Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নির্দেশ Bengali definition [নির্‌দেশ্‌] (বিশেষ্য) ১ নির্ধারণ; স্থিরীকরণ; নিরুপণ। ২ বিশেষভাবে প্রদর্শন। ৩ আজ্ঞা; হুকুম; আদশে। ৪ বর্ণন; বিবৃতি। ৫ উপদেশ; হেদায়েত। ৬ উল্লেখ। নির্দশক, নির্দেষ্টা (বিশেষণ) ১ নির্ণায়ক; নির্ধারক। ২ নির্দেশ করে এমন; নির্দেশকারী। ৩ আজ্ঞাকারী; আদেশকারী; হাকিম। নির্দেশন, নির্দেশনা (বিশেষ্য) নির্দেশকরণ; নির্ধারণ। নির্দেশনী (বিশেষণ) নির্দেশ করা যায় এমন; সূচি; index। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√দিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word অনির্দেশ Bengali definition [অনির্‌দেশ] (বিশেষ্য) অনির্দিষ্ট অবস্থা। অনির্দেশ্য (বিশেষণ) নির্দিষ্ট করা যায় না এমন; অনির্ণেয়(একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে –রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্দেশ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঙ্গুলিনির্দেশ, অঙ্গুলিসঙ্কেত, অঙ্গুলিহেলন Bengali definition (বিশেষ্য) আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ। অঙ্গুলিমোটন, অঙ্গুলিস্ফোটন (বিশেষ্য) আঙুল মটকানো বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্গ্+ উলি}
Closing this window will clear all results and return you back to the search section