Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ধস ১ Bengali definition [ধশ্‌](অব্যয়)মাটির বড় চাপ খসে পড়ার শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (বিনাশ অর্থে)}
  • Bengali Word ধস ২ Bengali definition [ধশ্‌](বিশেষ্য)ধসে পড়া মাটির বড় চাপ। ধসন (বিশেষ্য) ধসে পড়া। ধসধসে (বিশেষণ) ১ ভেঙে পড়ার মতো। ২ অন্তঃসারশূন্য। ধস ভাঙা বা নামা (ক্রিয়া) ১ পুকুর বা নদীর পাড়ের বড় চাপ ভেঙে বা ধসে পড়া। ২ পাহাড়ের গা থেকে মাটির বড় চাপ খসে পড়া। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (নিবাশ অর্থে)}
  • Bengali Word ধসকা Bengali definition [ধশ্‌কা](বিশেষণ) ১ ধসে পড়ার মতো; ভগ্নপ্রবণ। ২ ঢিলা; আলগা; শিথিল; শ্লথ (ধসকা মাটি)। ৩ কমজোর; দুর্বল; বলবীর্যহীন; অন্তঃসারশূন্য ((তুলনীয়) ঢোস্কা=ধসকা শরীর)। ধসকানো (ক্রিয়া) শিথিল বা ঢিলা বা আগলা হওয়া; ভেঙে পড়া; ধসে যাওয়া; ধসানো (পুকুরপাড় ধসকেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস্‌; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধসা Bengali definition [ধশা](ক্রিয়া) ১ খসে পড়া; ভেঙে পড়া (নদীর পাড় ধসা)। ২ ধ্বংসপ্রাপ্ত হওয়া। ৩ দুর্বল হওয়া বা বলবীর্য নষ্ট হওয়া (শরীর ধসে গেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ধসন বি। ধসানো (ক্রিয়া) ১ ধসকা বা মিথিল করা; ধস নামানো বা ভেঙে ফেলা। ২ সম্পাদন করা (সে তাহার স্তূপীকৃত কাজ ধসাইয়া চলিয়াছে-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্‌>(বাংলা) ধস+আ}
  • Bengali Word ধস্ত, ধ্বস্ত Bengali definition [ধস্‌তো](বিশেষণ) বিধ্বস্ত (সাধারণত বিধ্বস্ত শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। ধস্ত বিধ্বস্ত (বিশেষণ) ভীষণভাবে বিধ্বস্ত। {(তৎসম বা সংস্কৃত) ধ্বস্‌>(বাংলা) ধস্‌+ত(ক্ত)}
  • Bengali Word ধস্তাধস্তি Bengali definition [ধস্‌তাধোস্‌তি](বিশেষ্য) ১ পরস্পর বিক্রম প্রকাশ; পরস্পর বল প্রয়োগ; টানাটানি; ঠেলাঠেলি (বিপক্ষের সঙ্গে ধস্তাধস্তি)। ২ সমবেতভাবে অনবরত বলপ্রয়োগ (ধস্তাধস্তি করে মাল তোলা)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বস্ত+আ+ধ্বস্ত+ই; বহুব্রীহি সমাস}
  • Bengali Word অধস্‌তন Bengali definition [অধস্‌তন, অধস্‌তনো] (বিশেষণ) ১ নিম্নস্থিত; নিম্নগত; বংশপরস্পরাক্রমে পরবর্তী(অধস্তন পুরুষ)। ২ অধীন; পদমর্যাদায় ন্যূন (অধস্তন কর্মচারী)। {(তৎসম বা সংস্কৃত)অধস্‌+তন}
  • Bengali Word ঔধস , ঔধস্য Bengali definition [ওউধোশ্, ওউধোশ্‌শো] (বিশেষণ) স্তন্য। (বিশেষ্য) স্তনদুগ্ধ। {উধস্+ অ(অণ্), য(ষ্যঞ্)}
Closing this window will clear all results and return you back to the search section