Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ফরমান ১ Bengali definition [ফর্‌মান্‌](বিশেষ্য) ১ হুমুক; আদেশ (সরকার তাঁহার নিরপেক্ষ নীতি অনুসারে ফরমান জারি করিলেন-আবুল মনসুর আহমদ; আমরা হুকুম-বর্দ্দার তাঁর, পাইয়াছি ফরমান-কাজী নজরুল ইসলাম)। ২ হুকুমনামা; আদেশপত্র (খলিফার ফরমান পাঠ করে-মুরা)। ৩ হুকুমত; শাসন (হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি-কাজী নজরুল ইসলাম)। ৪ বাণী; সংবাদ; খবর (ধরনীর হাতে দিল যারা আনি’ ফসলের ফরমান-কাজী নজরুল ইসলাম)। ফরমান-বরদার, ফরমা-বরদার (বিশেষণ) ১ অনুগত; আজ্ঞাবহ; হুকুম পালনকারী (তবে আমি হব তেরা ফরমাবরদার-সৈয়দ হামজা; বড় বড় হাকিমান হুকুমের তাবেদার ফরমা-বরদার দিনকে রাত কচ্ছেন, রাতকে দিন কচ্ছেন-মীর মশাররফ হোসেন)। ফরমান-বরদারি বি। ফরমানি (বিশেষ্য) আনুগত্য; আদেশমান্যতা (বাহ বাহ বলি ডাকেন ফরমানি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ফরমানো (ক্রিয়া) হুকুম করা; আদেশ দেওয়া (ফরমানী মহারাজ মনসবদার-ভারা। না-ফরমানি (বিশেষণ) আদেশ অমান্যকারী।
  • Bengali Word ফরমানো, ফরমান ২ Bengali definition [ফর্‌মানো,](ক্রিয়া) হুকুম করা; আদেম দেওয়া। ২ উ্ক্ত অর্থে। {(ফারসি) ফরমান}
  • Bengali Word নাফরমান Bengali definition [নাফর্‌মান্‌] (বিশেষণ) অবাধ্য; আদেশ অমান্যকারী; ফরমান অমান্যকারী; ঈশ্বরের আদেশ লঙ্ঘনকারী। নাফরমানি, নাফরমানী (বিশেষ্য) অবাধ্যতা; আদেশ অমান্যকরণ (আল্লারে পাওয়া যায় না করিয়া তাঁহার নাফরমানি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) না+ফরমান}
Closing this window will clear all results and return you back to the search section