Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দৌলত, দৌলৎ Bengali definition [দৌউলত্‌] (বিশেষ্য) ঐশ্বর্য; ধনরত্ন; সম্পদ (ধনদৌলত বাড়ে নাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দয়া; অনুগ্রহ; আনুকূল্য; সহায়তা; প্রভাব (তিনি নিজের বেতন বাড়িয়ে তোলেন ছাত্রের দৌলতে-অবনীন্দ্রনাথ ঠাকুর); যার দৌলতে বেঁচে গেলাম-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দৌলতখানা (বিশেষ্য) ১ ঐশ্বর্য বা ধনসম্পদপূর্ণ বাসভবন; ধনীর প্রসাদ। ২ গৃহ; বাসস্থান (কোথায় দৌলৎখানা চলেছো কোথায় নৌজোয়ান-ফররুখ আহমদ)। দৌলতদার, দৌলতমন্দ (বিশেষণ) ঐশ্বর্যশালী; ধনী (সাবাস দৌলতমন্দ এত মাল থাকে যার সাথে-সৈয়দ হামজা)। দৌলতদারি (বিশেষ্য) ঐশ্বর্যশালিতা। দৌলতশালা (বিশেষ্য) রত্নাগার; ঐশ্বর্যভাণ্ডার (কত ভাত তার যার দুনিয়ার সব দৌলতশালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)দরলত}
  • Bengali Word বদৌলতে Bengali definition [বদোউলতে] (অব্যয়) জন্য; কৃপায় (ভাওয়াইয়া গান আব্বাসউদ্দীনের বদৌলতে আজ সারা দেশে সমাদৃত-ছদরুদ্দীন)। {(আরবি) বদৌলত; (ফারসি) (বদৌলতে-অশুদ্ধ প্রয়োগ)}
Closing this window will clear all results and return you back to the search section