Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ধসা Bengali definition [ধশা](ক্রিয়া) ১ খসে পড়া; ভেঙে পড়া (নদীর পাড় ধসা)। ২ ধ্বংসপ্রাপ্ত হওয়া। ৩ দুর্বল হওয়া বা বলবীর্য নষ্ট হওয়া (শরীর ধসে গেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ধসন বি। ধসানো (ক্রিয়া) ১ ধসকা বা মিথিল করা; ধস নামানো বা ভেঙে ফেলা। ২ সম্পাদন করা (সে তাহার স্তূপীকৃত কাজ ধসাইয়া চলিয়াছে-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্‌>(বাংলা) ধস+আ}
Closing this window will clear all results and return you back to the search section