Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মাচা, মাচান Bengali definition [মাচা, মাচান্‌] (বিশেষ্য) ১ বাঁশ কাঠ ইত্যাদির দ্বারা নির্মিত উঁচু স্থান (তখন লোকদের আশ্রয় নিতে হয় মাচার উপর-শামসুল হক)। ২ মঞ্চ (এজলাসের প্রথামত মাচানোর উপর হাকিম বিরাজ করিতেছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মাচিয়া, মাইচা (বিশেষ্য) উঁচু আসন; বাঁশ বা বেতের তৈরি চেয়ার (অনেকেই মাচিয়া পাতিয়া বিশ্রাম করে)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্চ>}
Closing this window will clear all results and return you back to the search section