Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তিতা ১, তেতো, তিত Bengali definition [তিতা, তেতো, তিতো/তিত্‌] (বিশেষণ) ১ তিক্ত স্বাদযুক্ত। □ (ক্রিয়া) তিক্ত স্বাদযুক্ত হওয়া (তিতায় তিতিল দে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তিক্ত>}
  • Bengali Word তিতা ২ Bengali definition [তিতা] (ক্রিয়া) ((পদ্যে ব্যবহৃত)) ভিজে যাওয়া; সিক্ত হওয়া (তিতিল দোহান তনু নয়ানের জলে-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষণ) সিক্ত; ভিজা (তিতা বস্ত্র এড়ি ধুতি পরিল-বিজয় গুপ্ত)। তিতানো (বিশেষ্য) ১ সিক্ত করা; ভিজানো; আর্দ্র করা। {(তৎসম বা সংস্কৃত) √তিম্‌ (ক্ষরণ)}
  • Bengali Word আতিক্ত , আতিতা Bengali definition [আতিক্‌তো আতিতা] (বিশেষণ) ঈষৎ তিক্ত; প্রায় তিতা; তিতকুটে। { (বাংলা) আ + (তৎসম বা সংস্কৃত) তিক্ত}
Closing this window will clear all results and return you back to the search section