Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তরফ Bengali definition [তরোফ্‌] (বিশেষ্য) ১ পক্ষ (তার আগের তরফের বিবির এক মেয়ে ছাড়া কেউ নেই-কাজী নজরুল ইসলাম)। ২ দিক; পাশ (খোদার তরফ থেকে)। ৩ প্রান্ত। ৪ জমিদারের খাজনা আদায়ের মহাল (তরফ কাশিমপুর)। ৫ জমিদারির ভাগ; অংশীকৃত জমিদারি; মালিক (বড় তরফ)। তরফ সানি (বিশেষ্য) দ্বিতীয় পক্ষ; দ্বিতীয়া (স্ত্রীলিঙ্গ)। {(আরবি)তরফ }
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word তরফদার Bengali definition [তরোফ্‌দার্‌] (বিশেষ্য) ১ তরফের রাজস্ব আদায়কারী লোক; গোমস্তা। ২ দলের বা পক্ষের লোক। ৩ তরফের মালিক; পদবিবিশেষ। {(আরবি)তরফ+(ফারসি) দার}
  • Bengali Word তরফা Bengali definition [তর্‌ফা] (বিশেষণ) ১ দিকের; পক্ষের (একতরফা)। ২ একপেশে। ৩ বাদী ও প্রতিবাদীর মধ্যে উপস্থিত একজনের জবানবন্দি শুনে বিচার নিষ্পত্তি (একতরফা ডিগ্রি)। একতরফা (বিশেষ্য) ১ পক্ষপাতযুক্ত (একতরফা বিচার)। ২ শুধু একদিক থেকে যা আসে (এক তরফা কথা বলা বা আক্রমণ)। দো-তরফা (বিশেষণ) ১ দুই দিক বা দুই পক্ষের মতামত নিয়ে কথিত। ২ দু দিক থেকে আগত। {(আরবি)তরফ + (বাংলা) আ}
Closing this window will clear all results and return you back to the search section