়ি)। ৪ নির্ভরস্থল; আশ্রয়; ভর দেওয়ার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)। □ (বিশেষণ) পণ্ড; নিষ্ফল; নষ্ট; বিনষ্ট; বিধ্বস্ত (সকলই তোর হবে মাটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাটি করা (ক্রিয়া) ব্যর্থ করা; নষ্ট করা (আমার সব মাটি করে ফেললে)। মাটি কাটা, মাটি কোপানো, মাটি কোবানো (ক্রিয়া) কোদাল দিয়ে মাটি খোঁড়া বা কোপানো। মাটি কামড় দিয়ে থাকা (ক্রিয়া) প্রবল বিরুদ্ধতার মধ্যেও অবিচলিত থাকা। মাটি কামড়ানো (ক্রিয়া) সহ্য করে থাকা (মাটি কামড়ে থাকো, আখেরে ফল পাবে)। মাটি কামড়ে পড়ে থাকা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে লেগে থাকা (মাটি কামড়ে পড়ে থাকলে সব কিছুই হয়)। মাটি খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অনুচিত কাজ করা; যার জন্য পরে অনুশোচনা করতে হয় এমন কাজ করা। মাটিতে পা না পড়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যন্ত গর্বিত হওয়া। মাটি তোলা (ক্রিয়া) ১ মাটি উপরে তুলে স্তূপ করা। ২ (আলঙ্কারিক) পঙ্কোদ্ধার করা। মাটি দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) কবর দেওয়া; গোর দেওয়া; দাফন করা। মাটি নেওয়া (ক্রিয়া) ১ কুস্তি ইত্যাদিতে উপুড় হয়ে পড়ে মাটি আঁকড়ে থাকা। মাটি ফেলা (ক্রিয়া) মাটি ফেলে নিচু জমি উঁচু করা। মাটি মাখা (ক্রিয়া) ১ মাটিতে পানি দিয়ে কাদা করা। ২ গায়ে কাদা মাখা। মাটি মাটি (অব্যয়) ১ (আলঙ্কারিক) আলস্য বোধ (গা মাটি মাটি করা)। ২ মাটির মতো (মাটি মাটি গন্ধ)। মাটি মাড়ানো (ক্রিয়া) (আলঙ্কারিক) নিকটবর্তী স্থান দিয়ে গমনাগমন করা। □ (বিশেষ্য) আগমন বা পদার্পণ করা (উনি এ অঞ্চলের মাটি মাড়ান না)। মাটির দর (বিশেষ্য) (আলঙ্কারিক) অতি সস্তা; অকিঞ্চিকর মূল্য (মাটির দরে বিক্রি হওয়া)। মাটির দরে কেনা (ক্রিয়া) অত্যন্ত সস্তায় কেনা (বাড়িটি একেবারে মাটির দরে কেনা হয়েছে)। মাটির মানুষ (বিশেষ্য) (আলঙ্কারিক) অতি সহিষ্ণু ভালো মানুষ; শান্ত প্রকৃতির নিরীহ লোক (তার মত মাটির মানুষ আর নাই)। গা মাটি মাটি করা (ক্রিয়া) (আলঙ্কারিক) আলস্য বা জড়তা বোধ করা; শরীর ম্যাজম্যাজ করা। সাজিমাটি (বিশেষ্য) ক্ষার মিশ্রিত মৃত্তিকা। হাড় বা দেহ মাটি করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যধিক শ্রমে জীবনপাত করা; কঠোর পরিশ্রম করা। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা> (প্রাকৃত) মট্টিআ> (বাংলা) মাটি}
  • Bengali Word মাটিয়া Bengali definition ⇒ মেটে
  • Bengali Word খামাটি Bengali definition খামটি
  • Bengali Word খামটি, খামাটি, খামুটি Bengali definition [খাম্‌টি, খামাটি, খামুটি] (বিশেষ্য) ১ উপরের দাঁত দ্বারা নীচের ঠোট চেপে ধরা; দাঁতে দাঁতে সংযোগ। ২ ভেংচি (দাঁত খামাটি চিমটি দিতে সবারে হারায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মালকোঁচা; মলসাট (যেন অসুর খামটি এঁটে রয়েছে- দীনবন্ধু মিত্র)। ৪ দৃঢ় সংঙ্কল্প (খামটি এঁটে ধরা)। {(হিন্দী) খাম+আটি}
  • Bengali Word চামাটি, চামাতি Bengali definition (বিশেষ্য) ১ চামড়ার পট্টি; চর্মময় বন্ধনী। ২ ক্ষুর ঘষার ব্যবহৃত চর্মখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) চর্মপত্র>}
  • Bengali Word তামাটে, তামাটিয়া Bengali definition তামা
Closing this window will clear all results and return you back to the search section