Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বাদল Bengali definition [বাদোল্‌] (বিশেষ্য) ১ মেঘ (পুবে বাদল উঠলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃষ্টি; বর্ষা। ৩ দুর্দিন; দুঃসময় (এমন মেঘস্বরে বাদল ঝরঝরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাদল-পোকা (বিশেষ্য) বর্ষাকালের ছোট সবুজ পোকা (বাদল পোকার ঝাঁকের মত কেন এত সি.আই.ডি-র আবির্ভাব হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাদলা১ (বিশেষ্য) বাদল; মেঘবৃষ্টি। □ (বিশেষণ) বর্ষাকালীন; বৃষ্টিসিক্ত; বর্ষাস্নাত; মেঘাচ্ছন্ন; বর্ষণযুক্ত (বাদলা রাত)। বাদুলে (বিশেষণ) বাদল সংক্রান্ত; বর্ষাকালের। {মুণ্ডারি বাদর>; (তৎসম বা সংস্কৃত) বার্দল (বাত দ্বারা দলন, নিপাতনে সিদ্ধ)>; (তুলনীয়) (হিন্দি) বাদল}
  • Bengali Word বাদলা ২ Bengali definition [বাদ্‌লা] (বিশেষ্য) জরির সুতা; উক্ত সুতায় উৎপন্ন। বাদলার কাজ (বিশেষ্য) জুরির সুতা দিয়ে তৈরি নকশা ইত্যাদি। {বাদল+আ}
Closing this window will clear all results and return you back to the search section