Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তফাত, তফাৎ Bengali definition [তফাত্‌] (বিশেষ্য) ১ দূরত্ব; দূরবর্তী স্থান (প্রায় ২০ জন লোক দশ হাত তফাত থেকে সাঁ সাঁ করে চলে গেল-মীর মশাররফ হোসেন)। ২ পার্থক্য; প্রভেদ; ব্যবধান; অন্তর (বংশে বংশে নাহিক তফাৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পৃথক (যতনের খাটুনি অযতনের খাটুনি দুয়ের ফল তফাৎ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দূরগত (তফাত যাওয়া)। ৫ পৃথক (তফাত করা আনারসগুলো)। {(আরবি)তাফারুত}
  • Bengali Word তরতফাত Bengali definition [তর্‌তফাত্‌] (বিশেষ্য) ভেদাভেদ; পার্থক্য। {(ফারসি) তর্‌ + (আরবি)তাফাউত }
Closing this window will clear all results and return you back to the search section